প্রতিহিংসা কাউকে সম্মানীত করে না বরঞ্চ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

in hive-120823 •  29 days ago 

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা সাধারণ কিছু জ্ঞান যা আমার দৃষ্টিভঙ্গি থেকেই উপস্থাপনা করবে। এখন এই সমাজে প্রতিটা মানুষ অনেক গুনি কিন্তু জ্ঞানী নয়।

kidnapping-5923532_640.jpgsource

সাধারণ একটি কথা সবার মুখে পরিচালিত আছে সেটা হল তুমি মানুষকে সম্মান দিতে শেখো মানুষ তোমাকে সম্মান দেবে। কিছুদিন আগে আমি একটি কথা বলেছিলাম সেটি হল সম্মান বাজারে বিক্রি হয় না হলে সবাই সম্মানিত হতো। সম্মান অর্জন করতে হয় যেটা সবার পক্ষে সম্ভব হয় না। অর্থের চেয়ে সম্মানের মূল্য বেশি। কিন্তু এটা সবার বিশ্বাস করতে চায় না।

money-2033591_640.pngsource

সাধারণ পরিবারের ছেলে অথবা মেয়েরাও সম্মানিত মানুষ হিসেবে জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই পৃথিবীর বুকে অনেক দৃষ্টান্ত ব্যক্তিরা রয়েছে যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে বেড়ে উঠেছে তবে একটা সময় দেখা গিয়েছে সময়ের পরিবর্তে তারাই এই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি হিসেবে মর্যাদা লাভ করেছে।

আমি মনে করি সম্মানিত ব্যক্তি হতে হলে মানুষের বিনয়ী ব্যবহার সত্যবাদী ও প্রখর জ্ঞান থাকলেই সে একদিন সম্মানিত ব্যক্তি হিসেবেই প্রকাশ পাবে। কিন্তু এখন এই সমাজের ইয়ং জেনারেশন সম্পূর্ণ বিপরীত টাই ভেবে থাকে সেটি হল সম্মানিত ব্যক্তি হতে হলে আপনাকে প্রচুর টাকা পয়সা অপার্জন করতে হবে যার যত সম্পদ সে ততোই জ্ঞানী।

ai-generated-9068540_640.jpgsource

এখন অধিকাংশ মানুষ অল্প পড়াশোনা করেই সে নিজেকে অনেক জ্ঞানীভাবে কেননা অল্প পড়াশোনা করেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে তার কাছে মনে হয় এই টাকায় তাকে একদিন সম্মানিত করবে । সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের দেখা মেলে যারা মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু নৈতিক জ্ঞান তাদের ভিতর আছে বলে আমার মনে হয় না।

শেষ জামানের একটি হাদিস অনেক ছোটবেলা থেকে শুনে আসছি আমি যখন সপ্তম শ্রেণীতে পড়তাম তখন আমাদের হুজুর বলেছিলেন যে শেষ জামানায়, জ্ঞানী মানুষের সংখ্যা কমতে থাকবে, ধনীরা গরীব হবে এবং গরিবরা ধীরে ধীরে ধনী হয়ে উঠবে। ঠিক এভাবেই বলা ছিল যে যাদের পায়ের জুতা কেনার টাকা ছিল না তারা বড় বড় অট্টলিকা তৈরি করবে আবার যারা অট্টলিকায় থাকতো তারা কুঁড়েঘরে থাকবে।

IMG_20240929_155029.jpg

তখন এই কথাগুলো আমার মাথায় খুব বেশি ঢুকতো না । তবে এখন কিছুটা বুঝতে পারছি যে কারা এই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। অনেকেই মনে করতে পারেন যে হয়তো বা যারা গরিব থেকে ধনী হচ্ছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে আমি হিংসা করছি বিষয়টা এমন নয় আমি বোঝাতে চেয়েছি যে যোগ্য মানুষ যদি যোগ্য জায়গায় না থাকে তাহলে সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়।

তো বন্ধুরা এই ছিল আজকের আর্টিকেল আপনাদের কারো মনে আঘাত লেগে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হয়তো কোন ব্যক্তি চেষ্টা করলে অনেক উচ্চতর ডিগ্রি লাভ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু তিনি যদি সুশিক্ষিত না হয় তাহলে সে সমাজের কাছেও সম্মানিত ব্যক্তি হতে পারবে না। সুশিক্ষিত হতে হলে আপনাকে বড় বড় ডিগ্রীর নেয়ার প্রয়োজন হবে না। আপনার ব্যবহার আচরণে আপনাকে সেই মর্যাদা এনে দিবে ।

বর্তমানে মনে হয় গরিবের থেকে ধনীর সংখ্যা বেশি কিন্তু দিন দিন সম্মানিত ব্যক্তিরা হারিয়ে যাচ্ছে। টাকার কাছে মানুষের জ্ঞান, নীতিবোধ হার মেনে যাচ্ছে ।

আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। সত্যি বাজারে যদি সম্মান কিনতে পাওয়া যেত তাহলে সকল ব্যক্তি সম্মানিত হত ।যা কখনোই সম্ভব নয় ।আমরা যতই অর্থ উপার্জন করি না কেন কোন কিছুই আমাদেরকে অমরত্ব দান করতে পারবে না কিন্তু আমরা যদি আমাদের ব্যবহার ও আচার-আচরণে নিজেকে একজন সম্মানিত বা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তখন আমাদের এই সন্মান অমরত্ব দান করতে পারবে ।

তাইতো অনেক কবি ,সাহিত্যে এবং অনেক জ্ঞানী ব্যক্তিরা যারা আমাদের ছেড়ে চলে গেলেও তাদের কর্মের জন্য চির অমর হয়ে আছেন আমাদের মাঝে এবং ভবিষ্যতেও থাকবেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।

একদম ঠিক তাই দিদি মানুষের কর্মগুলো এই পৃথিবীতে রয়ে যায় মানুষটা পৃথিবী থেকে বিদায় নিলেও তার ভালো কাজ মানুষের ভেতরেই থেকে যায় অর্থ গাড়ি বাড়ি কখনোই একটি মানুষকে সারা জীবন সম্মানিত করতে পারে না। শুধুমাত্র তার নৈতিকতা ও সদআচরণ গুলো মানুষের ভিতরে রয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে যথাযথ একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন।

commentbanner.JPG

Curated by : @stef1

Thank you, Ma'am.

প্রথমত আমি বিশ্বাস করি পরহিংসাপরায়নতার পরিণতি কখনোই সুখকর হয় না!

দ্বিতীয়ত আমি বিশ্বাস করি যে মনের ধনী নয়, জ্ঞানের ধনী নয়, সে আর্থিক দিক থেকে কতটা ধনী তাতে সমাজে বিশেষ পরিচিতি লাভ করা যায় না, তার আদর্শ উদাহরণস্বরূপ সম্প্রতি রতন টাটার নিধনে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের প্রতিক্রিয়া দ্বারা প্রমাণিত।

আরেকটি কথা আমি সবসময় লেখায় উল্লেখ করে থাকি, আর সেটা হলো, অর্থ মুচি, মেথর ও উপার্জন করে, কাজেই সেটা উপার্জন নিয়ে বেশি বড়াই না করা শ্রেয়! তবে, অস্থায়ী জীবনে কিছুই স্থায়ী নয়, সম্মান ছাড়া! যেটা মৃত্যুর পর আমাদের জীবিত রাখে মানুষের হৃদয়ে।
আজও অনেক সমাজ সেবিকা, ব্যবসায়ী, শিল্পী মানুষের হৃদয়ে বেঁচে আছেন, আর থাকবেন।

পড়লাম আপনার লেখা, আর পড়বার ইচ্ছে ছিল, কিন্তু বিষয়বস্তু ভালো বেছে নিলেও, সেটাকে আরো অনেক উদাহরণ দিয়ে একটি আদর্শ লেখা করা যেত।
ভালো থাকবেন সবসময়।

এটা ঠিক বলছেন যে আরো কিছু উদাহরণ দিলে হয়তো বা লেখার মান উন্নত হতো সেটা আমিও বুঝতে পেরেছিলাম কিছুটা। যাইহোক পরবর্তীতে লেখা আরো উন্নতি করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দিদি অনেক দিন পর আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো।

Loading...

সম্মান ও মূল্যবোধের গুরুত্ব নিয়ে আপনার কথাগুলো সত্যিই চিন্তা-উদ্দীপক। বর্তমান সমাজে অনেকেই টাকা-পয়সাকে সম্মানের মানদণ্ড হিসেবে দেখে, যা সত্যিকার অর্থে নৈতিকতা ও প্রকৃত জ্ঞানের উপর ভিত্তি করে নয়। আপনার এই ভাবনাগুলো বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে, যেখানে তারা বুঝতে পারবে যে সত্যিকার সম্মান আসে নিজের নীতি, নৈতিকতা ও জ্ঞানের মাধ্যমেই। আপনার আলোচনাটি আমাদেরকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয় এবং নিজের মূল্যবোধে অটল থাকার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।