The September #2 contest by @sduttaskitchen|Film in the Theatre or OTT!

in hive-120823 •  2 months ago 
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

filmstrip-91434_1280.webpCopyright free image downloaded from pixabay.com

আবারও ধন্যবাদ জানাই এই কমিউনিটির সম্মানিত এডমিন ম্যামকে, প্রতিবারের মত এবারও খুব সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন, এবং প্রত্যেক প্রতিযোগিতায় বিষয়টা খুব সুন্দর থাকে, এবারের প্রতিযোগিতার বিষয়টাও অনেক সুন্দর, আমরা বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ এবং সিনেমা দেখে থাকি, সে বিষয়ের উপরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতায় আমাদের সকলের অংশগ্রহণ করা প্রয়োজন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেকেই ইচ্ছা করেই এই ধরনের সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন না, আমি আমার তিনজন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, @ahlawat @sohag10 @sheikhtuhin, আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

What is your preference went to the theatre or enjoying OTT platforms? Justify your selection.

আমি সাধারণত থিয়েটারে যাওয়া বা ওটিটি প্লাটফর্ম উপভোগ করা পছন্দ করি না, যদিও একটা সময় আমি বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করতাম, মোবাইল আসার পর থেকে প্রেক্ষাগৃহে যাওয়া টোটালি বন্ধ হয়ে যায়, এরপর বেশ কিছুদিন মোবাইলেই ওটিটি প্লাটফর্মের মাধ্যমে সিনেমা দেখতাম, কিন্তু অনেকদিন হলো কোন মাধ্যমেই সিনেমা বা ওয়েব সিরিজ আর দেখা হয় না।

ছাত্র জীবনে বন্ধুদের সাথে মিশতে গিয়ে অনেক সময় সিনেমা হলে যেতে হয়েছে, বন্ধুদের সাথে সিনেমা হলে যাওয়াটা ছিল অনেক গোপনীয় বিষয়, কারণ আমরা যখন আবাসিকে থেকে পড়াশোনা করেছি তখন এই ধরনের কার্যক্রম সম্পন্নরূপে নিষিদ্ধ ছিল, কারো বিষয়ে এ সকল তথ্য জানা গেলে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হতো।

ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে এসে প্রেক্ষাগৃহের প্রতি অনীহা সৃষ্টি হয়ে গিয়েছে, যখন থেকে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তখন থেকে মোবাইলে কিছু কিছু সিনেমা দেখা হতো, অনেকদিন আগে থেকে সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আমি কখনো সম্পন্ন একটা ওয়েব সিরিজ দেখি নাই, অল্প কিছু সিনেমা দেখেছি, এবং আমাদের বাংলাদেশের কিছু নাটক দেখেছি।

curtain-2757815_960_720.webpCopyright free image downloaded from pixabay.com

The best web series or movie you enjoyed as of now. Share something behind your love for the same.

আগে উল্লেখ করেছি আমি কোন ওয়েব সিরিজ সম্পূর্ণটা দেখি নাই, যে কয়টা সিনেমা দেখেছি তার মধ্যে আমির খান অভিনীত "থ্রি ইডিয়টস" সিনেমাটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে, এই সিনেমাটা আমার কাছে এত ভালো লেগেছে যে, আমি এই সিনেমা প্রায় ১০ বার দেখেছি, তারপরও মনে চায় আবার দেখি।

থ্রি ইডিয়টস সিনেমার সব বিষয়গুলো আমার কাছে ভালো লাগে, সব থেকে যে বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে, তুমি যোগ্য হও সফলতা তোমার পিছনে ঘুরে বেড়াবে, সফলতার পিছনে না দৌড়িয়ে যদি যোগ্য হওয়া যায় তাহলে সফলতাই আমাদের পেছনে ঘুরতে থাকবে, সিনেমার শেষেও এই ডায়লগটা বলা হয়।

শুধুমাত্র ডিগ্রী বা সার্টিফিকেট অর্জনের জন্যই পড়াশোনা করা উচিত নয়, বরং নিজের যোগ্যতা অর্জনের জন্য পড়াশোনা করতে হবে, এবং প্রত্যেক মানুষের ভিতরে কিছু প্রতিভা থাকে সেই প্রতিভা অনুযায়ী তাকে চেষ্টা করতে হবে, তাহলেই সে সফল হতে পারবে, যে বিষয়ের প্রতিভা নেই বা শেখার আগ্রহ নেই এ বিষয়ে উপর চেষ্টা করে কোন উপকার হবে না।

এই সিনেমার মধ্যে এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমি মনে করি সকল মানুষের এই সিনেমাটা দেখা প্রয়োজন, এই সিনেমা দেখি অনেক কিছু শেখা যায়।

hands-1167613_1280.webpCopyright free image downloaded from pixabay.com

Last time, when did you visit the theatre to watch a movie? Share your experience!

এই বিষয়ে লিখতে গেলে আমাকে একটু ভাবতে হবে, কারণ শেষ কবে প্রেক্ষাগৃহে গিয়েছি সঠিক মনে করতে পারছি না, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে আমার এক বন্ধুর সাথে শেষবার প্রেক্ষাগৃহে লাগিয়েছিলাম, তখন আমি ঢাকা থাকতাম, ছুটির দিনে আমার এক বন্ধু আমার কাছে বেড়াতে এসেছিল, তাকে সাথে নিয়ে ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে একটা বাংলা সিনেমা দেখেছিলাম।

মূলত সেদিন আমরা দুইজন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঘুরতে গিয়েছিলাম, হঠাৎ করে সিদ্ধান্ত হয় সিনেমা দেখার, কি সিনেমা দেখেছিলাম সেটা মনে নাই, সম্ভবত বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্না অভিনীত কোন একটা সিনেমা দেখেছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত সিনেমা দেখার জন্য কোন প্রেক্ষাগৃহে যাওয়া হয় নাই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমি সাধারণত থিয়েটারে যাওয়া বা ওটিটি প্লাটফর্ম উপভোগ করা পছন্দ করি না,

আমি জানি যে আপনি ধর্ম পালন একজন মুসলিম আর এই কারণেই খুব একটা বেশি সিনেমা দেখেন না। সিনেমার ভিতরে অনেক কিছু রয়েছে যেটা অশ্লীল সেটা ইসলামে দেখা হারাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জায়গা থেকে প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল ভালো থাকবেন।

আমরা মুসলমান হিসেবে ইসলামে যেটা নিষিদ্ধ করা হয়েছে সেটা না করাই উত্তম, এবং ইসলাম যেটাকে সমর্থন করে সেটাকে পরিপূর্ণভাবে করা উচিত, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।