গ্রামের গরীব মেধাবী একজন ছাত্র লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে থাকে। অনেক চেষ্টা করার পরেও যখন তার চাকরির জোগাড় হয় না তখন একপ্রকার হতাশা তার মধ্যে ভর করে।
চাকরি হবে কোথা থেকে কারণ বর্তমানে চাকরি পাওয়ার জন্য তিনটি যোগ্যতা লাগে। প্রথমত তাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। আর সেটা তারা করেও ফেলে সফলতার সাথে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় যোগ্যতা অর্জন করা তাদের জন্য অনেক কষ্টকর।
টাকা ও মামা এই দুটি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় যোগ্যতা। প্রথমটা অর্জন করা খুব সহজ তাদের জন্য কারণ তারা মেধাবী। দ্বিতীয় ও তৃতীয় যোগ্যতা অর্জন করা কোনভাবেই সম্ভব হয় না। আর এই দুটোর কাছে প্রথমটা অসহায়।
মেধাবী এই সকল শিক্ষার্থীরা চাকরি না পেয়ে গ্রামে ফিরে আসে। তাদের মধ্যে হয়তো কেউ গ্রামের সেই ছোট্ট প্রাইমারি স্কুলে জয়েন করে। আবার কেউ নিজেদের শিক্ষাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে কিছু করার চেষ্টা করে।
আজ আমি তেমনি একটি শিক্ষিত বেকার যুবকের বিষয়ে আমার ব্লগ লিখতে এসেছি। আমি খুব কাছে থেকে দেখেছি তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার অংশগুলো। এক্ষেত্রে তার ইতিবাচক মন-মানসিকতা আমাকে বেশি মুগ্ধ করেছে।
যখন আমি তার মুখে শুনতে পেলাম বিশাল অংকের টাকা ডোনেশন দিয়ে চাকরি নেয়ার চেয়ে সেই টাকা দিয়ে গ্রামে আমি খামার গড়ে তুলতে পারবো। তখনই আমার আগ্রহ তৈরি হয় এটা নিয়ে কিছু লেখার জন্য।
সে উদ্যোক্তা হয়ে যখন পুকুরে মাছ চাষ ও ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করতে পারবে। তখন এখানে নিজের বেকারত্ব ঘোচানোর পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান করতে পারবে। শিক্ষিত বেকাররা এভাবেই চাকরি না পেয়ে গ্রামে চলে আসে।
আর ঠিক সে কারণেই আমাদের গ্রাম গুলো দ্রুত নগরায়নের দিকে চলে যাচ্ছে। আমাদের দেশে ৬৮ হাজার গ্রাম যদি এভাবে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায় তাহলে আমাদের দেশের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হতে পারে।
প্রথমত তার খামার পরিকল্পনা দেখে খুব ভালো লাগলো। একসাথে এই খামারে ৮ থেকে ১০ টা গরু রাখা যাবে। একটি গরুর জন্য খাবার ও পানির পাত্র আলাদা করে তৈরি করা হয়েছে।
একদম আধুনিক কায়দায় তার খামার পরিকল্পনা
চলছে। খামারের ড্রেইনেজ ব্যবস্থা খুব চমৎকার করেছে। এখানেই পানি সরবরাহ করা হয়েছে যেন গরুর গোসল করানো থেকে শুরু করে প্রতিনিয়ত খাবার বানিয়ে সরবরাহ করা যায়।
এরকম তিনটি পুকুর আছে নিজস্ব। তাছাড়াও লিজ নেওয়া পুকুর গুলো যোগ করলে হিসাবের অংকটা অনেক বড় হয়। আসলে গ্রামের সৌন্দর্য্য এখানেই। সেখানে প্রতিনিয়ত পুকুরে ছেড়ে দেওয়া হাঁস গুলো সাঁতার কাটে।
এখানেই আমাদের দুঃখ এত বড় সুযোগ গুলো কাজে না লাগিয়ে অবহেলায় নষ্ট করে দেই। অথচ এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি। এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে।
তিনটি পুকুরের মধ্যে এই পুকুরটি সবচেয়ে বড়। এখানে প্রতিবছর মাছ চাষ করে প্রচুর অর্থ উপার্জন হতো। এ বছর থেকে সে নিজেই এই তিনটি পুকুর ছাড়াও লিজ নেওয়া পুকুর গুলোতে এককভাবে মাছ চাষ করবে।
দেখতে দেখতে দুপুর গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর আমাকেও তো বাসায় ফিরতে হবে। তাই গল্পের ডালি গুছিয়ে আমিও তৈরি হয়ে নিলাম বাসায় ফিরে আসার জন্য।
এদিকে আমার বের হওয়া দেখে গাছ থেকে কিছু টাটকা বড়ই তুলে ব্যাগে গুছিয়ে দেয়া হলো। চট করে দু একটা তুলে খেয়ে নিলাম। এই ধরনের টক মিষ্টি দেশী বড়ই খেতে আসলেই খুব ভালো লাগে। অন্যরকম এক অনুভূতি আসে।
যাইহোক আমাদের দেশে বেকার সমস্যা দূরীকরণের জন্য শিক্ষিত সমাজকে এভাবেই এগিয়ে আসতে হবে। তাহলেই শিক্ষিত বেকাররা আমাদের দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে।
একটি দেশের যুবসমাজ যদি কর্মক্ষম ও পরিশ্রমী না হয় তাহলে সে দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব হয় না।
দিনশেষে আমরাও দেশের নাগরিক আমাদেরও কিছু কর্তব্য আছে দেশের জন্য।
আমরা শিক্ষিত হয়ে গ্রামে ফিরে এসে যদি নিজেদের শিক্ষাকে কাজে লাগিয়ে গ্রামের উন্নয়নে কাজ করি তাহলে দেশের সাথে আমাদেরও উন্নয়ন হবে। মনে রাখতে হবে মানবতার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
আপনার লেখাটা অনেক মনযোগ দিয়ে পড়লাম।সত্যিই চারিদিকে এত দুর্নীতি,একটা সৎ মেধাবী ছাত্রের পক্ষে জীবনধারণের জন্য একটা চাকরি জোগাড় করা অসম্ভব হয়ে পড়ছে।আমাদের দেশেরও একই অবস্থা।আমার বন্ধুদের দেখি,বুঝতে পারি,একটা চাকরির জন্য কি মরিয়া হয়ে চেষ্টা করছে।ছোট থেকে বড় হলাম,সারাজীবন শিখে এলাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।এখন এটা পল্টে গেছে।তবে শুধু চাকরির অপেক্ষায় না বসে থেকে যারা নিজের থেকে কিছু করছে তাদের জন্য অসংখ্য সম্মান ,কিন্তু এর মাঝে যাদের সে আর্থিক সচ্ছলতা নেই,তাদের কথা ভাবলে খারাপ লাগে।কয়েকটা নোংরা মানুষের জন্য দেশের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে।সতিই এসব ঘটনা চোখের সামনে দেখলে খুব খারাপ লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts and comments anywhere and any tags.
