হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের কমিউনিটির সম্মানিত ম্যামকে তিনি সুন্দর একটা বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করেছেন, জীবন নিয়ে আমাদের অনেক মানুষের অভিযোগ থাকে, আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজের জীবন উপভোগ করার পদ্ধতি জানতে পারব এবং অন্যকে জানাতে পারব।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করি আমার এই তিন বন্ধু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। @sohag10 @abdulmomin @victorlives
How can we enjoy our lives?
আমরা আমাদের জীবনকে বিভিন্ন ভাবে উপভোগ করতে পারি, জীবনকে উপভোগ করার জন্য নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। আপনি যে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই কাজ আপনাকে করতে হবে তাহলে জীবনকে উপভোগ করা অনেক অংশে সহজ হয়ে যাবে।
একটা ছোট্ট গল্প শেয়ার করি, সুজন (ছদ্মনাম) নামের এক ব্যক্তি গরুর খামার করতে ভালবাসতেন, কিন্তু তার বাবা মা তাকে জোড় করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল, সেখান থেকে সে উচ্চ ডিগ্রি নিয়ে বাড়ি ফিরে এলো, বাবা মার চাওয়া অনুযায়ী বড় একটা কোম্পানিতে ১১ বছর চাকরি করল। তার আর চাকরি করতে ভাল লাগল না, চাকরি বাদ দিয়ে বাড়ি এসে গরুর খামার দিল। এতে প্রথমে তার বাবা মা রাগ করলেও খামারের সফলতা দেখে খুশি হয়ে গেল। সে এখন একজন সফল খামারী, তার খামারে ২০০ টার মত গরু রয়েছে, এখন সে তার ইচ্ছা অনুযায়ী আনন্দের সাথে কাজ করছে, এটাকে বলে জীবন উপভোগ করা।
অনেক মানুষ মনে করে অহেতুক ঘোরাফেরা করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, জীবনের উদ্দেশ্য পূর্ণ করা ব্যতীত বিভিন্ন আনন্দ ফুর্তি করার নামই বুঝি জীবন উপভোগ করা, আমার কাছে মনে হয় ঐ গুলো আসল জীবন উপভোগ করা না, জীবন উপভোগ করা হল ভাল কাজ করা, নিজের উদ্দেশ্য পূর্ণ করা, নিজের অবস্থান থেকে সফল হওয়া, আপনি একটা ভাল কাজ করে দেখান, ঐ ভাল কাজ করার দ্বারা যে অনুভূতি আপনার ভিতরে কাজ করবে, যে ভাল লাগা আপনার ভিতরে কাজ করবে, সেটা আপনি অন্য কোথাও থেকে পাবেন না।
আমার কাছে মনে হয় জীবন উপভোগ করার জন্য তিনটি জিনিস সামনে রাখা প্রয়োজন, এক, জীবনের গুরুত্বপূর্ণ সময় এখনই, এজন্য এখনকার সময়কে কাজে লাগানো। দুই, জীবনের গুরুত্বপূর্ণ কাজ হল এখন আমি যা করছি, এজন্য এখনকার কাজকে খুব গুরুত্ব সহকারে করা, তিন, জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হলো এখন আমার পাশে যে আছে, এজন্য পাশের মানুষের গুরুত্ব বোঝা।
Copyright free image downloaded from pixabay.com |
---|
Do you think it's essential to enjoy our lives besides performing responsibilities? Justify your point!
আমি মনে করি অবশ্যই দায়িত্ব পালনের পাশাপাশি জীবনকে উপভোগ করার চেষ্টা করা। এই জন্য দায়িত্ব পালনের মাঝে মাঝে নিজের পরিবার নিয়ে কোথাও থেকে ঘুরে আসা। অনেক সময় আমরা দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে যাই, তখন যদি আমরা দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পরিবারকে সাথে নিয়ে কোন দর্শনীয় স্থান থেকে ঘুরে আসি, তাহলে দায়িত্ব পালনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। দায়িত্ব পালন করতে গিয়ে যে ক্লান্তি আসে সে ক্লান্তি দূর হয়ে যাবে।
আমরা অনেক সময় ব্যস্ততার কারণে নিজের জীবনকে উপভোগ করতে পারি না বা নিজের পরিবারকে সময় দিতে পারি না, আর যখন অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না, তখন জীবনের উপর নানা অভিযোগ দিয়ে থাকে, এইজন্য দায়িত্ব পালনের পাশাপাশি জীবনকে উপভোগ করা অপরিহার্য।
Copyright free image downloaded from pixabay.com |
---|
Do you believe thinking about self-enjoyment is selfishness? Explain your answer.
