হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
Copyright free image downloaded from pixabay.com |
---|
আমি আজকে সেপ্টেম্বর মাসের প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, যদিও কয়েকদিন আগে এ প্রতিযোগিতা অংশগ্রহণ করার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে অংশগ্রহণ করতে পারিনি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শুরুতেই এই কমিউনিটির সম্মানিত এডমিন ম্যামকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি সেপ্টেম্বর মাসের প্রথম প্রতিযোগিতায় খুব সুন্দর একটা বিষয় নির্ধারণ করেছেন।
আমাদের সকলের মাঝে কিছু অদ্ভুত অভ্যেস থাকে, যে অভ্যাসগুলো অনেক সময় আমাদের আশ্চর্য করে তোলে, আমরা হয়তো কোন কোন সময় চিন্তা করি যে, যদি এই অভ্যেস আমার ভিতরে না থাকতো, যদিও কিছু অভ্যাস চেষ্টা করলে পরিবর্তন করা প্রয়োজন, অনেক সময় আমরা আমাদের সেই অদ্ভুত অভ্যাসগুলো বাদ দিতে পারি না। এই প্রতিযোগিতায় আমার কিছু অদ্ভুত অভ্যাসের কথা আপনাদের সাথে শেয়ার করব।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাই, @ariful2 @imranhassan @kalidsyfulla আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, এবং নিজেদের অদ্ভুত অভ্যাসের কথা আমাদের সাথে শেয়ার করবেন।
Share your weird habits with us!
আমার কিছু অদ্ভুত অভ্যাস আছে, যে অভ্যাস গুলো আমি ত্যাগ করতে চাই কিন্তু পারিনা, তার মধ্যে প্রথম অভ্যাস হলো, প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে ঘুমানো, ছাত্র জীবন থেকে এই অভ্যেসটা আমার মধ্যে প্রখর, আমি ছোটবেলা থেকে আবাসিকে থেকে পড়াশোনা করেছি, আর আবাসিকে অনেক নিয়ম কানুন মানতে হয়, ফজরের নামাজের পর ঘুমানো যাবে না, এটা একটা নিয়ম ছিল, কিন্তু আমি সেই নিয়ম মানতে পারি নাই, যার কারণে শিক্ষকদের কাছে অনেক অপমানিত হয়েছি, মার খেয়েছি, বকা খেয়েছি।
ফজরের নামাজের পরে ঘুমানোর অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই, ছাত্রজীবনে এমন অনেক দিন গেছে যে, সকাল 9 টায় আমার পরীক্ষা, কিন্তু ফজর নামাজের পরে ঘুমিয়েছি, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে গিয়েছি, আমি যদি ফজরের নামাজের পরে না ঘুমাই, তাহলে সারাদিন শরীর খুব ক্লান্ত থাকে, এবং সব সময় ঘুম ঘুম ভাব থাকে।
আমার আরেকটা অদ্ভুত অভ্যাস হলো, অলসতা, আমি একটু অলস টাইপের মানুষ, কোন কাজ পারলেও সেটা করতে ইচ্ছা করে না, কেউ যখন জোরাজোরি করে তখন করে দেই, এই অভ্যাসের কারণে আমার বাড়িতে অনেক বকা শুনতে হয়, মাঝে মাঝে বিরক্ত হই এই অভ্যাসের জন্য।
Copyright free image downloaded from pixabay.com |
---|
আমার আরেকটা অদ্ভুত অভ্যাস হলো, অল্পতেই রেগে যাই, একটা সময় এই রাগ সহ্য করতে পারতাম না, এবং রাগকে কন্ট্রোল করতে পারতাম না, যার কারণে অনেক মানুষের সাথে ঝগড়া লেগে যেত, কিন্তু এখন যতই রাগ আসুক সেটাকে কন্ট্রোল করতে পারি, এবং রাগের সময় ধৈর্য ধরতে পারি, যদিও হঠাৎ করে রেগে যাওয়ার অভ্যাসটা রয়েছে কিন্তু রাগকে কন্ট্রোল করার ক্ষমতা এখন অর্জন করেছি।
আমার আরেকটা অদ্ভুত অভ্যাস হলো, খুব সহজেই মানুষকে বিশ্বাস করা, এই অভ্যাসের কারণে আমি অনেকবার ঠকেছি, অনেক মানুষ এই অভ্যাসের সুযোগ নিয়ে আমার সাথে ধোঁকাবাজি করেছে, কিছু কিছু ক্ষেত্রে আমার অনেক ক্ষতি হয়েছে।
Which habit among them do you want to change? Reason.
