হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
প্রথমেই ধন্যবাদ জানাই এই কমিউনিটির সম্মানিত এডমিন ম্যাম কে, তিনি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারবো, রঙ দিয়ে যে কোন জিনিস তৈরি করে সেটা সবার সাথে শেয়ার করতে পারব, এবারের প্রতিযোগিতার বিষয়টা খুবই সুন্দর।
এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইউজারদের দুইটা বিষয় জানতে পারবো, একটা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পছন্দের রং সম্পর্কে জানতে পারবো, আর একটা হচ্ছে যারাই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাদের প্রতিভা দেখতে পারব।
আমি এই প্রতিযোগিতায় অংশকরণ করার জন্য চেষ্টা করছি, এবং আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন @sohag10 @sagorkhan01 @abdulmomin
আমার পছন্দের কালার হচ্ছে নীল, নীল রঙ আমার পছন্দ হওয়ার কারণে আমার বড় ছেলে আফিফের নীল কালার খুব পছন্দ, সে যা কিছুই কেনে সেটা নীল কালারের হতে হবে, এজন্য আজকে নীল কালারের কাগজ দিয়ে নৌকা এবং ফুল বানিয়ে দেখাবো।
আজকে মাদ্রাসা থেকে ফেরার সময় আমাদের বাজার বাসস্ট্যান্ডের লাইব্রেরির দোকান থেকে নীল কালারের একটা কাগজ কিনে নিয়ে আসি, বাড়িতে এসে সেই কাগজ দিয়ে খুব সাধারণ এবং খুব সহজে একটা নৌকা এবং একটা ফুল তৈরি করি, আমার সাথে আমার সন্তানরাও ছিল।
নৌকা এবং ফুল বানানোর জন্য আমি একটা কাগজ একটা কেচি একটা স্কেল এবং একটা কলম নিয়ে নেই, স্কেল দিয়ে মাপ দিয়ে কলম দিয়ে কাগজের উপর দাগ দেই এবং সেই দাগ অনুযায়ী কেচি দিয়ে কাগজ কেটে নেই।
মাপ অনুযায়ী কাগজ কাটার পরে প্রথমে কাগজ দিয়ে নৌকা বানানো শুরু করি, নৌকা বানানোর জন্য কাগজ থেকে প্রথমে চারদিক সমান করে কেটে নেই, এরপর এটা মাঝখান দিয়ে বরাবর ভাজ করি, এরপর উপরের দুই সাইট থেকে ভাজ করে নিচে নিয়ে আসি, এবং নিচে থেকে ভাজ করে একটু উল্টিয়ে দেই, এভাবে খুব সহজেই একটা নৌকা তৈরি করি।
আমি মাঝে মাঝেই আমার সন্তানদের জন্য এরকম নৌকা তৈরি করি তাদের আনন্দ দেওয়ার জন্য, তারা নৌকা পেয়ে খুব আনন্দিত হয়, আজকেও আমার তৈরি করা নৌকা নিয়ে তারা খুব আনন্দিত হয়েছে।
নৌকা বানানোর পর আমি ফুল বানানোর জন্য কাগজ নেই, ফুল বানানোর জন্য দুই টুকরা কাগজ কাটতে হয়, এক টুকরা ফুলের জন্য আরেক টুকরা ফুলের ডালের জন্য, ফুল তৈরির জন্য কাগজটাকে চারকোনা চতুর্ভুজের মতো কেটে নেই, এরপর এটাকে মাঝামাঝি ভাজ করি।
এরপর উপরের একটা গোলাকৃতি তৈরি করি এবং সেখানে চারটি ফুলের পাপড়ি তৈরি করি, এরপর ফুলের জন্য একটা ডাল তৈরি করি, ডাল তৈরী করার জন্য কাগজটা ছোট করে কেটে সেটা দিয়ে গোল রাউন্ড তৈরি করি, এভাবে খুব সহজেই একটি ফুল তৈরি করি।
আমি যতক্ষন কাগজ দিয়ে নৌকা এবং ফুল তৈরি করছিলাম ততক্ষণ আমার সন্তানেরা আমার পাশেই ছিল, তারা খুব আনন্দ করছিল, কাগজের নৌকা এবং ফুল পাওয়ার পরে তারা আরো বেশি আনন্দিত হয়, তারা তাদের পছন্দের কালার দিয়ে তৈরি করা নৌকা এবং ফুল পেয়ে অনেক খুশি হয়।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|
THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sduttaskitchen অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার সাপোর্টের জন্য, সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই ভালো পোস্ট প্রয়োজন, একজন সাধারন ইউজার যখন সাপোর্ট পায় তখন তার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, অবশ্যই আমি চেষ্টা করব আমার এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য এবং আরো সুন্দর পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জেনি খুবই ভালো লাগলো আপনার পছন্দের রং আকাশের নীল রং,আরে পছন্দের রংয়ের কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর একটা নৌকা এবং পদ্ম ফুল তৈরি করেছেন।
ছোটবেলা কাগজ দিয়ে অনেক নৌকা তৈরি করে খেলেছি নৌকার সাথে আমাদের ছোটবেলা অনেক স্মৃতি রয়েছে সবার কম বেশি। আজ আপনার পোষ্টের মাধ্যমে সে ছোটবেলা ফিরে যেতে পেরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit