স্বর্ণ কিনতে গিয়ে মাথায় হাত।

in hive-120823 •  20 days ago 

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ প্রতিটা প্রবাসীর আচ্ছা ইচ্ছা থাকে বাড়ি ফেরার সময় সবার জন্য কিছু না কিছু স্বর্ণের জিনিস নিয়ে যাব তবে সেই সামর্থ হয়তোবা হয়ে ওঠে না। মনে চাইলেও সব আশা পূরণ করা সম্ভব হয় না কেননা অমূল্য রতন হয়ে উঠেছে স্বর্ণ নামক এই ধাতু।

IMG_20241130_160036.jpg দেখে চোখের শান্তি।

গত শনিবার কিছুটা মার্কেট করার জন্য মূলত গিয়েছিলাম সেই সাথে অল্প কিছু স্বর্ণ কিনব এই আশায় বুক বেঁধে স্বর্ণের দোকানে যাই তবে স্বর্ণের দাম গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে মাত্র দুই টাকা কমছে শুনতে ভালই লাগছে তাই না তবে মালয়েশিয়াতে এখন এক গ্রাম স্বর্ণের দাম ৩৭১ রিঙ্গিত । আকাশছোঁয়া স্বর্ণের দাম।

IMG_20241130_162329.jpg

আমি প্রথম যখন মালয়েশিয়া থেকে আমার মায়ের জন্য স্বর্ণের একটি গলার হার পাঠিয়েছিলাম সেই সময় আমি এক গ্রাম স্বর্ণ কিনেছিলাম মাত্র ১৭৩ রিঙ্গিত দিয়ে আর এখন সেটা তিনগুণ হয়েছে😅।

IMG_20241130_162542.jpg আমার পছন্দের তালিকায় ছিল।

স্বর্ণের দোকানে গিয়ে মনে মনে ভাবছিলাম যদি ১ কেজি স্বর্ণ ১০০০ রিঙ্গিত দিয়ে কিনতে পারতাম তাহলে বাড়ির সবার জন্য অনেক অনেক পরিমাণ গহনা নিয়ে যেতাম। স্বর্ণের দাম কেন যে এত পরিমাণ সেটা বুঝি না আর এই স্বর্ণ না হলে মেয়ে মানুষের মন জয় করা সম্ভব নয় মেয়েদের কেন যেন স্বর্ণের প্রতি আলাদা রকম আকর্ষণ রয়েছে।

IMG_20241130_161939.jpg নতুন নতুন মডেল দেখে চোখ ফেরাতে পারছি না।

যাই হোক আমরা তো ইনকাম করছি তাদেরকে দেওয়ার জন্য তবে তিন মাসের বেতন যদি একটি জিনিস কিনতে চলে যায় তখন কষ্ট লাগে সেই কষ্টের কথা কিভাবে বোঝাই। হয়তোবা আমাদের মত যারা পুরুষ রয়েছে তারা এই কষ্টগুলো বুঝতে পারে।

স্বর্ণের গহনা কেনার জন্য কয়েকটি ছবি বাড়িতে পাঠিয়ে দিলাম কিন্তু পছন্দ করতে করতে এত বড় একটি জিনিস পছন্দ করছে সেটা কিনতে গিলে আমার আরো দুই মাসের বেতন তাতে যোগ করতে হবে। হাত দিয়ে যে নেকলেস টা দেখাচ্ছে মূলত এটাই কেনার জন্য বলছে এবং বাড়ির সবার এটাই পছন্দ হয়েছে। তবে এর দাম শুনে তো আমার মাথায় হাত উঠে গিয়েছে । পছন্দ যখন করছে তাহলে তো নিতেই হয় তবে পকেটে যে টাকা নেই কিভাবে নিব। যাইহোক ওটা বাদ দিয়ে চিকন দেখে গলার চেন বের করতে বললাম তারপর দোকানদার বের করল।

Messenger_creation_966CF614-8630-4732-B866-0B7E8781F93A.png বাড়ির মানুষের পছন্দ।

