নদীর ধারে অপেক্ষা

in hive-120823 •  7 months ago 

নদীর ধারে অপেক্ষা


image.png
source

ছোট্ট গ্রামটির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা ছিল গ্রামের প্রাণ। নদীর ধারেই ছিল মিলির বাড়ি। মিলি নদীর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করত। প্রতিদিন বিকেলে নদীর ধারে গিয়ে বসা, পায়ের ওপর জল তুলে দিয়ে বই পড়া এটাই ছিল তার প্রিয় কাজ। সে নদীর কাছে তার সব কথা বলে ফেলত।

মিলির বয়স কেবল কুড়ি পেরিয়েছে। তার মনেও অনেক স্বপ্ন ছিল, কিন্তু গ্রামের গণ্ডিতে সে সবসময় আবদ্ধ বোধ করত। সে শহরে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তার পরিবার চাইত, মিলি যেন গ্রামেই থাকে, শিগগিরই বিয়ে করে। মিলির মন এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না।

একদিন নদীর পাশে বসে মিলি কাঁদছিল। তার কষ্টের কথা বলার মতো কেউ ছিল না, কিন্তু নদীর জলে যেন তার চোখের জল মিশে যাচ্ছিল। সে হঠাৎ করেই শুনতে পেল এক মিষ্টি সুরেলা কণ্ঠস্বর।


image.png
source

"তুমি কেন কাঁদছ?"

মিলি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কিন্তু কণ্ঠস্বরটা স্পষ্ট ছিল। কিছুটা ভয় পেলেও সে আবারও নদীর দিকে তাকিয়ে বলল, "কে বলছে?"

"আমি, এই নদী," সেই সুরেলা কণ্ঠস্বর বলল।

মিলি অবাক হয়ে জিজ্ঞাসা করল, "নদী কথা বলতে পারে?"

"হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু শুধু তাদের সাথে যারা আমাকে ভালোবাসে। তুমি আমাকে প্রতিদিন দেখতে আসো, তাই আমি তোমার কথা শুনতে পারি।"

মিলির ভয় একটু একটু করে কেটে গেল। সে নদীর সাথে নিজের মনের সব কথা বলতে শুরু করল। তার ইচ্ছা, স্বপ্ন, এবং পরিবারের চাপ—সবকিছুই খুলে বলল।

নদী তার কথা শান্তভাবে শুনল। কিছুক্ষণ পর নদী বলল, "তোমার স্বপ্নগুলোকে কখনো ফেলে দিও না। মানুষ অনেক সময় স্বপ্নগুলোকে বোঝে না, কিন্তু তুমি যদি নিজে তা বিশ্বাস করো, তাহলে একদিন সেই স্বপ্ন সত্যি হবে।"

মিলির মনে এক ধরনের সাহস এল। সে নদীর কথা মেনে নিল। পরদিন থেকে সে পড়াশোনায় মনোনিবেশ করল। পরিবারের চাপে সে ভেঙে পড়ল না, বরং তাদের বোঝানোর চেষ্টা করল যে শহরে গিয়ে পড়াশোনা করা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

শেষমেশ, তার বাবা-মা রাজি হল। মিলি শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সে তার স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু করল। প্রতিবার যখন সে ক্লান্ত হয়ে পড়ত, তখনই নদীর সেই কথাগুলো তার মনে পড়ে যেত "স্বপ্নকে কখনো ফেলে দিও না।"


image.png
source

শহরে থাকলেও, মিলির হৃদয় সবসময় সেই নদীর ধারে রয়ে গেছে। প্রতিবার ছুটিতে বাড়ি ফিরে সে আবার নদীর ধারে গিয়ে বসত, পায়ের ওপর জল তুলে দিয়ে বই পড়ত। নদীকে সে ধন্যবাদ দিত, কারণ নদীই তার জীবনে সাহস এনে দিয়েছিল।

এভাবেই মিলি তার জীবনকে গড়ে তুলেছিল, নদীর কথা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। নদীর ধারে বসে থাকা সেই ছোট্ট মেয়েটি এখন শহরের একজন সফল লেখিকা। তার প্রতিটি গল্পের মাঝে সেই নদীর শান্ত কথা আজও বয়ে চলে।

কিছুটা কাল্পকি ,কিছুটা বাস্তব গটনা নিয়ে গল্পটা সাজানোর চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে?

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
"আল্লাহ হাফেজ।"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নদী আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, নদী তার গতিপথ সবসময় ঠিক রাখে কখনো ক্লান্ত হয় না, আমরাও যদি সব বাধা বিপত্তি পিছনে ফেলে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে তাই তাহলে নদীর মত সবসময় বয়ে চলতে হবে, নদীর সাথে মিলির কথোপকথন টা কাল্পনিক হলেও খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

কি দারুন অনেকদিন পর আপনার আর্টিকেল পড়ে মনে হল যে মেয়েটার পাশে গিয়ে একটু হাত ধরে দাঁড়াই।

আধুনিক প্রযুক্তি ও শিক্ষা উন্নতি হওয়ার কারণে এখন অনেকটাই সমাজ পরিবর্তন হয়েছে মেয়েদেরকে সুযোগ দেয়া হয় সব ক্ষেত্রে তবে গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত সেই ভাবে বিস্তার ঘটি নাই। আপনার এই গল্পটি কাল্পনিক হলেও অনেকটাই বাস্তবসম্মত।

আপনি সুন্দর একটি গল্প আমাদের মাঝে তুলে ধরেছেন। গল্পটা পড়ে অনেক কিছুই শিখতে পারলাম। আমাদের সমাজ এখনো অনেক পিছিয়ে মেয়েদের তারা মানুষ বলে মনে করে না। হয়তো ভাবে এত পড়াশোনা শিখিয়ে কি হবে। সেই তো শ্বশুর বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে। আর সংসারের কাজ সামলাতে হবে। এইভাবে কত মেয়ের স্বপ্ন বিসর্জন হয়ে যায়। স্বপ্ন থাকলেও সেটা বাস্তবে পরিণত করে দেখাতে পারে না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে মিলির মতো হাল ছেড়ে দেওয়া একদমই উচিত নয়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

DescriptionInformation
Verified UserYes
Burnsteem 25No
#steemexlusiveYes
Plagiarism FreeYes
Bot FreeYes
AI/Gpt FreeYes
350+ WordsYes
Club5050Yes
Community beneficiaryYes
Voting CSINo
Quality8.0 /10
Feedback / Observation
  • আপনার গল্পটা হয়ত কাল্পনিক তবে অনেক শিক্ষনীয়। আমাদের সমাজে এখনও অনেকে মেয়েদের ছোট করে দেখে। তারা মনে করে, মেয়েদের পড়াশোনা করার প্রয়োজন নেই বরং বিয়ের পর সংসার করাই তাদের প্রধান দায়িত্ব।

  • তবে এতে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বরং একটা মেয়েকেও মানসিকভাবে অনেক শক্ত হয়ে পড়াশোনা করে নিজের লক্ষ্য অর্জন করতে হবে।

  • আপনি হয়ত দেখতে পাচ্ছেন যে আপনার কোনো ভোটিং সিএসআই নেই। তাই অন্যের পোস্টে ভোট দেওয়ার মাধ্যমে নিজের ভোটিং সিএসআই বৃদ্ধি করুন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.


Regards
@tanay123( Moderator )
Incredible India
Date:-04/09/2024

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

খুবই চমৎকার একটি গল্প ভাই, আসলে ভালবাসলে হয়তো নদীও কথা বলে।। অপেক্ষা মানুষকে অনেক ভালো কিছু বয়ে আনে।। মিলির গল্পটা পড়ে অনেক ভালো লাগলো ভাই।। আশা করি এরকম আরো চমৎকার পোস্ট আমাদেরকে উপহার দেবেন।।

🌊 "স্বপ্নকে কখনো ফেলে দিও না" 🌊 - A Heartwarming Story of Perseverance and Dreams! 💕

Wow, what a beautiful story! 😍 I'm so glad to see how the river's wisdom inspired Milly to pursue her dreams despite facing challenges. Her determination and resilience are truly inspiring! 💪

I love how the story highlights the importance of staying true to oneself and not giving up on one's passions. It's a great reminder that our dreams are within reach if we work hard and believe in ourselves. 🌟

As someone who values community and interaction, I'd love to hear from you! What do you think about Milly's story? Do you have any similar experiences or favorite stories about perseverance and following your dreams? Share them with me! 😊

Also, don't forget to vote for the witness 'xpilar.witness' by going to https://steemitwallet.com/~witnesses. Your support means a lot to us, and we're grateful for your contribution to the Steem community's growth and success! 🙏