Curated by : @sduttaskitchen
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে আসলে বাস্তবতার এক নতুন দৃশ্য চোখের সামনে ভাসতে শুরু করল। আসলে এটাই স্বাভাবিক একজন শিক্ষিত বেকার যুবক, যখন চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। তখন চাকরি পাওয়ার পরেও ওই চাকরি গ্রহণ করার জন্য তাকে ঘুষ দিতে হয়।
চাকরির জন্য দ্বারে দ্বারে না, ঘুরে আপনি যে পরিকল্পনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সে অনুযায়ী যদি একজন শিক্ষিত যুবক চলতে পারে। তাহলে তার জীবনে কখনো টাকার অভাব অনুভব করতে পারবে না। হয়তো বা একটু কষ্ট আর অধ্যাবস্যার প্রয়োজন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাস্তব চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওই যে বললাম এখন চাকরি পেতে তিনটি যোগ্যতা লাগে।
কি আর করা আল্লাহ ভরসা করে এখন নিজের শ্রমটাকেই পুঁজি করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই একটি দারুন টপিক তুলে ধরেছেন আজকে পোষ্টে ৷ সত্যি বলতে এখন শিক্ষিত অনেকটাই এগিয়ে কিন্তু সবচেয়ে বড় ইসু হয়ে দারিয়েছে বেকারত্ব ৷
আজ কাল গ্রামের অনেক মেধাবী ছাত্র ছাত্রী অভাবের মধ্যেও নিজের পড়ালেখা করেছে ৷ কিন্তু তবুও দিনশেষে যখন টাকা মামা এসব প্রয়োজন ৷ তখন সত্যিই এটা অনেকটা কষ্ট দায়ক ৷
এরকম অনেক মেধাবী ছাত্র ছাত্রী বেকারত্ব হয়ে পরিবারের বোঝা হয়ে আছে ৷ আমি মনে করি এর থেকে বাঁচতে সরকারের এগিয়ে আসাটা সব থেকে জরুরি ৷
আমি মনে করি একটি দেশের যুবসমাজ যতটা সম্ভব বেকারত্ব দূর করা যায় ৷ ততটাই দেশের জন্য মঙ্গল ৷
যা হোক আপনার লেখা পোষ্টটি তে মন্তব্য বলে শেষ করা যাবে না ৷
অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখানেই কষ্ট লাগে যখন চাকরি করার জন্য তিনটি যোগ্যতা প্রয়োজন হয়। গরিব মেধাবী ছাত্ররা প্রথমটা সফলতার সাথে অর্জন করলেও। বাকি দুটো না থাকার কারণে বেকার পড়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একেবারে সঠিক কথাই বলেছেন বেকারত্ব জীবন আমাদের সমাজে একটা অভিশাপ এক কথায় বলা যায় কারণ একজন বেকার মানুষকে কেউ পছন্দ করেনা তাকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনি কথাগুলো বললেন সেই অনুযায়ী যদি একটি বেকার মানুষ চলে তাহলে তার বেকারত্ব খোঁচানোর সম্ভব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই অনেক কষ্টকর সেই মুহূর্তগুলো। যারা এর মধ্য দিয়ে যায় শুধু তারাই উপলব্ধি করতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে ঘুষহীন চাকরী এই দেশে অকৃতকার্য। আবার চাকরীটাও করার মত না। আমি যা মনে করি, বর্তমানে একমাত্র ব্যবসা ছারা কোন পথ দেখি না। আজকাল অসংখ্য শিক্ষিত মানুষ দেখা যায়, তারা ব্যবসা করে খাচ্ছে। কেন বলুন তো?? এই চাকরী নেওয়া যতটা কঠিন আবার টিকে থাকাটাও খুব কঠিন। সেজন্য বর্তমান অনেক ছেলেমেয়েরা পড়া বাদ দিয়ে গার্মেন্টসে চাকরী নিচ্ছে। কারন গার্মেন্টস কর্মীদের থেকেও শিক্ষিত কর্মিদের বেতন কম। যাইহোক আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপনি ঠিক বলেছেন, তাই বলে শিক্ষার কোন বিকল্প নেই। দিনশেষে একটা মানতেই হবে শিক্ষার গুরুত্ব অপরিসীম।
তবে পরিস্থিতি এতটাই খারাপ যে লেখাপড়া শেষ করে আমাদের চাকরি বাদ দিয়ে অন্য কিছুর কথা ভাবতে হচ্ছে। স্বাধীন দেশে এটা কোনভাবেই কাম্য নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাইট
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts anywhere and any tags.
Curated by : @lhorgic
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for supporting my post and encouraging me.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন আসলে এটা প্রতিটা মানুষের জন্য শিক্ষা নেওয়া হিসেবে গ্রহণ করা উচিত শুধু চাকরি বাকরি করার জন্য শিক্ষিত হওয়া না শিক্ষিত হয়ে ভালো কিছু করা যায় সেটা ব্যবসা হোক বা অন্য কিছু কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit