হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।
কমিউনিটির অ্যাডমিন সহ সমস্ত আয়োজক টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই কনটেস্ট আয়োজন করার জন্য। চলমান কনটেস্টটি এ বছরের শেষ কনটেস্ট হতে চলেছে। সকলকে বড়দিন ও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
কনটেস্টে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু বিষয়ের উপর করা আলোকপাত করা হয়েছে। কনটেস্টের পয়েন্টগুলো নিয়ে আমার লেখা শুরু করছি।
For who's Santa do you want to be?
এক্ষেত্রে অনেকের ভিন্ন ভিন্ন মতামত থাকলেও আমার কাছে নির্বাচনে কোন দ্বিধাদ্বন্দ নেই। আমি নিশ্চিতভাবেই আমার ছেলে মেয়েদের জন্য সান্তা হয়ে চাই। শুধুমাত্র বছরের নির্দিষ্ট কোন দিনে নয় আমি তাদের জীবনে প্রতিনিয়ত সান্তা হয়ে থাকতে চাই। তাদের জীবন খুশিতে ভরিয়ে দিতে চাই সব সময়। প্রতিটি ছেলে মেয়ের কাছে বাবার ভালোবাসার চেয়ে বড় উপহার আর কি হতে পারে।
Does that person belong to this platform or someone else? Describe.
আমার ছেলে মেয়ে এখনো অনেক ছোট তাই তারা এই প্লাটফর্মে আসতে পারেনি। তবে এই বয়সে ওদের যা আগ্রহ তাতে আমি বুঝতে পারছি তারা ইনশাআল্লাহ বড় হয়ে কমপ্লিট ব্লগার হবে। আমার ছেলের বয়স দুই বছর এখনো তেমন কিছু বুঝতে পারে না। কিন্তু আমার মোবাইল হাতে নিয়ে আমাকে বলে বাবা আমি পোস্ট করি। হা হা হা এটা দেখেই আমি যা বোঝার বুঝে গিয়েছি। অপরদিকে আমার মেয়ে জিজ্ঞাসা করে বাবা তুমি কোন প্লাটফর্মে কাজ কর।
Why do you want to be that particular person's Santa?
সাধারণত আমরা সেই সমস্ত ব্যক্তিদের গিফট দিতে চাই যারা মনের খুব কাছাকাছি থাকে। অথবা সেই ব্যক্তি বা ব্যক্তিরা আমার জন্য অনেক কিছু করেছে। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। বলতে পারি আমরা কখনো ভালোবেসে অথবা কারো প্রতি অনুপ্রাণিত হয়ে গিফট্ দিয়ে থাকি। সেদিক দিয়ে বিচার করলে আমার সন্তানেরা আমার বুক ভরে দিয়েছে। আমার ভিতরের শূন্য জায়গাটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। আমার সেই ভালোলাগার প্রতিদান স্বরূপ আমি তাদের প্রতিদিন তথা প্রতিটা মুহূর্ত ভালবাসতে চাই। তাদের জন্য আমার প্রতিদিনকার গিফট বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় পাঁচটা চুমু এবং ফিরে এসে পাঁচটা চুমু। সৃষ্টিকর্তার অমূল্য উপহার আমাদের সন্তানেরা। সেই সন্তানদের জন্যই আমি প্রতিদিন সান্তা হতে চাই।
Why did you choose that particular gift for him/her?
আমি কর্মজীবনে মার্কেটিং পেশার সাথে জড়িত। জীবিকা নির্বাহের প্রয়োজনে আমাদের প্রতিনিয়ত কোন না কোন কাজ করতে হয়। যাইহোক আমি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এরিয়া ম্যানেজার পদে আছি। প্রায় সময়ই আমাকে বাচ্চাদের বিছানায় রেখেই বাইরে বের হয়ে যেতে হয়। কর্তব্যের খাতিরে ঠিকমত সময় দেয়া হয় না শুধুমাত্র ছুটির ছাড়া। ঘুম থেকে উঠে বাচ্চারা যখন দেখতে না পায় তখনই আমাকে ফোন দেয়া শুরু করে।
বিশেষ করে ছোট ছেলেটা ফোন দিয়ে কান্না শুরু করে, আর বলতে থাকে বাবা তুমি আমাকে কোলে নাওনি চুমু দাওনি। তখন আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। আমার ভেতরটা কেঁদে ওঠে কিন্তু প্রকাশ করতে পারিনা। বাইরে কোন কাজে তখন মন বসাতে পারিনা কিন্তু কোন উপায় নেই চাকরি বাঁচাতে তখনও কাজ করে যেতে হয়। আমার সন্তানদের চাহিদা খুব কম ছুটির দিনে তারা আমার সঙ্গে বাইরে ঘুরতে চায়। কিন্তু শুক্রবার একটা দিন ছুটি হওয়ার কারণে সপ্তাহ শেষে ক্লান্তি ভর করে মনে। কখনো যাওয়া হয় আবার কখনো হয়না তাই তাদের অতৃপ্তি রয়ে যায়।
এবার আমি তাদের ভালোবাসার প্রতিদান স্বরূপ বড়দিনে সান্তা হয়ে ছুটির পুরোটা দিন তাদের দিতে চাই। আমিও অনুভব করতে পেরেছি তাদের বিকাশের জন্য আরো বেশি করে সময় দেওয়া উচিত। ঐদিন তাদের নিয়ে সারাদিন ঘুরবো পছন্দের সব খাবার খাওয়াবো। আমি নিশ্চিত তাদের জন্য দেয়া আমার ওইদিনের সময়টুকুই সবচেয়ে বড় উপহার হবে। আর সাথে থাকছে বাবার ভালোবাসা।
Why do you think we must share a gift on this auspicious day?
