শুভ সন্ধ্যা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। উপরে টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আমরা মানুষ তই আমরা কিছু কিছু সময় বিরক্ত হই কেননা একই রকম জিনিস বারবার সামনে আসলে সেটা মোটেই ভালো লাগেনা। ভিন্ন স্বাদ ভিন্ন গন্ধ নিতে কেনা ভালোবাসা বলেন।
টাইটেলের দুইটা ওয়ার্ড নিয়েই আজকের লেখা শেষ করব প্রথমত হল নিরাশ,
নিরাশ শব্দের সাথে সবাই পরিচিত আছেন । আমরা মাঝে মাঝে বলি ভাই তুমি নিরাশ হয়ো না একদিন সফল হবেই এই কথাটি মানুষ তখনই বলে যখন একটা মানুষ অনেকটাই আপসেট থাকে। কিন্তু আমরা একটি কথা বলতে ভুলে যাই সেটা হল মালিকের উপরে ভরসা রাখুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন।
আমি মনে করি তারাই সব সময় নিরাশ হয় যারা মালিকের উপরে ভরসা করে না, আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রেই মালিকের উপরে ভরসা করতে হবে তা না হলে আমরা সব দিক থেকেই পিছিয়ে পড়বো এবং চরম হতাশায় ভুগবো, উদাহরণস্বরূপ যদি আমি বলি আমরা কেউ মায়ের পেট থেকে হাঁটা শিখে আশি নাই আমাদেরকে কেউ হাত ধরে হাঁটানো শিখেছে আবার আমরা কি খাব সেটা জানতাম না কেউ আমাদেরকে সেগুলো শিখিয়েছে এজন্য আমরা জানতে পারছি কারো না কারোর উপর ভরসা করেই তো আমরা বড় হয়েছি।
যারা মালিককে বিশ্বাস করে না এবং মালিকের উপরে ভরসা করে না তারা বিপদে পড়লে বাঁচানোর কেউ থাকেনা এবং কাউকে বলার মত মানুষ পায় না। আমি এই বিষয়টি বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি,
একদিন একটি ছাগল জঙ্গলে ঘাস খাচ্ছিল ছাগলটি ঘাস খেতে খেতে জঙ্গলের গহীনে প্রবেশ করল। হঠাৎ করে বাঘ ছাগলের উপর আক্রমণ করল এক পর্যায়ে ছাগল কোন দিশা না পেয়েই পাশে ছোট্ট একটি পুকুর ছিল সেই পুকুরের ভিতরে ছাগলটি ঝাঁপ দিল।
সে পুকুরের ভিতরে কোন পানি ছিল না ।সবই ছিল কাদা তাই ছাগলটি কোন প্রকার নড়তে পারছিল না । ও দিকে ছাগলটি খাওয়ার জন্য বাঘও ঝাপ দিল কিন্তু বাঘ এমন জায়গায় ঝাঁপ দিছে ছাগল থেকে একটু দূরে বাঘ ছাগলের কাছে আসতে পারছে না পুকুরে কাদা থাকার কারণে দুজনেই পড়ে রইল কাদার উপরে।
কিছুক্ষণ পর বাঘ বিরক্ত হয়ে ছাগলটিকে বলল এই শালার ছাগলের বাচ্চা ঝাঁপ দিবি ভালো জায়গায় দে কেন কাদার ভিতরে ঝাঁপ দিলি এখন তো দুজনেই মরতে হবে ছাগল হেঁসে বলল যে তোমার কি কোন মালিক আছে বাঘ বলল যে আরে বেটা আমার আবার মালিক কে আমি তো নিজেই এই জঙ্গলের মালিক।
ছাগলে হেঁসে হেঁসে বলল যে এটাই তোর আর আমার ভিতরে ফারাক আমার মালিক আছে সন্ধ্যা হতে না হতেই আমাকে খুঁজবে এবং আমাকে এখান থেকেই উদ্ধার করে নিয়ে যাবে আর তোকে মাথায় বাড়ি মেরে এখানেই মেরে ফেলে রেখে যাবে। সময় গড়িয়ে সন্ধ্যা হল তারপর ছাগলের কথাই সঠিক হলো।
সত্যি কথা বলতে কি জানেন ? বাঘ আর ছাগল বিষয়টি একটি গল্পের উদাহরণ মাত্র বিষয়টি হল মালিকের উপরে ভরসা করলে কখনোই একজন নিরাশ হয় না কোন না কোন উপায়ে তার একটি পথ খুলে যায়। আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা কোন ধর্মের বিশ্বাস করে না কোন স্রষ্টা আছে বলে মনে করে না। আমি মনে করি এদের মত হতভাগ্য আর মনে হয় এই দুনিয়াতে আর কেউ নাই।
আমার হিন্দু দাদা, বৌদিরা যদি কোন বিপদে পড়ে তাহলে দুই হাত সামনে নিয়ে তারা তাদের ভগবানের কাছে প্রার্থনা করে বলতে পারে তাদের দুঃখ কষ্ট গুলো । আবার আমরা যারা মুসলিম রয়েছি আল্লাহ সুবাহানাতালার কাছে দুই হাত তুলে অথবা শিরজায় অবনত হয়ে আল্লাহর কাছে চাইতে পারি বলতে পারি। যেকোনো ধর্ম বিশ্বাসী তারা তাদের খোদার কাছে যেকোনো সমস্যা বলতে পারে । কিন্তু দুর্ভাগ্য তাদেরই যাদের দুঃখ কষ্ট শোনার মত কোন খোদা নাই। এবং তারা কোন মালিকের উপরে বিশ্বাস করে না।
আপনার পোস্টের ছাগল-বাঘের কাহিনীতে রয়েছে একাধিক শিক্ষা৷ মানুষের কোনো অবস্থাতেই নিরাশ হতে নেই। প্রবল বিশ্বাস নিয়ে সব সময় সৃষ্টিকর্তার উপর ভরসা করাই উত্তম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। প্রতিটা গল্পের ভিতরে কোন না কোন শিক্ষা লুকিয়ে থাকে যেটা আপনি ভালোভাবে পড়ে অনুধাবন করতে পারতেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মালিকের উপর ভরসা রাখার গুরুত্ব ও শক্তি সত্যিই অসাধারণভাবে তুলে ধরেছেন। জীবনের প্রতিটি সমস্যার সময় আল্লাহর উপর ভরসা করা এবং নিরাশ না হওয়াটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আপনার উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য আমাদের জীবনের যেকোনো চ্যালেঞ্জকে সহজ করে তোলে, কারণ আমরা জানি তিনি আমাদের সবকিছুর উপরেই সর্বোচ্চ দয়াশীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনে প্রতিটা চ্যালেঞ্জ জীবনকে করার জন্য আসে আর সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাতায়ালার সাহায্যে প্রয়োজন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit