মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানিতে আয়োজন দুপুরের খাবার।

in hive-120823 •  3 months ago 

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে ও খুব সকাল সকাল লিখতে বসেছি মালয়েশিয়াতে এখন ঘড়ির কাঁটা বাজে 9:30 মিনিট। যাইহোক কালকে আপনাদের বলেছিলাম যে আমাদের কোম্পানিতে দুপুরের খাবার আয়োজন করেছে আর সেখানেই কিছু সময় ব্যস্ত ছিলাম তবে আজ সেই খাবারের তালিকা সহ সুন্দর মুহূর্ত গুলো আপনাদের কাছে উপস্থাপনা করব।

IMG_20240925_142741.jpg

শুভ জন্মদিন,

আমাদের কোম্পানিতে আপনারা জানেন যে। যে কোন অনুষ্ঠান হলেই ওই মাসে যাদের জন্মদিন থাকে একই সাথে জন্মদিন পালন করা হয় তবে অন্যান্য মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বন্ধুরাই জন্মগ্রহণ করেছে। এই মাসে নয় জনের জন্মদিন ছিল একই সাথে উদযাপন করেছি । এরপর একে একে সবার জন্ম তারিখ ও শেয়ার করছে ।কারোর হয়তোবা দুইদিন পরে কারোর হয়তোবা দশ দিন আগে হয়ে গিয়েছে এভাবেই একে একে সবাই আমাদের কাছে শেয়ার করছে তাদের জন্ম তারিখ। আনন্দের সাথে আমরা সবাইকে শুভেচ্ছা জানালাম শুভ জন্মদিন সকল বন্ধু।

IMG_20240924_122149.jpg

IMG_20240924_115815.jpg

মালয়েশিয়ার ৬৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরের খাবার আয়োজন তবে এর আগেই কিছু কুইজ প্রতিযোগিতা করছে ।যেটা আমি এর আগে কখনোই শুনি নাই এটা শুধুমাত্র মালয়েশিয়ানদের জন্য যারা মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেছে মালয়েশিয়া স্কুলে পড়াশোনা করছে। তাদের জন্য
যাই হোক কুইজ গুলো ঠিক এমন ছিল, মালয়েশিয়া এবার কততম স্বাধীনতা দিবস, মালয়েশিয়ার কোন ডিসটিক সর্বপ্রথম স্বাধীনতা অর্জন করেছে, মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর নাম কি এভাবেই কুইজ গুলো সাজিয়েছে একে একে সবাই এই কুইজ উত্তর দিয়েছে।
IMG_20240924_115755.jpg

তবে আনন্দ বিষয় এটা যে এই প্রশ্নের উত্তরগুলো যারা দিতে পারবে না তাদেরকে এই হল রুম থেকে বাইরে চলে যেতে হবে তবে সবাই এ সাধারণ প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবেই দিয়েছে দুই একজনের ভুল হলেও তখন অনেক আনন্দ হয়েছে।

IMG_20240924_122403.jpg

নতুনদের জন্য স্বাগতম কেক,

এই মাসে আমাদের কোম্পানিতে আরও তিনজন অফিস স্টাফ যোগ করেছে । তাদেরকে ওয়েলকাম জানানো হলো কেক কাটার মধ্য দিয়ে। নতুন বন্ধুরা সবাই তাদের পরিচয় দিল কে কোন ডিপার্টমেন্টে কাজ করবে সেটাও জানিয়ে দিয়েছে আমাদের বস।

IMG_20240924_115810.jpg

দুপুরের খাবারের মেনু,

IMG_20240924_115653.jpg

টেবিল ভর্তি খাবারের আয়োজন কতগুলো খাবারের নাম বলবো বুঝতে পারছি না তবে সংক্ষিপ্ত আকারে নাম গুলো আপনাদের কাছে শেয়ার করছি,
১/ তিন ধরনের কেক
২/ মুরগির মাংস ভাজি অর্থাৎ kfc
৩/ ছাগলের মাংস
৪/ বিভিন্ন সব্জির একটি আইটেম ছিল।
৫/ রান্না করা মুরগির মাংস
৬/ সাদা ভাত।
৭/ পিঠা

IMG_20240924_115838.jpg

IMG_20240924_115723.jpg

IMG_20240924_115708.jpg

এর সাথে আরো ছিল পাপড় ভাজা ও দুই আইটেমের ফল তরমুজ ও মাল্টা। তো বন্ধুরা এই ছিল কোম্পানিতে আয়োজিত দুপুরের খাবারের আইটেম। যাক অনেক আনন্দের সাথে সবাই খাওয়া-দাওয়া শেষ করে ,খাবার আরও বেঁচে গিয়েছিল সেগুলো ফেলে না দিয়ে তারপর সেগুলো প্যাকিং করে সবাই বাসায় নিয়ে গিয়েছি। আজ রাতে আর রান্না করতে হবে না এগুলো দেই চলে যাবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

👋 I am @xpilar, fully committed to driving the growth and innovation of the STEEM ecosystem. Through the development of BotSteem and the World of xpilar community, now with over 25,000 members, we reward content creators with $2000 every day and continuously push the boundaries with new tools, bots, and automations. Your support is crucial in this journey! Please take a moment to visit the witness voting page and cast your vote for xpilar.witness. Together, we can strengthen STEEM and build a brighter future for all. 💪

If you wish to stop receiving further comments from me, please reply with stop.

Note: This comment is made under the promotion of @xpilar.witness witness campaign and is followed by automatic curation of this post from @xpilar.witness and @steem.botto.

Please also feel free to visit my profile: @xpilar to stay connected and learn more about my journey.

Loading...