আসলে উপহারের কোন নির্দিষ্ট দিনক্ষণ থাকে না কিন্তু তারপরেও নির্দিষ্ট দিনে উপহার দিতে পারলে আনন্দের মাত্রাটা অনেক বেড়ে যায়। বড়দিনের উৎসবে উপহার দেয়ার বিষয়টি কিছুটা তাৎপর্যপূর্ণ। খ্রিস্টান ধর্মে যিশুখ্রিস্টের জন্মদিন কে বড়দিনের উৎসব হিসাবে পালন করা হয়। এই দিনে যীশুখ্রীষ্ট মাতা মেরির কোলে জন্মগ্রহণ করার পর তিনজন ব্যক্তি বিশেষ তিনটি পুরস্কার দিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই বড়দিনের উৎসবে বিশেষ উপহারের প্রচলন চলে আসছে। উৎসবের সঙ্গে উপহার বেশ ভালোই তো।
উপহার পেতে কার না ভালো লাগে যদি সেটা হয় বিশেষ কোনদিন। তাহলে এই বিশেষ উপলক্ষে উপহারের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেয়া যায়। সকালে ঘুম ঘুম চোখে সান্তার কাছ থেকে উপহার পাওয়া যেন এক অন্যরকম অনুভূতি।
তবে আমি আগেই বলেছি এই দিনটি আমি উদযাপন করতে চাই ভিন্নভাবে। পরিবেশ সকলকে নিয়ে আনন্দ উদযাপন। আমার মনে হয় নির্দিষ্ট কাউকে নির্বাচন না করে পরিবারের সকলকে একত্রিত করে সময়টা উপভোগ করাই সবচেয়ে বেশি ভালো। বড়দিনের উৎসবকে উপলক্ষে করে যদি একদিন হলেও সবার মুখে হাসি ফোটাতে পারি তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে।
সবশেষে আমার তিনজন @hafizur46n, @farhan456 এবং @sanchita96 বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।
সকলকে বড়দিনের শুভেচ্ছা।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
আপনার পোস্ট টি পড়ে অনেক কিছু শিখতে পারলাম, আপনি সত্যিকারের একজন সবার শান্ত।
বেশ করে আপনার এই লাইনে আমাকে মুগ্ধ করেছে।
বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় পাঁচটা চুমু এবং ফিরে এসে পাঁচটা চুমু। সৃষ্টিকর্তার অমূল্য উপহার আমাদের সন্তানেরা।
দোয়া করি আপনার ছেলে মেয়ে ভালো থাকুক আপনিও ভালো থাকেন 💕💕💕, আসসলামু আলাইকুম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello friends,
Merry Christmas,
We are glad to see your participation in our community contest and would like to appreciate your engagement here to wish other friends merry Christmas because we will count engagement;
while announcing the result.
অনেক ধন্যবাদ আপনাকে প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য। সত্যিই বাবার ভালোবাসা সন্তানের কাছে অমূল্য। বিশেষ করে মেয়েরা বাবার বড্ড প্রিয় হয়।আপনার সন্তানদের জন্য আপনি সান্তা হতে চান জেনে ভীষন ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি, পিতামাতার সর্বদা সন্তানের কাছে সান্তার সমতুল্য। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো মাঈদুল ভাই। আপনার পরিবারের জন্য ভালবাসা এবং দোয়া রইলো। অনেক সুন্দর গুছিয়ে পোস্ট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been successfully curated by @irawandedy at 35%.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit