বুদ্ধিমান কৃষক

in hive-120823 •  7 months ago  (edited)


গল্প: বুদ্ধিমান কৃষক
পাঠ ১: কঠোর পরিশ্রমের মূল্য

image.png
source


সবুজ ছিল গ্রামের এক দরিদ্র কৃষক। ছোটো জমি আর সামান্য ফসলেই তার দিন চলত। গ্রামের অন্যান্য কৃষকরা নিজেদের বড়ো জমি আর ভালো ফসল নিয়ে গর্ব করত। কিন্তু সবুজের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল। তার জমির মাটি ভালো ছিল না, আর প্রতিবারই সে যা ফসল ফলাত, তা ঠিকমতো বাজারে বিক্রি হত না। তবে সবুজ ছিল নিরাশার মধ্যে আশার আলো দেখতে শেখা এক মানুষ।

একদিন সবুজ চিন্তা করল, যদি আমি এইভাবে চলতে থাকি, তাহলে কখনোই উন্নতি করতে পারব না। আমাকে কিছু ভিন্ন করতে হবে। তাই সে সিদ্ধান্ত নিল নতুন কিছু ফসল চাষ করার। সে গ্রামের বিভিন্ন জায়গা থেকে পরামর্শ নিল। কেউ বলল মসুর চাষ কর, কেউ বলল পেঁয়াজ চাষ কর, আবার কেউ বলল ধান চাষ কর। কিন্তু সবুজের মন কোনো পরামর্শেই ভরেনি। সে ভাবল, “এগুলো তো সবাই চাষ করে, আমিও যদি একই করি তাহলে কীভাবে আলাদা কিছু পাব?

একদিন সবুজ শহরে গিয়ে দেখল এক কৃষি মেলা হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের ফসলের প্রদর্শনী চলছিল। সবুজের চোখ পড়ল এক অদ্ভুত গাছে -চিনি গাছ। সে কখনো আগে এ ধরনের গাছ দেখেনি। মেলার কৃষি বিশেষজ্ঞরা বলল, “এই গাছ খুব যত্নের প্রয়োজন। মাটি ভালো না হলে ফসল হবে না, আর বেশি জল দিলেও ক্ষতি হবে।” কিন্তু তারা এটাও বলল যে যদি সঠিক ভাবে এই গাছ চাষ করা যায়, তাহলে এটি অত্যন্ত লাভজনক।


image.png
source

সবুজ চিন্তা করল, আমি যদি এই গাছ চাষ করতে পারি, তবে আমার ভাগ্য বদলাতে পারে। সে মেলা থেকে কিছু চিনি গাছের বীজ কিনল।

গ্রামে ফিরে এসে রামু চাষ শুরু করল। প্রথমে মাটি ভালো করে প্রস্তুত করল। এরপর বীজ বপন করল। প্রতিদিন সকালে উঠে প্রথম কাজ ছিল গাছগুলোর যত্ন নেওয়া। সে মাটির আর্দ্রতা ঠিক রাখত, সময়মতো জল দিত এবং গাছের চারপাশ পরিষ্কার রাখত। গ্রামে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এই নতুন পাগলামি থেকে তোর কী লাভ হবে? তুই এত কষ্ট করে একটা গাছও ঠিকমতো ফলাতে পারবি না।

কিন্তু সবুজ ধৈর্য হারাল না। দিন রাতের পরিশ্রমে তার গাছগুলো ধীরে ধীরে বড় হতে লাগল। গাছগুলোকে দেখে মনে হচ্ছিল তার সঠিক যত্ন নেওয়া হয়েছে। কিন্তু একদিন বড়ো বন্যা এল। গ্রামের সব ফসল পানিতে তলিয়ে গেল। রামুর ক্ষেতও পানিতে ডুবে গেল। গ্রামের অন্য কৃষকরা হাহাকার করতে লাগল, তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। রামুর মনেও আশঙ্কা এল, সে কীভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠবে?

কিন্তু বন্যা কমার পর সবুজ দেখল, তার চিনি গাছগুলো সজীব রয়েছে। তার ধৈর্য ও সঠিক যত্নের কারণে গাছগুলো বন্যার ক্ষতি সহ্য করতে পেরেছে। সবুজ খুবই খুশি হল। যখন ফসল কাটার সময় এল, সে দেখল তার গাছগুলো প্রচুর চিনি দিচ্ছে। বাজারে সে চিনি বিক্রি করল এবং লাভ হলো আগের তুলনায় দশ গুণ বেশি।


image.png
source

গ্রামের লোকেরা সবুজের এই সাফল্যে অবাক হল। তারা বুঝতে পারল যে কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে যেকোনো কিছুই সম্ভব। সবুজ তাদের বলল, কখনো নিজের পরিশ্রম থেকে সরে যাবেন না। ধৈর্য ধরলে এবং সঠিক পথে চললে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
DescriptionInformation
Verified UserYES
Burnsteem 25NO
#steemexlusiveYES
Plagiarism FreeYES
Bot FreeYES
AI/Gpt FreeYES
350+ WordsYES
Club5050YES
Community beneficiaryYES
Voting CSINO
Quality8/10
Feedback / Observation
  • For me, I can liken Sabus story to our personal life. There are times we do things that might look stupid to some people's idea. Your consistency and persistence in the game can yield us a lots of things. It's why no matter you do Never give up. Nice post👍
  • Please increase your voting CSI
  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.

Regards
@whizzbro4eva (Moderator)
Incredible India
Date:- 04/09/24

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

এতো নাম থাকতে কৃষকের নামটা আমার নামেই হতে হয় 🤣 কোথায় আছে বুদ্ধি থাকলে সুখের অভাব হয় না।। আসলে গল্পটা খুবই শিক্ষনীয়, আর আমরা এখান থেকে শিক্ষা নিয়ে জীবনকে কাজে লাগিয়ে এই কৃষকের মত উন্নতি করতে পারি।

ভাই নায়ক হিসাবে আপনি আর কাউকে দেখেন না নাকি শুধু সবুজ ভাইয়ের নামটাই ব্যবহার করেন। যাইহোক একটু মজা করলাম সবুজ ভাই হলো আমাদের জিনিয়াস তাই নামটাও যখন মধুর তেমনি সহজ।

কোথায় আছে সবুরে নেওয়া ফলে ধৈর্যের ফল কখনো তিতা হয় না। সবুজ ভাই কঠিন পরিশ্রম করে তার জমিগুলো প্রস্তুত করেছে প্রথম থেকেই তার জমিতে তেমন ফলন দেখা না মিললেও তিনি হাল ছাড়েন নাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় পাঠ পাড়ার করার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে মানুষ যে কোন স্থান থেকে সফল হতে পারে, আপনার গল্পে বুদ্ধিমান কৃষক সবুজের থেকে আমরা শিক্ষা নিতে পারি, আপনি সুন্দর গল্পটি আমাদের সাথে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আরো সাফল্য! 👏🌱 Sobotuj's গ্রামের কিশোর-কিশোরী নিরাপদে তাদের খেতের সবুজ ফসল হারায়নি। 💚 এমনকি উদ্ভিদ টিকে থাকল! 🌿

"কখনো নিজের পরিশ্রম থেকে সরে যাবেন না।" 💪🏼 "ধৈর্য ধরলে, এবং সঠিক পথে চললে, সফলতা অবশ্যই আসবে।" 💖