Steem engagement challenge-S10/W1| I do believe in God and Evil power exists.

in hive-120823 •  last year 

আসসালামু আলাইকুম

বিশ্বাসে বস্তু মিলে, এ কথাটি তো আমরা সবাই বিশ্বাস করি তাই না? এই সমাজে ভালো মন্দ দুটোই আছে, তাই যদি না থাকতো তাহলে এই পৃথিবীর অস্তিত্বই থাকত না। তাই এই সমাজে বসবাস করতে হলে আমাদের শুভ শক্তি ও অশুভ শক্তি দুটোকেই মানতে হবে।এই দুটোর প্রভাব আমাদের এই মানবজগতে রয়েছে।

স্টিমিট এংগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন টেনের প্রথম সপ্তাহে যে প্রশ্ন আমাদের মাঝে incredible india community শেয়ার করেছে, সেটির সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।

Dark Blue White Brush Stroke Business Ideas YouTube Thumbnail.png

Picture design by Canva

আমার ব্লগইন লাইফের এই প্রথম আমি কোন এনগেজমেন্ট চ্যালেঞ্জে পার্টিসিপেট করছি। আর আমি আশা করি আমার পার্সোনাল মতামত যেটা আপনাদের মাঝে শেয়ার করব, আপনাদের ভালো লাগবে।

Do you believe God and evil power exists? Explain?

✅আপনি কি ঈশ্বর এবং অশুভ শক্তির অস্তিত্ব বিশ্বাস করেন? ব্যাখ্যা করছি?

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

বিশ্বাসের পর নির্ভর করেই তো যুগের পর যুগ মানব সমাজ এগিয়ে চলেছে। যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী, আর আমাদের ইসলাম ধর্ম আল কুরআনে উল্লেখ আছে, আল্লাহ এক ও অদ্বিতীয়। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পরম দয়ালু যার মাধ্যমে এই প্রাণীজগতের প্রত্যেকটি প্রাণীর প্রাণ রয়েছে, এবং একমাত্র তিনি এই সকল কিছুর নিয়ন্ত্রণকারী।

তিনি চাইলে ভাঙতে পারেন, আবার তিনি চাইলে গড়তেও পারেন।যদি তাকেই বিশ্বাস না করি তাহলে কাকে বিশ্বাস করবো।

প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে তিনিই তো আমাদের সাথে থাকেন। আমরা তাকে না দেখে বিশ্বাস করি, এটাই তো ইসলাম ধর্মের একটা বড় মহিমা। এই সকল কিছুর কারণেই তো আমরা না দেখে সেই আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি।

অশুভ শক্তিরও অস্তিত্ব রয়েছে আমাদের দুনিয়ায়। কারণ সেই আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করার জন্যই এই অশুভ শক্তি তৈরি করেছেন। আমরা আসলেই কি এই অশুভ শক্তির অনুসরণ করি কিনা সেটা দেখার জন্য।

অশুভ শক্তি সব সময় চেষ্টা করে আমাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার, খারাপ কাজ করার। যেটা আল্লাহ তা'আলা মানা করেছে, সেটা করানোর জন্য জোরদার চেষ্টা চালাই।

এখন যদি আল্লাহ ও অশুভ শক্তি সম্পর্কে বলতে চাই, বহু বছর ধরে মানুষের কাছে এই বিষয়টি দার্শনিক। কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা আল্লাহর শক্তিকে বিশ্বাস করে আবার অশুভ শয়তানের শক্তিকে বিশ্বাস করে না।

ellery-sterling-z4yvXrepGr4-unsplash.jpg

যেমন আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তিনি এই সমগ্র দুনিয়ার সৃষ্টিকর্তা। এই মহাবিশ্বে যা কিছু আছে সেটা তারই আদেশে তৈরি হয়েছে। এবং এটাও বিশ্বাস করি অশুভ শয়তানের শক্তিও আছে, এটিও সেই আল্লাহ তাআলা কোন না কোন দরকারের জন্যই সৃষ্টি করেছে।

আমাদের ভেতরে এমন অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ ও অশুভ শক্তি এ দুটোকেই বিশ্বাস করে না। তারা মনে করে এই দুনিয়াটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে।এটা কি কখনো সম্ভব? আপনি যদি কিছু না তৈরি করেন আপনা আপনি কি কিছু তৈরি হয়।

এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে, যারা প্রায়ই বলে থাকে যদি উপরওয়ালা আমাদেরকে ভালো করার জন্য সৃষ্টি করেছিল। তাহলে খারাপ কেন সৃষ্টি করল? সেটার কি প্রয়োজন ছিল। প্রথমেই বলেছি এই দুনিয়া একটি পরীক্ষার ক্ষেত্র, যেখানে আমরা যেমন কর্ম করব, পরপারে গিয়ে আমরা ঠিক তেমনি ফল পাবে।

Have you ever felt any supernatural power? Describe.

✅আপনি কি কখনও কোনো অশুভ শক্তি অনুভব করেছেন? বর্ণনা করছি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

আমি ছোটবেলা থেকে ভূত-প্রেত এগুলো বিশ্বাস করতাম না। আমি মনে করতাম এগুলো সব গল্পের কাহিনী, কিন্তু যখন এমন একটি ঘটনা আমার জীবনে ঘটে গেল,তখন বিশ্বাস না করে আর থাকা গেল না।

ঘটনাটি ঘটেছিল আমার বিয়ের দিন রাতে। আমার বিয়ের দিন যখন আমার বিয়ে সম্পূর্ণ হলো, এবং আমি উঠে অন্য ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার স্ত্রী হঠাৎ করে বারান্দা থেকে পড়ে যায়।

তখন আমরা সবাই তেমন কিছু মনে করিনি, যখন আমি আমার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে আসলাম। আসার দিন রাত থেকেই আমার স্ত্রীর ভাবভঙ্গি যেন একটু চেঞ্জ হয়ে গেল।

সে আমাকে দেখতেই পাচ্ছে না, আমার সাথে কোন কথাও বলছে না। এমত অবস্থায় আমি কিছু না বুঝতে পেরে আমার খালুর কাছে নিয়ে গেলাম। আমার খালু মোটামুটি কবিরাজি সম্পর্কে কিছু ধারনা রাখে। তাই ভাবলাম উনার কাছে নিয়ে যাই দেখি কোন সমস্যা হলো কিনা।

যখন নিয়ে গেলাম আমার খালু আমার স্ত্রীর মাথায় হাত দিয়ে কি একটা যেন বলল, হঠাৎ করেই আমার স্ত্রী জোরে জোরে কান্না করতে লাগলো।

তখন আমার খালু আমাকে বলল তোমার স্ত্রীর সঙ্গে অশুভ শক্তির বসবাস রয়েছে। যেটা শয়তানি শক্তি, এই শক্তিটি অনেক দিন ধরেই তোমার স্ত্রীর সাথে রয়েছে। তবে চিন্তা করো না, এটা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে।

যখন আমার খালু এই কথাটি বলল আমি একপ্রকার অনেক ভীতু হয়ে পড়লাম। কারণ এর আগে কখনো এমন শক্তির সাথে আমার সামনাসামনি দেখা হয়নি। সর্বপ্রথম আমার জীবনে এই অশুভ শক্তির দেখা মিলল।

edilson-borges-GSrgTVqS0dk-unsplash.jpg

Photo collect by unsplash

তখন আমাদের দাদা সম্পর্কে একজন বড় কবিরাজ এর কাছে আমার স্ত্রীকে নিয়ে গেলাম। তখন আমার সেই দাদা আমাদের আল কোরআন থেকে কিছু সূরা নিয়ে একটি তাবিজ বানালো, আমার জন্য এবং গোটা তিনিক তাবিজ বানালো আমার স্ত্রীর জন্য।

আমাকে বলল এই তাবিজগুলো তোমার স্ত্রীকে পরিয়ে দেবে, সাথে তুমি একটি পড়বে। সত্যি কথা বলতে আমি এত বড় হয়েছি আমার জীবনে আমি কখনোই তাবিজ ব্যবহার করিনি। কিন্তু যখনই আমার স্ত্রীর ওই ভয়াবহ রূপ দেখলাম, ভয়ে আমি পড়তে বাধ্য হয়ে গেলাম।

অবশেষে অনেক কষ্টের পর অনেকদিন পর আমার স্ত্রী এক পর্যায়ে সেই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেল, এবং স্বাভাবিক জীবনে ফিরে আসলো। তখন থেকেই আমি আসলে অশুভ শক্তিও বিশ্বাস করি, যার অস্তিত্ব আমাদের এই দুনিয়ায় রয়েছে।

Share your perspective about the power of God and Evil.

✅ঈশ্বর এবং মন্দ শক্তি সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করছি.

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

আমার মতে এই দুনিয়ায় দুটো শক্তিরই প্রয়োজন রয়েছে, এমন কিছু সময় আসে যে সময়টা আমরা মন্দ পথের দিকে হাঁটতে থাকি। তখনই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখান। কিন্তু তার আগে এই অশুভ শক্তি আমাদেরকে সেই বেঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই অনেক কিছু প্রলোভন দেখায়।

তাই দুনিয়ায় ভালো ও খারাপ এ দুটির প্রয়োজন রয়েছে, যতদিন এই দুনিয়ায় ভালো ও খারাপ থাকবে ততদিন এই দুনিয়া থাকবে। যখন খারাপের সংখ্যা বেশি হয়ে যাবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে।

এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে তারা বিশ্বাস করে। যে বস্তুগুলো তারা দেখতে পাবে, যেটি তারা ছুঁয়ে দেখতে পারবে, যেটা অস্তিত্ব খুঁজে পাবে, তারা সেটাতে বিশ্বাস করবে। কিন্তু আমাদের ইসলাম ধর্মে এর উল্টোটা, আমরা না দেখেই বিশ্বাস করি? কারণ আমাদেরকে আমাদের নবীগণ যেগুলো বাণী হিসেবে শেয়ার করে গিয়েছে আমাদের ধর্মগ্রন্থে আমরা সেটার অনুসরণ করি।

তাই সর্বশেষ একটি কথাই আমি বলব আল্লাহর শক্তি ও অশুভ শক্তির প্রশ্নটি এমনই যার সঠিক ব্যাখ্যা দেওয়া অনেকটা কঠিন। এই প্রশ্নটির উত্তর নিশ্চিতভাবে কেউ দিতে পারবে না। কারণ এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস যদি আমি আমার মনে বিশ্বাস করি আল্লাহর শক্তি সবার উপরে, তাহলে সেটা আমার উপরই অব্যাহত থাকে।

তাই একটি কথাই বলবো। যার বিশ্বাস তার কাছে, যার ধর্ম তাকে যা শিখিয়েছে, সে সেটাই বিশ্বাস করবে। কারোর উপর জোর করে কোন বিশ্বাস চাপানোর কোন মানে আসে না। তাই যে যেই ধর্মে বিশ্বাস করে তার সেই বিশ্বাসকে আসুন আমরা সম্মান করি শ্রদ্ধা করি।

আমি আমার তিনজন বন্ধুকে এই সুন্দর স্টিম এংগেজমেন্ট চ্যালেঞ্জে পার্টিসিপেট করার জন্য আমন্ত্রণ করছি। আমি আশা করি তারাও তাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবে আমাদের সাথে।

@lavanyalakshman @hafizullah @jyoti-thelight

বন্ধুরা আল্লাহর শক্তি ও অশুভ শক্তি সম্পর্কে আপনাদের মাঝে বেশ কিছু কথা শেয়ার করলাম। যদি কোন ভুল ত্রুটি কথা বলে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে যদি বিশ্বাস করেন আমার প্রত্যেকটি কথার অর্থ সঠিক,তাহলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন ধন্যবাদ সকলকে।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য! আর আপনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আছে,,, কারণ আমাদের পবিত্র আল কোরআনে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান।

আপনার বিয়ের রাতে যে ঘটনা ঘটেছিল! আসলে সেটা শুনে আমি নিজেও অনেকটা ভয় পেয়ে গেলাম! যাই হোক অবশেষে সমস্যাটা সমাধান হয়েছে।

আপনি বলেছেন,, এই পৃথিবীতে দুইটা জিনিসের খুব প্রয়োজন ভালো আমার মন্দ একদমই ঠিক বলেছেন! কারণ যদি শুধু ভালো থাকে তাহলে আমরা মন্দের কদর বুঝতে পারবো না! আবার যদি শুধু মন্দ থাকে,, তা হলে ভালোর কদর বুঝতে পারব না,,, খুবই ভালো লিখেছেন আপনি,,, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ আপু পুরো পোষ্টটি পড়ে আপনার সুন্দর মতামতের জন্য আমার অনেক ভালো লেগেছে আপনার পুরো মতামতটি এবং অবশ্যই আমি অপেক্ষা করছি আপনার এন্ট্রির জন্য আশা করি আপনি খুব তাড়াতাড়ি এই চ্যালেঞ্জের পার্টিসিপেট করবেন

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Nice explanatio with valid examples. Best of luck my friend. Take care of you too.

Thank you so much I hope you participate this challenge

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এনগেজমেন্ট চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছেন এবং এত সুন্দর একটি কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন। আপনার কাহিনী গুলো শুনে আসলেই অদ্ভুত লাগলো কারণ আমরা ,যেগুলোকে বিশ্বাস করি না আমি মনে করি সেগুলো আছে যেমনটা আপনি বিশ্বাস করতেন না ঠিক তেমনটাই আপনার সাথে ঘটেছে এবং তারপরে আপনি বিশ্বাস করেছেন।

অসংখ্য ধন্যবাদ ছোট ভাই তোমার সুন্দর মতামতের জন্য তবে আমি একটা আগ্রহ রাগ রাখবো তোমার প্রতি তুমি অবশ্যই পোস্ট ভালোভাবে পড়বে এবং কি বিষয়ের উপর লেখা হয়েছে সেই বিষয় সম্পর্কে কমেন্টস করবে।

Loading...

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এনগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য।

এবং আপনি খুব সুন্দর ভাবে তিনটি উত্তর আমাদের মাঝে উপস্থাপনা করেছেন পাশাপাশি আপনার সাথে আমিও সহমত যে যুগের পর যুগ মানব সমাজ এগিয়ে চলেছে বিশ্বাসের উপরে।

এবং আমাদের জন্ম মুসলিম ঘরে আমরা আল্লাহতালা কে বিশ্বাস করি এবং মানি তাকে না দেখলেও আমরা তাকে বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন আছে।

অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই পুরো পোস্টটি পড়ে তোমার সুন্দর মতামতের জন্য।

You have some nice views and great examples to prove your point. You are right, one doesn't believe in supernatural as long they see it with their own eyes. My best wishes for your first contest.

Thank you so much for your feedback my dear friend

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Thank you for your support

  • অলৌকিক ঐশ্বরিক শক্তি যেমন রয়েছে, ঠিক তেমনি খারাপ কিছু শক্তির রয়েছে। যেমনটি আপনার স্ত্রীর বেলাতে ঘটেছিল। কিছু ঘটনা তা সারাজীবন শুধু মাত্র স্মরণীয় হয়ে থাকে না বরং জীবনকে কিছু শিক্ষা ও দিয়ে যায়।
  • বিজ্ঞানের যুগে আমার ঈশ্বরের শক্তিকেও অনেকে ভুলে যাচ্ছি। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখাটা খুব দরকার। যাইহোক আপনার সম্পূর্ণ লেখাটি সত্যিই অসাধারণ হয়েছে ‌। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

একদম ঠিক বলেছেন ভালো মন্দ দিয়েই তো আমাদের এই পৃথিবী অনেক ভালো লাগলো পুরো পোস্টটি আপনি পড়ে আপনার সুন্দর মতামতের জন্য।

প্রথমে আমি আপনাকে শুভ কামনা জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমাদের এই পৃথিবীতে অলৌকিক কিছু এমন শক্তি আছে যেগুলো আমরা অনেকেই বিশ্বাস করিনা। আসলে সত্য বলতে অপশক্তি বলতে পৃথিবীতে অনেক কিছুই রয়েছে।

আমাদের পবিত্র কোরআন মাজিদে এই বিষয় অনেক বর্ণনা করা রয়েছে। কালো জাদু করে মানুষকে মেরে ও ফেলে,,, আর আমরা মুসলিমরা সবাই জানি জিন আছে। জিনের মধ্যে এমন অনেক দুষ্ট প্রকৃতির জিন আছে যেগুলো মানুষকে নানা সমস্যার মধ্যে ফেলে।

যেমন কিছু বিষয় আপনার স্ত্রীর সাথে হয়েছে। আমি নিজে আগে এই অপশক্তি বিশ্বাস করতাম না,, কিন্তু আমার পরিবারের সদস্য এমন কালো জাদু ধোকায় পরেছিল।

আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো, আপনার লিখনীয় পোস্টটি অনেক সুন্দর হয়েছে।

এটা একদম ঠিক কথা বলেছেন আমরা মানি জিন রয়েছে আগেই কালো জাদু আসলে আমাদেরকে সবসময়ই ধোঁকায় দিয়ে থাকে আর আমি এটা কখনোই বিশ্বাস করতাম না যখন পর্যন্ত আমার সাথে এমন ঘটনা ঘটেছে ধন্যবাদ ভাই আপনাকে আমার পুরো বিষয়টি পড়ে আপনার সুন্দর মতামতের জন্য।

মামুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য । আপনি আপনার লিখা খুব সাবলীল ভাবে উপস্থাপন করেছেন, যা পড়ে খুবই ভালো লাগলো।

আপনি মহান আল্লাহ তা'লার বীরত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন আপনার লেখনিতে। তাছাড়া প্রত্যেক ধর্মের মানুষের বিশ্বাস ও তাদের ধর্মকে সম্মান করেছেন । মানুষ হিসেবে তো আমাদের এমনটাই হওয়া উচিত।

আপনি অশুভ শক্তির যে ঘটনাটি বর্ণনা করেছেন তা পড়ে সত্যি আমার গা শিউরে উঠেছিলো। সত্যি আমরা প্রতিদিন কেউ না কেউ এমন সব ঘটনার সম্মুখীন হই যা কল্পনাতেও থাকে না আমাদের ।

যাই হোক ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন এই কামনা করি। আল্লাহহাফেজ।

Hello my dear friend @mamun123456

As a Muslim you firmly believe in Allah Taala! All of us should be followers of Islam! And believing in Allah, living rightly in this world.You mean the feeling of unnatural energy! How beautifully Allah has saved us in this world! We are crying a lot these days for a little rain! Saying to God many times, God give a little rain! But we humans can never do this.

Best regard @jannatmou

Thank you so much for your valuable reply my dear friend...