Contest of the month by @sduttaskitchen| Share a few photographs that are close to your heart.

in hive-120823 •  last year 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম। আমার পোষ্টের মূল বিষয়ে যাওয়ার আগে আমি আমাদের কমিউনিটির এডমিন মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই, যিনি কি নাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।

আজকের প্রতিযোগিতার বিষয়টি হলো ফটোগ্রাফি এবং এই ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে।বিভিন্ন দৃশ্যের ছবি তোলা আমার একটি শখ ও বটে। তাই আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ খুবই আনন্দদায়ক আমার কাছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার তিন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @elrazi,@nadiaturrina,@mdimran1

আমি আশা করছি তাদের ভ্রমণ বা প্রিয় মানুষের ফটো আমাদের সাথে শেয়ার করবেন।

Light Gray Simple Photographer Ad Instagram Post_20230928_043256_0000.png
Canva

আজ আমি চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।

এইতো বেশ কিছুদিন আগে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছি। সেই দিনটা আমার কাছে ছিল স্মরণীয় দিন কারণ এত সুন্দর দৃশ্য এর আগে কখনোই আমি দেখিনি সমুদ্র সৈকতের পারে। আকাশটা মেঘাচ্ছন্ন ছিল সময় ছিল তখন প্রায় বিকেল পাঁচটা। কোন পরিকল্পনা ছাড়াই সমুদ্রের পারে এমনিতেই ঘুরতে গিয়েছিলাম গিয়ে মেঘাচ্ছন্ন আকাশটি দেখে আমি একদমই হতভম্ব হয়ে গিয়েছে।শুধু আমি না এখানে সেদিন যত পর্যটক ছিল সবাই এই দৃশ্যগুলো খুবই উপভোগ করেছিল।

2023-09-06-113113092.jpg

দূর থেকে যখন আমি সমুদ্র সৈকতের উপরে আকাশটা দেখছিলাম তখন আমার মনের মধ্যে অন্য রকম একটি অনুভূতি কাজ করছিল। আমি কি বাংলাদেশে আছি না অন্য কোন দেশের বিচে আছে। আমি কিছুই ভেবে উঠতে পারছিলাম না।

2023-09-06-113054353.jpg

যখন আরেকটু সামনে গেলাম মনটা আরো আনচান হয়ে উঠল। সমুদ্রের উপরে আকাশ ও মেঘের এক অদ্ভুত খেলা দেখে।

2023-09-06-113010842.jpg
2023-09-06-112955389.jpg

যখন আমি নদীর একদম কাছাকাছি চলে গেলাম তখন আমার কাছে কেমন লাগছে তা হয়তোবা আমার আর লেখার প্রয়োজন হবে না এই ছবিটা দেখেই বুঝতে পারছেন। আপনার কেমন লাগছে এই ছবিটা দেখে। আপনার অনুভূতিটা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে।

2023-09-06-112937309.jpg

এই ছবিটাই দেখুন না কালো ধূসর মেঘ গুলো কি সুন্দর নীল আকাশের নিচে সমুদ্রের উপরে দুলছে দেখেই তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমি কেমন করে এত সুন্দর দৃশ্য আমার ক্যামেরায় বন্দি না করে থাকি বলুন তো।

2023-09-06-112919309.jpg

এই ছবিটা একটু মনোযোগ সহকারে দেখুন একজন মা তার ছেলেকে নিয়ে নদীর পানিতে হাঁটু গেড়ে বসে আকাশ নদীর মেঘের খেলা দেখছে বসে বসে। তাদের মনে তখন কি অনুভূতি হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? এত সুন্দর দৃশ্য আমি জীবনে কয়বার দেখেছি বলতে পারবোনা। মনে হয় না তেমন একটা দেখেনি।

2023-09-06-112903760.jpg
2023-09-06-112849731.jpg

সেদিন সমুদ্রের পারে এমন কোন ব্যক্তি ছিল না যারা এই দৃশ্যগুলো তাদের মোবাইল ক্যামেরা বন্দী করেনি।

2023-09-06-112836234.jpg

এমনিতেই দৃশ্যটা এত সুন্দর তার উপরে যদি এই দৃশ্যে আপনি ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে পারেন কেমন লাগবে আপনার অনুভূতি।