অবশ্যই আমি মনে করি আত্ম-ভোগ সম্পর্কে শুধু চিন্তা করা স্বার্থপরতা, কারণ যারা শুধু নিজের জন্য চিন্তা করে তারা কখনো অন্যের ভালো চায় না, তারা যে কোন উপায়ে নিজের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করে, এতে অন্য কারো ক্ষতি হলো কিনা সেটা দেখার সময় পায়না, নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না।
যারা আত্ম-ভোগ নিয়ে চিন্তা করতে থাকে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যায় কাজ করতেও একবার ভাবেনা, তারা যে কোন উপায়ে নিজের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করতে থাকে, আমাদেরকে এরকম আত্মভোক চিন্তা থেকে সরে আসতে হবে
Last time when you enjoy the most? Share the story with us.
শেষবার আমি সবচেয়ে উপভোগ করেছি আমাদের মাদ্রাসার একটা অনুষ্ঠান, সেখানে আমাদের মাদ্রাসার সকল শিক্ষার্থীদের কে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল, সকল শিক্ষার্থী খুব আনন্দের সহিত সেখানে খেয়েছিল, সেই অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর পাশাপাশি আমাদের মাদ্রাসার শিক্ষক এবং এলাকার কিছু যুবক এবং মাদ্রাসার কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
সেদিন আমাদের মাদ্রাসায় ক্লাস বন্ধ ছিল, সকাল থেকে খাবারের আয়োজন করা হয়েছিল, এলাকার যুবকরা গরুর গোশত দিয়ে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করেছিল, যখন খাবারের আয়োজন করা হয় তখন মাদ্রাসার শিক্ষার্থীদের কে আগে খাবার দেয়া হয়, এরপর মাদ্রাসার শিক্ষকরা সাথে কমিটির সদস্যরা খায়, সবার শেষে যুবকরা খায়। মাদ্রাসায় বারান্দায় শিক্ষার্থীদের খাবারের আয়োজন করা হয়েছিল।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|
আপনি প্রতিযোগিতা অংশ নিয়ে আপনার মনোভাব প্রকাশ করেছেন। আপনি মনে করে যে প্রত্যেক মানুষেরই নিজের জীবনকে উপভোগ করার প্রয়োজন আছে।
আপনি একটা চমৎকার গল্প উপস্থাপন করেছেন। যাকে ইচ্ছের বিরুদ্ধে পড়াশোনা করতে হয়েছিল কিন্তু বর্তমানে সে চাকরি বাদে গরুর খামার দিয়ে খুব ভালো জীবন যাপন করছেন।
আপনি আপনার শেষবার সবচেয়ে উপভোগ্য দিনের কথা বলেছেন, আমাদের যেদিন আপনার মাদ্রাসা ছেলেদের গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ানো হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন এবং পোস্ট অনুযায়ী সুন্দর একটা মন্তব্য করেছেন, আমরা আমাদের জীবনকে বিভিন্নভাবে উপভোগ করে থাকি, ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
The most important thing is to do things that gives us happiness and satisfaction. And be steadfast in all that we do. Life will be at ease. Thanks for sharing.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
First of all thank you for reading my post carefully and making a nice comment as per the post, you are right, we find true happiness in good deeds, and through that we can enjoy life.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। কারণ আপনি সম্মানিত ম্যামের কনটেস্টে অংশগ্রহণ করেছেন। আপনার পোষ্টের সবচেয়ে লেগেছে যে বিষয়টি আপনি শেষবার উপভোগ করেছিলেন আপনার মাদ্রাসার একটি অনুষ্ঠানে। আসলে সবার সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। যাইহোক আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো আমরাও চেষ্টা করবো এই কনটেস্টে অংশগ্রহণ করার। ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কনটাস্ট এর বিষয়টা অনেক সুন্দর, নিজের জীবনকে উপভোগ করা, আমরা বিভিন্নভাবে নিজের জীবনকে উপভোগ করে থাকি, এই কনটেস্টের মাধ্যমেই আমরা সেই বিষয়টি উল্লেখ করতে পারি, অবশ্যই ঐ দিনটা অনেক আনন্দের ছিল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে খাওয়া ধরার আয়োজন, ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এই কনটেস্টে পার্টিসিপেট করেছেন এবং কনটেস্টের প্রশ্নের উত্তর গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি চাইলে এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন কনটেস্ট বিষয়টা অনেক সুন্দর নিজের জীবনকে উপভোগ করা আমরা বিভিন্নভাবে নিজের জীবনকে উপভোগ করে থাকি ধন্যবাদ আমার পোস্টে মনোযোগ দেয়ার জন্য এবং মন্তব্য করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আপনি কিভাবে আপনার জীবনটা উপভোগ করেন খুব ভালোভাবে সেগুলো ফুটিয়ে তুলছেন।
একদম ঠিক কথা বলছেন যারা সব সময় নিজেকে ভোগ করবে সেই চিন্তায় থাকে তার মাথায় কখনো অন্যের ভালো আসবে না। ভালো লাগলো আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর পড়ে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক কথা বলেছেন আমরা যখন সবসময় নিজের চিন্তা করব তখন কখনোই নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারবো না কিন্তু আমরা যখন ভাল কাজ করব তখনই নিজের জীবনকে উপভোগ করতে পারবো, ধন্যবাদ আপনি সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit