হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
Copyright free image downloaded from pixabay.com |
---|
প্রথমেই ধন্যবাদ জানাই এই কমিউনিটির সম্মানিত এডমিন ম্যামকে জুলাই মাসের প্রথম সপ্তাহে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য, এই প্রতিযোগিতার বিষয়টা খুব সুন্দর, আমার কাছে এই প্রতিযোগিতার বিষয়টা খুব ভাল লেগেছে, সাধারণত এই ধরণের বিষয়ের উপর প্রতিযোগিতা খুব একটা দেখা যায় না। এই প্রতিযোগিতার মাধ্যমে নাম বা খ্যাতি বিষয়ের উপর নিজের মতামত প্রকাশ করার সুযোগ রয়েছে।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাবো, আশা করি আমার এই তিন বন্ধু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। @sohag10 @shula14 @mamamasha
Which do you value more: Name or Fame(choose anyone) and describe the reason behind your choice.
নাম বা খ্যাতির মধ্যে আমি অবশ্যই নামটাকে বেশি মূল্য দিব, কারণ পৃথিবীতে যত বড় মানুষ আছে, যাদেরকে আমরা মহামানব হিসেবে চিনে থাকি, অথবা যেই মানুষগুলো আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে বেঁচে আছে, তারা তাদের নামের মাধ্যমেই আমাদের মাঝে বেঁচে আছেন, আমরা তাদের নাম দ্বারাই চিনে থাকি, তারা এই পৃথিবী থেকে চলে গেলেও তাদের নাম এখনও পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে।
পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন যাদের নাম আমরা সব সময় মনে রাখার চেষ্টা করি, পৃথিবীতে এখনও আলবার্ট আইনস্টাইন, আলেকজান্ডার দ্য গ্রেট, আব্রাহাম লিঙ্কন, এপিজে আব্দুল কালাম, টিম বার্নার্স লি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেক মানুষের নাম আকাশের তারকার মত সবার কাছে উজ্জ্বল হয়ে ভেসে আছে। এদের সবাই নিজেদের নাম এর মাধ্যমেই বিখ্যাত হয়ে আছে, যদিও তাদের নামটা হয়েছে তাদের কর্মের কারণে।
Copyright free image downloaded from pixabay.com |
---|
What's the difference between Name and Fame? Describe.
নাম এবং খ্যাতির মধ্যে পার্থক্য হিসেবে আমি যেটা বুঝি, নাম দুই ধরণের হতে পারে, প্রথমত আমাদেরকে যে নামে সম্বোধন করা হয়, ছোটবেলা থেকে আমাদের প্রত্যেকের একটা করে নাম রয়েছে, যে নামে আমরা মানুষের কাছে পরিচিত, আরেকটা নাম হচ্ছে নিজেদের সফলতার নাম, যদিও নামটা আগেরটাই থাকে কিন্তু এই নাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্মান, কোন ব্যক্তি যখন সফল হয় এবং নিজের ভাল কাজের মাধ্যমে সবার কাছে পরিচিতি লাভ করে তখন ঐ ব্যাক্তির সেই নামটাই সবাই সম্মানের সাথে নিয়ে থাকে।
খ্যাতিও দুই ধরণের হয়ে থাকে, প্রথম খ্যাতি হচ্ছে বংশগত ভাবে পেয়ে থাকে, যেমন কোন ব্যক্তিকে তার বংশের দিক দিয়ে সম্বোধন করে বলা হয় সে, অমুক বংশের সন্তান, এখানে খ্যাতি হিসেবে বংশটাকে ধরা হয়, যদিও এই খ্যাতিটা বেশি কাজের না। আর দ্বিতীয় খ্যাতি হচ্ছে, মানুষ যেটা নিজের ভাল কাজ, নিজের সততা দিয়ে অর্জন করে, আমরা এই খ্যাতিকে একজন ব্যক্তির উপনাম বা উপাধি বলতে পারি, যেমন কেউ বেশি দান করার কারণে "দানশীল বা দানবীর" উপাধি লাভ করে। আর যে ব্যক্তি কোন খ্যাতি অর্জন করে ঐ খ্যাতিটা তার নামের সাথেই মিলে যায়।
Do you think Name and Fame are essential in our lives? Share your viewpoint.