আমি আমার সবগুলো অদ্ভুত অভ্যাসই পরিবর্তন করতে চাই, সকালে ফজরের নামাজ আদায় করে এসে আবার ঘুমানো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, এজন্য সবার আগে এই অভ্যাসটা পরিবর্তন করতে চাই, এই অভ্যাসের কারণে অনেক সময় নিজের প্রয়োজনীয় কাজ করতে পারি না, বিশেষ করে সকালে আমাদের গ্রামের বাজারে যেতে পারি না, যদিও কষ্ট করে মাঝে মাঝে যাই।
অলসতার অভ্যেসটাও আমি পরিবর্তন করতে চাই, কারণ অলসতার কারণে অনেক কাজ মিস হয়ে যায়, এবং জীবনের অনেক ক্ষতি হয়ে যায়, যারা অলস হয় তারা কখনো জীবনে সফল হতে পারেনা, এই অলসতার কারণেই অনেক বিপদের সম্মুখীন হতে হয়।
Copyright free image downloaded from pixabay.com |
---|
হঠাৎ রেগে যাওয়ার অভ্যাসটা যদিও আছে, কিন্তু এটা অনেকটা নিয়ন্ত্রনে নিয়ে এসেছি, এখন অনেক সময় রাগ হয় কিন্তু সেটাকে কন্ট্রোল করে খুব স্বাভাবিক হতে পারি, যদি কোন ব্যক্তির উপর রাগ উঠে তাহলে তার সাথেও ভালো ব্যবহার করতে পারি।
খুব সহজে অন্য মানুষকে বিশ্বাস করার অভ্যাসটাও পরিবর্তন করতে চাই, কারন এই অভ্যাসের কারণেই আমি অনেক জায়গায় ঠকেছি, আমি যখন এই অভ্যাসের কথা লিখছি তখন আমার অতীতের অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছে, অনেক মানুষকে খুব সহজে বিশ্বাস করার কারণে আমার কিছু ক্ষতিও হয়েছে।
Do you believe we all carry some habits that might be weird for others? Justify your answer.
হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি যে, আমাদের সকলের মাঝেই এমন কিছু অভ্যাস আছে যেগুলো অন্য মানুষের কাছে অদ্ভুত মনে হয়, অনেক সময় কিছু অভ্যাস অন্য মানুষ দেখলে আশ্চর্য হয়, যেমন আমি একটা ছোট বাচ্চার অদ্ভুত অভ্যাস দেখেছি, তার সাবান খাওয়ার অভ্যাস, এই বাচ্চার ঘটনা আমি যার কাছেই বলেছি সেই আশ্চর্য হয়েছে এবং বিশ্বাস করতে চাই নাই, এই বাচ্চা কে যদি সাবান দেওয়া হয় তাহলে সে আর কিছু চায় না।
এরকম আমাদের সকলের মাঝেই অদ্ভুত কিছু অভ্যাস রয়েছে, যে অদ্ভুত অভ্যাসগুলো আমরা অনেক সময় পরিবর্তন করতে চাইলেও করতে পারিনা, যদিও সে অভ্যাসগুলো পরিবর্তন করা সম্ভব, আমাদের সকলের মাঝেই কিছু মন্দ অভ্যাস এবং কিছু ভালো অভ্যাস রয়েছে, আমাদের সকলকে ভালো অভ্যাসগুলো গ্রহণ করতে হবে এবং মন্দ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে।
ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য। |
---|