ভুল থেকে শিক্ষা গ্রহণ:-
আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে কোনো না কোনো ভুল করে থাকি। যারা কাজ করে তাদের ভুল হওয়াটা একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা কাজ না করে অলসতা করে সে সকল ব্যক্তিগণ ভেবে থাকেন তারা কোন ভুল করেন না। কারণ ঐ সকল অলস অপদার্থ লোকগুলোই কাজকে ভয় পেয়ে থাকেন এবং তাদের জীবনে কোন লক্ষ্য নাই।
ভুল আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। কিন্তু আমরা সাধারণত যেটা করি ভুল করলে সব সময় হতাশা গ্রস্থ হয়ে পড়ি। আমরা কখনো ভাবি না এই ভুল থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে সেটাকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রত্যেকটি মানুষের জীবনে ভুল একটি স্বাভাবিক বিষয়। আমরা অনেক সময় জেনে অথবা না জেনে অনেক ভুল করে থাকি। কিন্তু সমস্যাটি হয় তখন যখন আমরা এই ভুল থেকে কোন শিক্ষা গ্রহণ না করে হতাশার সাগরে ডুবে যায়। এটি সবচেয়ে বড় একটি অপরাধ কারণ এই পৃথিবীতে যত মানুষ ফলতা অর্জন করতে সক্ষম হয়েছে তারা সকলেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সেটা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করেছেন যার ফলে আজ তারা সফল ব্যক্তিদের তালিকায় পরিণত হয়েছে।
আমরা সাধারণত একটি কাজ বেশিরভাগ মানুষ করে থাকি সেটি হল আমরা যদি কোন ভুল করে থাকি সে ভুলটি আমরা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় বোকামি কারণ আপনার ভুলটা থেকে আপনি শিক্ষাগ্রহণ করে আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হতেন। কিন্তু আপনি সেটা না করে অন্যকে আপনার করা দোষের ভাগীদার করতে চান।
ভুল থেকে শিক্ষা নেওয়ার উপায়:-
- ভুল থেকে শিক্ষা নিতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল আপনার নিজের করা ভুল স্বীকার করতে হবে। এবং আপনার সেই ভুলটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আপনার বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে হবে এবং সেই ভুলটি যেন দ্বিতীয়বার আর না হয় সেদিকে আপনাকে নজর দিতে হবে।
- যখন আমরা ভুল করে থাকি সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে এবং কখনো নিজেকে নিজের দোষের জন্য কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। আপনি যদি আপনার করা ভুলটাকে স্বাভাবিকভাবে নিয়ে হতাশাগ্রস্ত না হন, তাহলে আপনার করা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারবেন।
- স্বাভাবিকভাবে আমরা যখন কোন ভুল করে থাকি তখন আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়ি। কিন্তু যে সকল জ্ঞানী ব্যক্তিরা তারা কখনো হতাশাগ্রস্থ না হয়ে ভুলের কারণ খুঁজে বের করে এবং তদ অনুযায়ী নিজের ভুলকে সংশোধন করার চেষ্টা করে এবং এর পাশাপাশি কাঙ্খিত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এটি মূলত জ্ঞানী ব্যক্তির লক্ষণ।
- আপনি যখন একটি কাজ করবেন তখন দেখবেন আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে। আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে অন্যরা যখন আপনাকে নিয়ে সমালোচনা করছে তাহলে আপনাকে আরও বেশি সচেতন হতে হবে যাতে করে আপনার দিকে কেউ সমালোচনার তীর নিক্ষেপ না করতে পারে সেজন্য নিজে পদক্ষেপ নিয়ে ভুল সংশোধন করে সামনের দিকে অগ্রসর হতে হবে।
- জ্ঞানী এবং বুদ্ধিমান লোকেরা সব সময় কোন কাজ করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ করে যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আপনি চাইলে এভাবে চিন্তা ভাবনা করে কোন কাজ করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ভুল হওয়ার প্রবনতা কমে যাচ্ছে।
- আমরা অনেক সময় ভুল কিছু করে ফেললে তাৎক্ষণিকভাবে আমাদের শোধরানোর জন্য কোন উপায় আমরা খুঁজে পাই না তখন আমরা আমাদের গার্জিয়ান দের সাথে পরামর্শ করে শিক্ষা গ্রহণ করতে পারি।
বন্ধুরা এভাবে আমরা আমাদের নিজেদের ভুল থেকে যেমন শিক্ষা গ্রহণ করতে পারি,তেমনি অন্যের করা ভুল থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি। কারণ শিক্ষার কোন বয়স নাই তাই যে ব্যক্তি প্রতিনিয়ত ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে পরিবর্তনের চেষ্টা করে সে ব্যক্তি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
প্রিয় লেখক বন্ধু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি বিষয় নির্ণয় করার জন্য, ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা মানুষ তাই আমাদের ভুল হয়, কেননা আমাদের বুদ্ধি জ্ঞান এবং বিবেক রয়েছে। এ দিয়ে আমরা সঠিক নির্ণয় করতে গিয়ে ভুল হয়। ভুল মানুষকে শেখায় কথায় আছে যে ছেলে অংকে যতবার ভুল করবে সে ততো শিখতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit