এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করলেন। 🎉🎉

in hive-120823 •  2 months ago 

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি গতকালকে দুবাইতে অনুষ্ঠিত হয়েছে।
IMG_20241209_183903.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

ব্যস্ত তায় বিভোর তবুও খেলা দেখার নেশায় অটল রোই। অনূর্ধ্ব ১৯ এশিয়া বিশ্বকাপের খুব বেশি ম্যাচ দেখতে পারি নাই তবে গতকাল ম্যাচটি খুব ভালোভাবে উপভোগ করেছি।

বাংলাদেশের জাতীয় টিম যেটা এক যুগেও করে দেখাতে পারল না । এটাই করে দেখালো অনূর্ধ্ব ১৯ যুব ক্রিকেট টিম বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কথা ছিল না অনেকটা পথ যুদ্ধ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

IMG_20241209_184058.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

ভারতের কাছে টসে হেরে গতকাল বাংলাদেশে প্রথম ব্যাট ধরতে মাঠে নামেন । তবে প্রথম জুটিতে খুব ভালো প্রত্যাশা বয়ে আনতে পারি নাই দলীয় ১৭ রানের মাথায় মারুফ আউট হয় মাঠ ছাড়েন। তারপর রিজান হাল ধরতে মাঠে নামেন। সেও বেশিক্ষণ সময় টিখতে পারলো না ভারতের দুর্দান্ত বোলিং ইউনিটের সামনে। ৩৪ রানে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ফেলে তখন অনেকটাই চাপের মুখে পড়ে বাংলাদেশ।

IMG_20241209_184028.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

তারপর রিজান ও ইকবাল খুব ভালো ব্যাট করতে শুরু করলো দুজনেই খুব সন্দে খেলেছিলেন। তবে রিয়াজ বেশিক্ষণ সময় টিকে থাকতে পারল না ৫২ বলে ৩৮ রান সংগ্রহ করে প্যাভিলিয়নে ফিরে যান এদিকে ইকবাল হাফ সেঞ্চুরি পথেই হাঁটছিলেন তবে ৪৭ রান করে বোল্ড আউট হয়ে ফিরতে হয়েছে আফসোস থেকে গেল পঞ্চাশ রান পূর্ণ হল না।

IMG_20241209_184006.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রত্যেকটি ব্যাটসম্যান ক্ষুদ্র ক্ষুদ্র রানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪৯ ওভার 2 বলে ১৯৮ যদিও এই রান ভারতের কাছে কোন কিছুই না । নুন আনতে পান্তা ফুরনের মত হয়ে যাবে। এর আগেও ভারত অনূর্ধ্ব ১৯ টিম ৩০০ উপরে রান করছে আর আজকে ফাইনাল ম্যাচে তো ২০০ রান ও পুরো নয় ভারতের প্রত্যেকটা দর্শকের প্রত্যাশা ছিল খুব শীঘ্রই ম্যাচটি শেষ হবে আমরা জয়লাভ করে বাড়ি যাবো।

IMG_20241209_183920.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

খেলা দ্বিতীয় অধ্যায়

খেলার দ্বিতীয় অধ্যায়ে চিত্র ভিন্ন বাংলাদেশ বোলিং ইউনিটের এর কাছে অনেকটাই অসহায় হয়ে গেল ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানরা পেসার আল ফাহাদ প্রথম উইকেট তুলে নিয়ে আশার আলো জ্বালাতে শুরু করে এরপর ২৪ রানে আরো একটি উইকেটের পতন হয়।

IMG_20241209_184044.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

সূর্যবংশী শিহাব মার খুটে একজন দুর্দান্ত ব্যাটিং মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে চান্স পেয়েছে যা এই পর্যন্ত কোন খেলোয়াড় ১৩ বছর বয়সে চান্স পাই নাই ১৩ বছর বয়সে কোটি টাকার মালিক হয়ে গেলেন সূর্যবংশী শিহাব। তার দিকে অনেকেই চেয়েছিলেন এই ম্যাচের জয়ের কান্ডারী হিসেবে দেখতে তবে সেও আজকে অনেকটাই হতাশ করলো। ৭ বলে ৯ রান করে মাঠ ছাড়েন।

IMG_20241209_184205.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

শেষের দিকে এসে ভারতের ব্যাটসম্যানরা অনেকটাই মাথা ঠান্ডা করে খেলতে চেয়েছিল তবে ততক্ষণে উইকেট অর্ধেকের বেশি হারিয়ে ফেলছে শেষের দিকে এসে বাংলাদেশের বোলিং লাইন আপ আরো আগ্রাসী হয়ে ওঠে। ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেবে ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে করে। বাংলাদেশ ৫৯ রানের দুর্দান্ত একটি জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করলেন। অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিম ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...