ছবি উঠেয়ে বাড়িতে পাঠিয়ে দিলে তাদের পছন্দমত লাভ মত দেওয়া যে গলার হার টা দেখতে পাচ্ছেন এটাই আমি মূলত ১৫৫০ রিঙ্গিত দিয়ে কিনেছি যা বাংলা টাকা পেরাই ৪৩ হাজার টাকা। আমাদের মত ব্যক্তিদের এর উপরে স্বর্ণ কেনার সেই সামর্থ্য নাই বড় বড় গলার নেকলেস দেখলে তো পছন্দ হয় তবে কেনার সেই সামর্থ্য থাকলে মনের ভিতর একটু ভালো লাগে।
IMG_20241130_171059.jpg এটাই মূলত কেনা হলো।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed
সাথে আমার মামা ছিল সে একটা আন্ট্রি কেনার জন্য অনেক দোকানেই ঘোরাঘুরি করছে তবে নিজের বাজেট অনুযায়ী না মিলার কারনে শেষ পর্যন্ত আর কেনা হয়ে ওঠে নাই। তো বন্ধুরা এই ছিল স্বর্ণ কিনতে গিয়ে টেনশনের মূল কাহিনী। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি ।আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সোনার জিনিস সকলেরই খুব পছন্দের। দিন দিন যা সোনার দাম বেড়েই চলেছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজন আর সোনা কিনতে পারবে বলে মনে হয় না। একদম ঠিক কথা বলেছেন সোনার দাম একেবারে আকাশ ছোঁয়া। একদমই ঠিক কথা। কোন জিনিস পছন্দ হলে সেটা যদি সামর্থ্য থাকে তবেই মনের ভেতর ভালো লাগে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

এটা একদম সঠিক প্রবাসী ভাইয়েরা যারা আছে বাসায় আসার আগে অনেকের পছন্দের জিনিস বা স্বর্ণ নিয়া আসে।। স্বর্ণর দাম আগে থেকেই বেশি তারপরও এখন আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যেটা ক্রয় করার সামর্থ্য অনেকেরই নেই। যেহেতু দেশে আসছেন নিশ্চয়ই জীবনসঙ্গী পাওয়ার পর আবারও প্রবাসে পাড়ি দিবেন।

সবচাইতে বেশি ভালো লাগলো যত চিন্তাভাবনা আসুক না কেন পছন্দ মতই স্বর্ণ নিয়েছেন সেটার দাম যত হোক না কেন। দোয়া রইল সুস্থভাবে যেন দেশে আসতে পারে।

পোস্টটা পড়তে ছিলাম এবং একা একা হাসতে ছিলাম, আমারও আপনার মত মনে হয় যদি ১ কেজি পরিমাণ স্বর্ণ কেনা যেতো অল্প দামে তাহলে সবকিছুই তৈরি করা যেত,,,

তবে বর্তমানে সোনার যে দাম তাতে কিছু কেনার সখ থাকলেও আর সাধ্য অনুযায়ী কেনা হয় না।।, , তবে প্রবাসী থাকলে দেশে ফেরার সময় সবার জন্য কিছু না কিছু স্বর্ণ নিতে মনে চায় এটা আমি আমার বাবার ক্ষেত্রেও দেখেছি,, ।
আর তাই আপনি আপনার সাধ্য অনুযায়ী স্বর্ণ কিনেছেন তবে দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালোই লেগেছে,,,,।।

ভাই কি আর বলবো যেগুলো হাতের ছোয়ার নাগালে সেটি হল স্বর্ণ যেটা আমাদের হাতের নাগালে সবসময় দুরে থাকে ৷ বিশেষ করে গরীব এবং মধ্যবিত্তের মানুষেরা স্বর্ণের কথা ভূলেও ভাবে না হয়তো কয়েক আনা দিয়ে সাধারণ কিছু তৈরি করতে পারে তবে অতিরিক্ত কিছু আশা করাটা একদম বোকামি আমি বলে মনে করি ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