Incredible India monthly contest August||My understanding about downvotes.

in hive-120823 •  2 years ago  (edited)
20230806_020012_0000.png
Image made by Canva

একটি কোম্পানি বা কোন একটি কমিউনিটিকে সুন্দর ভাবে পরিচালনায় কিছু রুলস বা পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং এইসব রুলস গুলো প্রত্যেকটি কোম্পানি বা কমিউনিটির ইউজারদেরকে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর যারা রুলস গুলো সঠিকভাবে মেনে চলবেনা তাদেরকে শাস্তির আয়তভুক্ত করা অত্যন্ত জরুরী। কেউ যদি অন্যায় করে তাকে সেই অন্যায়ের প্রাপ্য শাস্তি যদি দেওয়া না হয়, তাহলে অন্য মানুষেরাও এই একই ভুল করতে দ্বিতীয়বার চিন্তা করবে না।

আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই Incredible India কমিউনিটিকে তারা এত সুন্দর একটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করেছেন।

audit-gb8eec132f_1280.jpgsource
1.ডাউনভোট সম্পর্কে আপনার উপলব্ধি শেয়ার করুন।

আমরা অনলাইনে উপার্জনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা কমিউনিটিতে কাজ করে থাকি। এবং কিছু মানুষ অধিক উপার্জনের উদ্দেশ্যে অনৈতিক কাজ করে থাকে! তাদেরকে ডাউনভোট এর মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া যেতে পারে।

ডাউনভোট এর মাধ্যমে তাদের অনৈতিক উপায়ে অর্জিত অর্থ কর্তন করা সম্ভব।এবং এর ফলে তারা অবৈধ উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা বন্ধ করতে বাধ্য হবেন এবং তার দেখা দেখি অন্য সব ইউজাররাও অবৈধ কাজ করতে দুবার চিন্তা করবেন।

আমি মনে করি প্রত্যেকটি কোম্পানি বা কমিউনিটি কে ডাউনভোট এর একটি ব্যবস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে সব মানুষ অবৈধ কাজ করতে ভয় পাবে তারা সঠিক ভাবে কাজ করার চেষ্টা করবেন।

অবৈধ উপায় বলতে আমি বুঝাতে চেয়েছি অন্যের পোস্ট চুরি করে পোস্ট করা, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা এবং এআইয়ের সাহায্যে পোস্ট তৈরি করা ইত্যাদি

phishing-g2c39cedbc_1280.jpgsource
2.ডাউনভোটগুলি কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করে বর্ণনা করুন।

আমাদের অনলাইনে ডাউনভোট শব্দটি হল একটি শাস্তি নাম। যেমন আমরা ইস্টিমিটে অন্যের কনটেন্ট চুরি করে পোস্ট করি ও সেই পোস্টে যদি আমরা অর্থ উপার্জন করে থাকি এবং সেই পোস্টটিতে ডাউনভোট এর মাধ্যমে সেই সেই পোষ্টের অন্যায় ভাবে উপার্জিত অর্থকে মাইনাস করে দিতে পারি।

এতে ওই পোষ্টের অর্থ জিরো হওয়ার পাশাপাশি তার একাউন্টের রেপুটেশনও কমতে থাকে।

  • এই ডাউনভোট শব্দটিকে আমি এতটা ভয় পাই যা বলে বুঝাতে পারব না। কারণ এই ডাউনভোট এর মাধ্যমে আমার একাউন্টের রেপুটেশনের পাশাপাশি আমার নিজেরও সম্মানহানি হতে পারে! আর সম্মান বাজারে কিনতে পাওয়া যায় না এটা অনেক কষ্ট করে উপার্জন করতে হয়।

আমাদের প্রত্যেকের উচিত সকল ধরনের অপকর্ম থেকে নিজেকে বিরত রাখা এবং ডাউনভোট এর হাত থেকে নিজের একাউন্টে সর্বদায় নিরাপদে রাখা।

আমাদের সকলের একটি কথা মাথায় রাখা উচিত আমাদের একাউন্টের রেপটেশন যদি একবার খারাপ হয়ে যায় সে একাউন্ট দিয়ে পরবর্তীতে কোন কমিউনিটিতে কাজ করা প্রায় অসাধ্য হয়ে যায়।

এতে অর্থ উপার্জন করা তো দূরের কথা ওই কোম্পানি বা কমিউনিটিতে কাজ করতেই পারবে না! ডিমোটিভেট হয়ে তাকে সেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে আসতে বাধ্য হবে।

spam-g121c4ebee_1280.jpgsource
3.আপনি কি মনে করেন ডাউনভোট চুরি, অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করতে পারে? আপনার মতামত শেয়ার করুন!

কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন! আর যেদিন চোর ধরা পড়বে তাকে তার চুরির উপযুক্ত শাস্তি দেওয়া হলে পরবর্তীতে সে চুরি করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন! কারন সে দ্বিতীয়বার চুরি করতে গেলে ওই যে শাস্তির কথা মনে পড়বে তখন চুরি করতে ভয় পাবে।

আমি তো মনে করি চোর এবং স্পামিং করা মানুষগুলোকে ডাউনভোট এর মাধ্যমে সাজা দেওয়া হলে, তারা চুরি বা স্পামিং আর করবে না।

কেন নয় সে যে চুরি বা স্পামিং করে অর্থ উপার্জন করবে তা তো সে ভোগ করতে পারবে না। তখন সে চিন্তা করবে এত কষ্ট করে চুরি করার চাইতে সঠিক উপায়ে কাজ করে উপার্জন করি।

চুরি করাও কিন্তু অনেক কষ্টের একটি কাজ এবং সেই কষ্ট করে,,, যদি সে উপার্জন করতে না পারে তাহলে অযথা চুরি করবে কেনো?

আশা করি আপনারা আমার মতামতের সাথে একমত হবেন।

আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য,,, @muktakhatun @jawad12345 @mdsahin111

আজকের মত আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZFoQAP4gzPRznNaEkiHScK4LLQnitj2Hnma7MXtkD5AHwJcSuib1WKeyL6K3AuQJaHrZZ7LmzZk876oCdkwu5JW.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

এরপরে আমি দেখলাম,,, আপনি প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার চেষ্টা করেছেন! আসলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের জায়গা থেকে সঠিক ভাবে কাজ করা! তাহলে এই যে ডাউনভোট এই কথাটা হয়তোবা থাকবে না।

যারা অবশ্যই অপকর্মের সাথে জড়িত তাদের একাউন্টে ডাউনভোট দেয়া খুবই প্রয়োজন! এতে করে অন্য যারা রয়েছে,,, অপকর্মের সাথে জড়িত হওয়ার চিন্তাভাবনা করছে! তার আগে থেকেই সতর্ক হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো! ভালো থাকবেন।

যারা অবশ্যই অপকর্মের সাথে জড়িত তাদের একাউন্টে ডাউনভোট দেয়া খুবই প্রয়োজন! এতে করে অন্য যারা রয়েছে,,, অপকর্মের সাথে জড়িত হওয়ার চিন্তাভাবনা করছে! তার আগে থেকেই সতর্ক হয়ে যাবে।

আপনি একদম ঠিক বলেছেন! যারা অপকর্মের সাথে জড়িত আছে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল! ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

  ·  2 years ago (edited)

আপনি আমাদের মাঝে যে তথ্যগুলো দিয়েছেন একদম সঠিক তথ্য আসলে প্রত্যেক কমিউনিটিতে ডাউনভোট রাখার সিস্টেম দরকার। যারা অনৈতিক কাজ করবে তাদেরকে ডাউনভোটের মাধ্যমে তাদের অর্থ জিরো করে দিলে তারা আর এই অপকর্ম করার সাহস পাবে না।

আপনি এত প্রয়োজনীয় কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মতামতের সাথে আপনি একমত হওয়ার জন্য ‌

Hello,
@sabus,

নিজের লেখা পোস্ট হোক বা অন্যের লেখা পোস্ট পড়ে কমেন্ট করা হোক, উভয় ক্ষেত্রেই বানানের দিকে অবশ্যই নজর দেবেন। কারণ আপনার বানান ভুল আপনার লেখার অর্থ সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি যেখানে ডাউনলোড লিখেছেন, সেটা ডাউনভোট হবে। দয়া করে আপনার কমেন্টটি এডিট করবেন। পরবর্তীতে বিষয়গুলো মনে রাখবেন। ধন্যবাদ।

ঠিক আছে দিদি,, আমার এই ভুলটি ধরার যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি এটি পরবর্তীতে আরো দেখেশুনে কমেন্ট করব।

ডাউনভোট সম্পর্কিত লেখা গুলো স্পষ্ট কাতর ছিল। যাদের ডাউনভোট সম্পর্কে জানা নাই তারা অবশ্যই জানতে পারবে আপনার লেখকের গুলো পড়ার মাধ্যমে। ঠিক বলছেন ভাই চোরের দশ দিন গৃস্থর একদিন। এই অনলাইন শিক্ষিত মানুষের জগতে চোরের শাস্তি হিসাবে দুইটা জিনিস। একটা হল তার একাউন্ট কালোতালিকায় অন্তর্ভুক্ত করা
দ্বিতীয়ত হল ডাউনভোট দেওয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

এই অনলাইন শিক্ষিত মানুষের জগতে চোরের শাস্তি হিসাবে দুইটা জিনিস। একটা হল তার একাউন্ট কালোতালিকায় অন্তর্ভুক্ত করা
দ্বিতীয়ত হল ডাউনভোট দেওয়া।

আপনি একদম ঠিক বলেছেন সবাইকে শাস্তির আওতাভুক্ত আনা খুবই গুরুত্বপূর্ণ।

যেকোনো ভালো কাজে যেমন প্রশংসা পাওয়া যায় ঠিক তেমনিভাবে সকল অনৈতিক কাজকে শাস্তির আওতাভুক্ত করা একান্ত প্রয়োজন।

  • এবং এর ফলে অনৈতিক কাজ দমন করা সম্ভব হতে পারে ।

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভ কামনা করছি! ভালো থাকবেন।

কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন!


চিরন্তন সত্য একটি কথা। ফুটিয়ে তুলেছেন ডাউনভোট কেন ব্যবহার করা হয়। ডাউনভোট কতটা প্রভাব বিস্তার করে একটা অ্যাকাউন্টের উপর। এই কারণে আপনার ভয়।ভুলেও যদি কেউ ডাউনভোট দিয়ে দেয় তাহলে অ্যাকাউন্টের অবস্থা নাজেহাল হয়ে যাবে। অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলোতে চুরির হার অনেক বেশি তাই ডাউন ভোট দিয়ে সে চুরির প্রবণতা কিছুটা হল দমানো সম্ভব। আপনার জন্য শুভকামনা রইল।

অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলোতে চুরির হার অনেক বেশি তাই ডাউন ভোট দিয়ে সে চুরির প্রবণতা কিছুটা হল দমানো সম্ভব।

আসসালামু আলাইকুম,
আপু আপনি একদম ঠিক বলেছেন অনেক বেশি চুরি হয়ে থাকে আর সেখানে ডাউনভোট এর মাধ্যমে সাজা দেওয়া হলে এই চুরিই কিছুটা অংশে কমানো সম্ভব।

জি ভাইয়া চুরির মাত্রা অনেক বেড়ে গেছে। চুরির মাত্রা কমলা না গেলে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলোর মূল ভিত্তি নড়বড়ে হয়ে যাবে।

Loading...