Micro photography:-Beautiful flowers of green pepper.steemCreated with Sketch.

in hive-120823 •  2 years ago 

সাধারণের মাঝে অসাধারণ সুন্দর্য, কখনোই কেউ কল্পনাও করবে না।এমন সাধারন একটা ঝাল গাছের ভেতরে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে। পৃথিবীটা কত সুন্দর, আর এই প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সুন্দর কাঁচামরিচের সাদা রংয়ের এই ফুলটি।

আমি আসলে কল্পনাও করিনি এত সুন্দর ছবি উঠাতে পারবো, আমার হাতে থাকা মোবাইল দিয়ে।কল্পনাও করিনি কখনো ছোট্ট এই গাছ থেকে আমি এত সুন্দর কিছু পাব।
IMG_20230625_000802.jpg
LMC_20230624_112607_🕊️DSLR Sunfix by Riyan (lmc8.4).jpg

বন্ধুরা কেমন আছেন সবাই, আপনাদের মাঝে আজকে সবার চিরচেনা কাঁচা মরিচ এর কিছু ফুলের ছবি উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

আর ভালো না লাগার কোন প্রশ্নই আমি দেখি না। আপনারাও যদি এই ছবিগুলো দেখেন অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা ভাববেন এত ছোট আকারের ফুল, কিভাবে এত সুন্দর হয়।

LMC_20230624_112817_🔬Macro Colors by Riyan (lmc8.4).jpg

প্রত্যেকটি ফুলের এক এক ধরনের সৌরভ থাকে, ঠিক তেমনি এই ফুলেরও একটা ঝাল ঝাল সৌরভ রয়েছে। কিন্তু ফুলটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর।

আমার ছোট ভাই কয়েকটি ঝালের দানা ছড়িয়ে দিয়েছিল, আমাদের বাসার পাশে। সেখানেই অনেকগুলো সুন্দর সুন্দর ঝালের চারা তৈরি হয়েছে, এবং সেই গাছে ঝালও ধরেছে।

কি একটা মনে হল ভাবলাম দেখে আসি জালগাছগুলোর কি অবস্থা। দেখে আসি তাতে কোন ফল এসেছে কিনা। যখন দেখতে গেলাম, দেখি অনেকগুলো ঝাল হয়েছে। আমাদের ছোট্ট এ ঝাল গাছটতে।

LMC_20230624_113004_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

এসব দেখতে দেখতে হঠাৎ ঝালের ওই ফুলের দিকে আমার নজর গেল। দেখলাম সাদা রঙের এই ফুলটি কত সুন্দর করে ফুটে রয়েছে। ভাবলাম কয়েকটি ছবি ওঠায় আমার মোবাইল দিয়ে।

Riyan_20230624_113154_lmc_8.4.jpg

আর যখন ছবি উঠাচ্ছিলাম আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। ক্যামেরার দিকে তাকিয়ে দেখি ফুলগুলো চেহারা এত সুন্দর লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তাইতো বিভিন্ন অ্যাঙ্গেলে কয়েকটি ছবি উঠালাম এই ঝাল ফুলের, আর সেই ছবিগুলোই আপনাদের মাঝে আমি একে একে আপনাদের সবাইকে দেখানোর জন্য এখানে শেয়ার করছি।

IMG_20230625_000741.jpg
LMC_20230624_113241_🌴Natural by Riyan (lmc8.4).jpg

প্রকৃতির অপরূপ সৌন্দর্য কোথায় কেমন ভাবে লুকিয়ে রয়েছে কেউই জানে না। সেটা ফুটিয়ে তোলা আমাদের মত মানুষের কাজ, কোথায় কোন সৌন্দর্য লুকিয়ে রয়েছে, সেটা খুঁজে খুঁজে বের করা আজকে খুঁজতে খুঁজতে এই অপরূপ সৌন্দর্যের ফুলটি চোখে পড়ে গেল।

সুন্দর এইফটোগ্রাফির ডিটেলস
Categoryflowers photography
Devicevivo y76
CameraLmc8.4
Locationmalaysia
Regards@mamun123456

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

কেমন হলো ছবি তোলা এবং ছবিগুলো দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

ঠিক বলেছেন ভাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য কোথায় কেমন ভাবে লুকিয়ে রয়েছে কেউই জানে না ৷ তবে আজকে আপনার কিছু মরিচ গাছের সাদা ফুল গুলো দেখে বুঝতে পারলাম ৷ আপনি বেশ সুন্দর ভাবে এই ফুল গুলোর ছবি ধারন করেছেন দেখতেই অসম্ভব সুন্দর লাগতেছে ৷ আর এটা আমাদের মানতেই হবে প্রাকৃতিক সৌন্দর্য সব জিনিসের উপরেই বিরাজমান করে থাকে সেটা আমাদের খুজে বের করে নিয়ে আসতে হবে ৷ আশায় রইলাম আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

অসাধারণ অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি,
পোস্ট এর প্রথম ফুল আর ঝাল লেখা দেখে মনে করেছিলাম চুই ঝাল গাছ এটা কিন্তু ভিতরে গিয়ে পুরা দেখে বুঝলাম এটা মরিচ গাছ,,
খুব সুন্দর হয়েছে

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

মরিচ ফুলের ফটোগ্রাফি কি বলবো,, অসাধারণ আপনি সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করেছেন! যে গুলো দেখলে যে কোন মানুষের মন জুড়িয়ে যাবে! আজকে আমি আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে,,, মুগ্ধ হয়ে গেলাম।

আসলে প্রকৃতির মধ্যে এমন কিছু সৌন্দর্য লুকিয়ে আছে! যেটা আসলে আমরা দেখলে হয়তো বা উপলব্ধি করতে পারি কিন্তু,, সেটা না দেখে কখনো উপলব্ধি করা মোটেও সম্ভব নয়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, প্রকৃতির এই লুকিয়ে থাকা সৌন্দর্যটাকে! আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।