ব্যাডমিন্টন খেলা।

in hive-120823 •  13 days ago  (edited)

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ ব্যাডমিন্টন এই খেলাটি আমাদের এশিয়া মহাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তবে ভারত , নেপাল, বাংলাদেশের সবাই ব্যাডমিন্টন খেলাটি র‍্যাকেট খেলা নামেই চিনে থাকেন।

1000005391.jpg

এখান থেকে ২-৩ মাস আগে কোম্পানির একটি ইভিনে র‍্যাকেট খেলা করতে গিয়েছিলাম। আর গতকালকে আবারো খেলা করতে গিয়েছি। গতকাল আমাদের ওভার টাইম না থাকার কারণে পাঁচটার সময় বাসায় আসি তারপর আমার একটি বন্ধু রিকোয়েস্টে র‍্যাকেট খেলা করতে যাই, আমি যেতে চাচ্ছিলাম না কেননা একদিন খেলা করলে গা হাত পা প্রচুর পরিমাণ ব্যাথা হয়।

1000005387.jpg

1000005392.jpg

আমাদের কোম্পানি থেকে প্রত্যেক বৃহস্পতিবার খেলা করার জন্য দুই ঘন্টা সময় দেয় আর এই খেলার সমস্ত খরচ কোম্পানি বহন করে থাকেন।‌ আমরা যে স্থানটিতে খেলা করতে গিয়েছি এখানে একঘন্টা খেলা করলে ৫০ রিঙ্গিত দেওয়া লাগে একটি কোডের জন্য।‌ আমাদের কোম্পানি প্রত্যেক বৃহস্পতিবার দুইটি কোড ভাড়া নাই দুই ঘন্টার জন্য।

1000005381.jpg

প্রথম পর্যায়ে অনেকেই এসে পৌঁছায় নাই তাই আমরা একটি কোডে দুইজন সিঙ্গেল খেলছিলাম তারপর ধীরে ধীরে কোম্পানির আরো বন্ধুরা চলে আসে তারপর সবাই একসাথে হয়ে চারজন চারজন করে দই কোডে ৮ জন একেবারে খেলছি আমাদের কোম্পানি থেকে প্রায় ১২ জন মত সেখানে খেলতে এসেছে।

1000005354.jpg

1000005353.jpg

এক গেম হয়ে গেলে আবার আমরা চেঞ্জ করছি আরও দুইজনকে সুযোগ দিচ্ছি যাতে করে তারাও খেলতে পারে একটানা খেলা করা সম্ভব না। কেননা একটানা খেলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল । তাই বিশ্রাম নিয়ে নিয়ে অন্য সহপাঠীদের খেলার সুযোগ ‌ করে ‌ছিলাম।

1000005360.jpg

1000005359.jpg

খেলা করার সময় প্রতিপক্ষকে হারানোর যে উত্তেজনা এবং তাড়না থাকে তখন মনে থাকে না যে এত পরিশ্রম করে খেলা করলে কাল শরীরের ব্যথা হবে এই শরীর নড়াতে পারবো না। খেলায় জেতার জন্য শরীরে যতটুকু শক্তি রয়েছে ততটুকু দিয়েই চেষ্টা করা হয়।

1000005366.jpg

বিশেষ করে আমি সহজেই হার মানার ছেলে না ।আমার সবটুকু দিয়েই চেষ্টা করি যেন জয় লাভ করতে পারি ।‌ প্রথম গেমে আমার সহপাঠী ছিল অনেক নরমাল আর বিপক্ষে পার্টি ছিল খুবই শক্তিশালী তবুও হাড্ডাহাড্ডি লড়াই চলছে শেষ পর্যন্ত হেরে গিয়েছি।

1000005369.jpg

দ্বিতীয় গেমে আবার আরো একজনকে পরিবর্তন করে নিয়ে খেলা করতে নেমেছি । যে দুইজন আমাকে প্রথম গেম হারিয়ে দিয়েছিল দ্বিতীয়বার তাদেরকেও আমি হারাতে সক্ষম হয়েছি। তাদেরকে হারাতে পেরে মনের ভিতরে কোন রকম একটি আনন্দ লাগছিল। যাইহোক গতকাল বিকেলবেলাটা খেলার মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে । আনন্দের সাথে খেলা শেষ করলেও আজ সন্ধ্যার পর থেকেই খেলার ঝাল বুঝতে পারছি অর্থাৎ যখন আমি এই আর্টিকেল লেখা শুরু করছি তার আগে থেকেই সমস্ত শরীর ব্যথা কথা বলার মত সেই শক্তি পাচ্ছি না। তবুও খেলা নেশা যে মাথা থেকে নামে না শরীরের ব্যথা নেমে যাওয়ার পরে আবারো খেলা করতে মনে চাই।

1000005375.jpg

DeviceName
Picture

Photography 📷📷
•Category

the game
•Camera Used ‌

Handphone
•Model

Galaxy A34 5G
•Photographer@mdsahin111
•Location Aceh 📍🌐/

Malaysia

https://w3w.co/mice.period.roofed
তো বন্ধুরা এই ছিলে গতকাল ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করেছি । আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি । আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

ব্যাডমিন্টন আমার প্রিয় খেলার মধ্যে একটা। তবে ব্যাডমিন্টন তো সারাবছর খেলা হয় না, বিশেষ করে শীতকালে ব্যাডমিন্টন খেলে থাকি। শীতকাল তো প্রায় আগত তাই কয়েকদিন পরই আবার ব্যাডমিন্টন খেলাট কোট কেটে ফেলবো। শীতকালে শীতের হাত থেকে বাঁচতে এটা বেশ কার্যকরী খেলা। আমি খুব বেশি ভালো পারি না তবে মোটামুটি পারি আর কি।

8FF39CD0-3015-4028-BE6D-1391B19B8560.png

@Wirngo ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটিতে সাপোর্ট দেওয়ার জন্য।