2023-09-06-112702327.jpg

শুধুই কি আমি এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করব আমার এই চোখ দুটো দিয়ে একটু এই দৃশ্যটাকে কি আলিঙ্গন করবো না। তাইতো নদীর তীরে পায়ের জুতো খুলে বসে পড়লাম তার উপরে এত সুন্দর দৃশ্যটা দেখার জন্য। আমি তো প্রায় ১৫-২০ মিনিট ধরে ওখানেই বসে ছিলাম আর আমার এই দুচোখ ভরে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম।

কক্সবাজার হল বাংলাদেশের বৃহৎ এক সমুদ্র সৈকত শুধু বাংলাদেশী নয় বিশ্বের বেশ কয়েকটি সমুদ্র সৈকতের মধ্যে এই কক্সবাজার ও অন্যতম। এখানে প্রতিনিয়ত লাখো লাখো পর্যটক আসেন ঘুরতে। শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশের মানুষ ও আসেন এই কক্সবাজারে।

আজকের পোস্টে ব্যবহৃত ছবিগুলো আমি আমার অন্য একটি পোস্টে ব্যবহার করেছিলাম। সেই পোস্টের লিংকটি আপনাদের সাথে শেয়ার করলাম।

তো বন্ধুরা আজ এখানেই সমাপ্ত করছি। কেমন লেগেছে আমাদের কক্সবাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।

DEVICE
Huawei P30 lite
CAMERA
Triple - 48 MP, 8 MP, 2 MP
LOCATION
Bangladesh BD
SHORT BY
@mdrasel442

2023-09-06-113034185.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমি একজন বাংলাদেশী তাই কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে জানি তবে আমি কখনোই এখানে বেড়াতে যাই নাই, তবে ইনশাল্লাহ বাড়ি এসে বেড়াতে যাব মনস্তাপ করেছি, কক্সবাজার সমুদ্র সৈক বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় পর্যটন স্থান এখানে দৃশ্য গুলো ন্যাচারাল, সবারই মন কাড়ে আপনি যে ছবিগুলো শেয়ার করছেন তা সবারই মন কাড়ার মত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার ফটোগ্রফি গুলো আবারো আপনি আমাদের মাঝে শেয়ার করতে পেরেছেন এবং আমাদের দেখার সুযোগ হয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।।। এই প্রতিযোগিতায় যে বিষয় ছিল তার আলোকে আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দর ভাবে লিখেছেন এবং ছবিগুলো দিয়েছেন যেগুলো আপনাকে অনেক বেশি মনে করিয়ে দেয়।।।

খুবই ভালো লেগেছে আপনার এই প্রতিযোগিতার লেখাগুলো আর ফটোগুলো অসম্ভব সুন্দর ছিল।।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সবসময়।।।

আপনাকেও ধন্যবাদ

প্রথমে বলতে চাই অসাধারণ,
সত্যিই অসাধারণ এত সুন্দর লাগতেছে আপনার পোষ্টের ছবিগুলো যেগুলো দেখলে মন চোখ দুটোই জুড়িয়ে যায়, আমার কাছে সমুদ্র অনেক পছন্দ আমি সমুদ্রের পাড়ে হাটতে খুব পছন্দ করি, আপনার ফটোগ্রাফিতে মেঘাচ্ছন্ন আকাশটা দেখতেও বেশ ভালো লাগছিল আমাদের দেশে কক্সবাজার সমুদ্র সৈকতে সম্পর্কে জানি বা অনেক দেখেছি কিন্তু কখনো যাওয়া হয়নি তবে আমি পরিকল্পনা করে রেখেছি যাওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য রইল শুভকামনা

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Welcome 🥰

সমুদ্রসৈকতের সৌন্দর্য অপরিসীম যা বলে হয়তো বা বোঝানো সম্ভব না। আজকে আপনি সমুদ্র সৈকত নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সেখানকার সৌন্দর্য আমাদের সাথে তুলে ধরেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনাকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ কারন আপনি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। আপনার পোস্ট এর ভিতরের ফটো গুলো সত্যি অসাধারণ ছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়ার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য