২০২১ সালে ১০ তারিখের কিছু স্মৃতি।

in hive-120823 •  24 days ago 

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এখান থেকে তিন বছরের আগেকার কিছু স্মৃতি।

IMG-20211110-WA0031.jpg

কৃষকের কখনো দার্শনিক ভাব নিয়ে চলাফেরা কথাবার্তায় শোভা পায় না। সবাই জানে কৃষকের কথার মাধুর্য কেমন। কৃষক তুমি যতই মুখ বাঁকিয়ে ইংলিশ বলার চেষ্টা করো না কেন তোমার ইংলিশে ভুল থাকবেই ‌। ঠিক তেমনি যতই আমাদের নায়কের মত চেহারা হোক না কেন তাদের মতো স্টাইল দিয়ে ছবি তোলা আমাদের শোভা পায় না।

IMG-20211110-WA0027.jpg

২০১৬ সাল থেকে মালয়েশিয়াতে রয়েছি। বৈধভাবে মালয়েশিয়াতে আসার চেষ্টা করলেও পরবর্তীতে ব্যর্থ হই তাই অবৈধ পথে এসে মালয়েশিয়াতে অবস্থান করি ।যাই হোক আল্লাহর রহমতে কোনদিন কোন অসুবিধাই করতে হয় নাই এটা আল্লাহ সুবহানাতায়ালার অনেকটা কৃপা।

IMG-20211110-WA0035.jpg

অবৈধ প্রবাসীকে বৈধ করার জন্য ২০১৮ সালে একবার সুযোগ দিয়েছিল সেই সুযোগে আমাদের তো অনেকেই প্রতারণার শিকার হয়েছিল। অনেক টাকা খরচ করার পরেও বৈধতা লাভ করতে পারি নাই।

যাই হোক 2021 সালে আবারো বৈধতা করন করার পরক্রিয়া চলছিল ঠিক ওই সময় পাসপোর্ট তৈরি করার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। এর আগে আমি কখনোই বাসা থেকে দশ কিলোমিটার দূরত্বে যাই নাই। আমার কাজের সাইট ছিল যেখানে তার পাশেই থাকার জায়গা। তাই কোন জায়গায় যাইতাম না । যতই হোক অবৈধ বিদেশের মাটিতে নাকি লাউয়ের কাঁটা ও পায়ে ফোটে এই কথাটা আমার আম্মু আমাকে অনেকবার ফোনের স্মরণ করিয়ে দিত।

IMG-20211110-WA0029.jpg

২০২১ সালে যখন বৈধ করার জন্য প্রক্রিয়া চলছিল তখন নিজের পাসপোর্ট বানানোর জন্য রুম থেকে বের হয়েছি আমিও আমার বন্ধুরা আনুমানিক ৪ থেকে ৫ একসাথে বাসা থেকে বের হয়ে রওনা দিয়েছি।

বাস টার্মিনালে এসে টিকিট কাটার পর একটি বাস মিস হয়ে যায় পরবর্তী বাস আসার জন্য বেশ কিছু সময় বসে ছিলাম। আশে পাশের জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে পাশেই ছিল একটি ওভারব্রিজ আর সেই ওভার ব্রিজের ওপর দিয়ে ছাওনি থাকার কারণে বেশ দারুন লাগছিল তার নিচে দাঁড়িয়ে ছবি উঠাতে।

IMG-20211110-WA0028.jpg

আমরা একজন আরেকজনের ছবি উঠিয়ে দিয়েছিলাম কেউ কেউ বলে উঠল যে একটু নায়কের মত স্টাইল করে দাঁড়া । তাই কি কখনো সম্ভব হাতে দামি ক্যামেরা থাকলেই কি ছবি সুন্দর করা হয় যদি অভ্যাস না থাকে।

দুই বছরে কোথাও বেড়াতে যেতে মনে চায় নাই আর ইচ্ছাও করতো না। মনের ভিতরে ভয় থাকলে কি আর কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে। শতকরা ৮০% প্রবাসী কাজ করতে বেশি পছন্দ করে
প্রবাসীদের ঘুরে বেড়ানো ততটা ভালো লাগেনা সব সময় তারা কাজের মধ্যে থেকেই নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে এবং এতে তাদের আনন্দ। তবে আমি কিছুটা ভিন্ন রকম মনে চাইত অনেক জায়গায় বেড়াতে যেতে কিন্তু গেড়াকলে পড়ে সবকিছুই মেনে নিতে হয়েছিল।

IMG-20211110-WA0030.jpg

অনেকদিন বাদে পুরনো এই ছবিগুলো দেখে সেই কথাগুলো পুনরায় মনে পড়ল এবং সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি । যদি লেখার ভিতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি ।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

যেকোনো দেশে যাওয়ার জন্য দুটো উপায় অবলম্বন করতে হয় একটু বৈধ আর একটি অবৈধ ‌। আমরা অনেক সময় নিরুপায় হয়ে অবৈধভাবে যেকোন দেশে পাড়ি জমায় আর সেখানে যাওয়ার পর বৈধ হওয়ার জন্য চেষ্টা করি।।

আপনি অবৈধভাবে যাওয়ার পর অনেকবার চেষ্টা করেছেন বৈধ হওয়ার জন্য তারপরও হতে পারেননি অবশেষে ২০২১ সালে সেটা সাকসেস হয়েছে। জীবনে কিছু কিছু স্মৃতি যেন ভোলায় যায় না জীবনের কোন না কোন পর্যায়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে।