ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়া।

in hive-120823 •  21 days ago  (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় বন্ধুরা

শুভ সন্ধ্যা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের মাঝে চলে যত নেওয়ার সম্পর্কে আলোকপাত করবো আমি যেভাবে আমার চুলের যত্ন নিয়ে থাকি ঠিক সেভাবে আপনাদের মাঝে উল্লেখ করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমার চুলের যত্ন নিয়ে থাকি।

একটি মানুষের মাথার চুল তার সৌন্দর্য বৃদ্ধি করে। চুলের যত্ন নেওয়া প্রতিটি মানুষের জন্য আবশ্যক আমরা হয়তো বা প্রতিনিয়তই চুলে সাবান শ্যাম্পু দিয়ে থাকি তবে এর বাইরেও কিছু কিছু ক্ষেত্রে চুলের যত্ন নিতে হয় যেমন আমি আজকে যেভাবে যত্ন নিয়েছি।

দুপুর ১২ঃ০০ টায় গোসল করার আগে আমি নাপিতের কাছ থেকে চুলগুলো প্রথমে সুন্দর করে কেটে নিয়ে এসেছি তারপর গোসল করে ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম।

সবুজ মেহেদী পাতা বাটা

এরপর আমি নিচে যাই মেহেদির পাতা উঠানোর জন্য । এক মুঠো মেহেদির পাতা উঠিয়ে নিয়েছি তার পাশাপাশি অ্যালোভেরিয়ার একটি পাতা নিয়েছি। এরপর বাসায় ফিরে মেহেদির কথাগুলো একবার ধুয়ে নিয়ে বাটার জন্য রেডি করেছি।


অর্গানিক অ্যালোভেরিয়া

অ্যালোভেরিয়া আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ বললেই ভুল হয় না। বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যালোভেরিয়া নামের উপর দিয়েই বিক্রি হয় । আর এই অ্যালোভেরিয়া গুলো দেখতে ঠিক এরকম। অ্যালোভেরিয়া উপরে নিল অংশ ফেলে দেওয়ার পর ভিতরে সাদা জেলির মতন বের হয় মূলত এগুলোই আমার লাগবে। তাই মাঝখান থেকে চিরে নিয়ে একটি চামুচ এর সাহায্যে এই জেলিগুলো আমি উঠিয়ে নিয়েছি।

শুকনো মেহেদির গুঁড়ো।

মেহেদির পাতা ও অ্যালোভেরিয়া একসাথে করে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। তারপর আগে থেকে বানিয়ে রেখেছিলাম মেহেদি পাতার শুকনা গুঁড়া সেগুলো ও বাটা মেহেদী একসাথে করে খুব সুন্দর করে মিক্স করে পেস্টের মত করেছি। যাতে করে আমি খুব সহজেই এগুলো মাথায় লাগাতে পারি। খুব বেশি নরম করলে পড়ে যাবে আবার খুব বেশি শক্ত হলে মাথায় দাঁড়াবে না তাই মিডিয়াম পন্থায় পেস্ট বানিয়েছি।

পেস্ট তৈরি করা হয়ে গেলে এরপর আমি হাতে প্লাস্টিকের হাত মোজা পড়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সিং করেছি এরপর আয়নার সামনে দাঁড়িয়ে খুব ভালো করে মাথার সমস্ত সাইটে এভাবে পুরোপুরি লেপে দিয়েছি।

মেহেদী মাথায় লাগানো হয়ে গেলে এরপর আমি অপেক্ষা করছি দুই থেকে তিন ঘন্টা যাতে করে ভালো করে শুকিয়ে যাই মেহেদী গুলো।

  • মেহেদির পাতা লাগিয়ে আমি কি কি উপকার পাই।

১/ আমার চুল পড়া বন্ধ হয়ে যায়।
২/ মাথায় দুই একটি পাকা চুল সেগুলো লাল হয়ে যায়।
৩/ কালো চুল গুলো আরো কালো হয়ে ওঠে।
৪/ চুলের গোড়া শক্ত ও মজবুত হয়।
৫/ মাথায় খুশকি হওয়া বন্ধ হয়।

তো বন্ধুরা এই ছিল মেহেদী পাতা লাগানোর কিছু উপকার যেগুলো আমি এর আগে পেয়েছি এবং এখনো পর্যন্ত উপকার পাচ্ছি। কোন কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে আমি এভাবেই চুলের যত্ন নিয়ে থাকি মাঝেমধ্যে । আর সেগুলোই আপনাদের মাঝে উপস্থাপনা করছি । কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি ।সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Posted using SteemMobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি নিজের ত্বক ও চুলের প্রতি অনেক যত্নশীল, এর আগে কোন একটা পোস্টে আপনি ত্বকের যত্ন নিয়ে কথা বলেছিলেন।।। আর যেহেতু সামনে বিয়ের সময়ে ঘনিয়ে আসছে এখনতো যত্ন একটু বেশি নিতে হয়।।

আর হ্যাঁ মাথার চুলের যত্ন নেওয়া উচিত তা না হয় অনেক সময় আমাদের চুল পড়া সমস্যা বেড়ে যায়।।

  ·  19 days ago (edited)

চুল, মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। চুল থাকতে চুলের মর্ম দিতে হয় । যার মাথায় চুল নেই সে চুল না থাকার অভাবটা খুব ভালো ভাবে বুঝতে পারে।

আমরা চুলে সাধারণ শ্যাম্পু দিয়ে থাকি তবে প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিলে সেটা বেশি কার্যকরী হয়ে থাকে। আজ আপনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলের যত্ন নিয়েছেন।অ্যালোভেরা চুলের জন্য খুব উপকারী। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

শুকনো মেয়েদের গুঁড়ো।

@mdsahin111 কোন দোকানে পাওয়া যায়, দয়া করে জানাবেন, আমি কখনও শুনিনি!

অ্যালোভেরিয়া

আপনি বোধহয় aloe vera যাকে বাংলায় বলে ঘৃতকুমারী তার কথা বোঝাতে চেয়েছেন!
মুশকিল হলো, একটা লেখা শুধু লিখতে হবে বলে দায়সারা গোছের ভয়েসে টাইপের নমুনা ছাড়া আর কিছু নয় এগুলো!

এক্ টাকা দিলেও তো দেয় এই প্ল্যাটফর্ম! কাজেই, নিজের বিষয় ভাগ করে নেবার পরে, যখন সময় পাওয়া যায় একবার নিজে কি লিখেছি পড়াটা, নিজের নিজের দায়িত্বের মধ্যে বর্তায়!

আসলে, বড্ডো সহজলভ্য হয়ে গেলে, আর বেশি বুঝে গেলেই মুশকিল!
যারা সবসময় শিখতে ভালবাসেন, তাদের মনে ভয় কাজ করে যেকোনো কাজ করবার আগে, যতই বিষয় সম্পর্কে জ্ঞান থাকুক না কেনো!

তাদের মধ্যে সেই শেখার প্রয়োজন, তাগিদ কখনও ফুরিয়ে যায় না;
আর নিজেদের যারা একবার বিশেষজ্ঞ মনে করে নেন, তাদের, না কখনও কিছু শেখানো সম্ভব, আর না বলেও কোনো কাজ হয়।
উপরিউক্ত বিষয়গুলো তারই নিদর্শন!

ভুল স্বীকার করা অসন্মানের নাই ।এত বড় ভুলের জন্য ক্ষমা প্রার্থী, বানান ভুলের কারণে শব্দ পরিবর্তন হয়ে গেলে লেখা পড়তে আসলেই অনেক খারাপ লাগে পরবর্তীতে বিষয়টা আরো সতর্কতার সাথে দেখব।

মৃত্যুর আগ পর্যন্ত শিখে যেতে হবে তাই নিজেকে জ্ঞানী মনে করি না। দিদি,আপনার কমেন্ট পেলে আমি অনেক খুশি হই রাগ করি না।

যদিও জানতাম মেহেদির পাতা থেকে চুলের অনেক যত্ন বা উপকার পাওয়া যায় তারপরও আমি এভাবে কোনদিন চুলের যত্ন নিতে পারি নাই ৷

তবে আপনার আজকে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়া টা অসাধারণ লাগলো খুব সহজে কোন খরচ ছারাই বলা যায় চুলের যত্ন নিলেন ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ঠিক তাই দাদাভাই কোন খরচ ছাড়াই একটু সময় ব্যয় করেই চুলের যত্ন নিয়েছি। চুল মানুষের সৌন্দর্যের প্রতি যার মাথায় চুল নাই সেই জানে কত কষ্ট।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।