আমি মনে করি আমাদের জীবনে সুখি হতে হলে নাম এবং খ্যাতির প্রয়োজন আছে, নাম এবং খ্যাতি ব্যতীত কোন ব্যক্তিই সম্মানিত হতে পারবে না, আর আমরা সবাই এই পৃথিবীতে সম্মানিত হতে চাই, আমরা সবাই নিজের অবস্থান থেকে চিন্তা করি যে, সবাই যেন আমাদের সম্মান করে, নাম এবং খ্যাতি ব্যতীত কোন ভাবেই সম্মান পাওয়া সম্ভব না।
আমরা যদি নাম এবং খ্যাতি অর্জন করতে পারি তাহলে অনেক মানুষকে আমাদের পাশে বন্ধু হিসেবে পাব, আর যদি আমাদের নাম এবং খ্যাতি না থাকে তাহলে কেউ আমাদের সম্মান করবে না, আমাদের জীবন অবহেলার মধ্য দিয়েই অতিবাহিত হয়ে যাবে। আমরা যদি নাম এবং খ্যাতি অর্জন করতে পারি তাহলে আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদের কথা মনে রাখবে।
Copyright free image downloaded from pixabay.com |
---|
What are the ways to achieve them?
নাম এবং খ্যাতি অর্জনের জন্য অবশ্যই আমাদের ভাল কাজ করতে হবে, এমন কিছু কাজ করতে হবে যার দ্বারা অন্য মানুষের উপকার হয়, নিজেকে যোগ্য হতে হবে, এবং নিজের যোগ্যতাকে সবার সামনে প্রকাশ করতে হবে, নাম এবং খ্যাতি অর্জনের জন্য সততার সাথে নিজের কাজের দক্ষতা উন্নয়ন করা প্রয়োজন, একজন দক্ষ ব্যাক্তির খুব সহজেই নাম এবং খ্যাতি অর্জন হয়।
নাম এবং খ্যাতি অর্জনের আরেকটা উপায় হতে পারে, পরিকল্পিত ভাবে সঠিক সময়ে সঠিক কাজ করতে থাকা, তার সাথে কোন অভিজ্ঞ ব্যাক্তির থেকে সঠিক পরামর্শ নিতে হবে, নিজের লক্ষ্য ঠিক রেখে সঠিক পরামর্শ নিয়ে যদি আমরা সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি তাহলে দ্রুত আমরা নাম এবং খ্যাতি অর্জন করতে পারব।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|
https://x.com/hmahmud552/status/1810346759539028336
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই কনটেস্টে পার্টিসিপেট করেছেন এবং অনেক সুন্দর করে এই কনটেস্টের প্রশ্নের উত্তর গুলো আমাদের মাঝে আপনি উপস্থাপনা করেছেন, আমি মনে করি নাম তো সবাই কামাতে পারে কিন্তু খ্যাতি কয়জনে কামা ব্যাপারে। নাম ও খ্যাতি দুটো জিনিসই একরকম হতে পারে কিন্তু দুটো জিনিসের ব্যবহার দু'রকম। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেওয়ার জন্য এবং সাথে সুন্দর কমেন্ট করার জন্য, আমরা সবাই নাম এবং খ্যাতি চাই, যার দ্বারা আমাদের সম্মান বৃদ্ধি পায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের মতামত তুলে ধরেছেন এবং নাম ও খ্যাতির মাঝে নামকেই বেঁচে নিয়েছেন। ঠিকই বলেছেন আপনি যে মানুষ তার নাম অর্জনের মাঝে বেঁচে থাকে।
আপনার মতে নাম ও খ্যাতি দুটোই মানুষের জন্য প্রয়োজনীয়। তাই নাম ও খ্যাতি অর্জনের জন্য সততার সাথে নিজের কাজের দক্ষতা উন্নয়ন করা প্রয়োজন বলে আপনি মনে করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পড়েছেন এবং সুন্দর একটা মন্তব্য করেছেন, নাম এবং খ্যাতি অর্জনের জন্য কষ্ট করতে হয়, সততার সাথে নিজের কাজ সঠিক ভাবে করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার খুব সুন্দর মতামত আমাদের মাঝে উপস্থিত করার জন্য।
নাম ও খ্যাতি সম্পর্কে খুব ভালোভাবেই ধারণা দিয়েছেন আপনি উল্লেখ করেছেন নাম দুই ধরনের হতে পারে একটা হল বাম্পার দেওয়া নাম আর একটা কর্মর ক্ষেত্রে যে নাম আমাদেরকে দেয়া হয় সেটি হল খ্যাতি এটা অর্জন করে নিতে হয়।
এই প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে ই আপনি উপস্থাপনা করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেওয়ার জন্য এবং সাথে খুব সুন্দর মন্তব্য করার জন্য, নাম এবং খ্যাতি দুইটাই আমরা সবাই চাই, এর জন্য অনেক কিছুই করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit