শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। ফুটবল একটি জনপ্রিয় খেলা এই খেলাটি ছেলে-মেয়ে ওভাই অনেক পছন্দ করে ফুটবল ।
ফুটবল খেলা দেখতে যতটা সহজ ততটাই কঠিন। ফুটবল খেলা অনেক বড় মাঠে হলেও মিনি ফুটবল খেলা একটি আবদ্ধ ঘরের ভেতরেই ফেলা হয় মিনি ফুটবল খেলার কিছু নিয়ম রয়েছে যা সাধারণ ফুটবল খেলা চাইতে কিছুটা ভিন্ন।
বিজয় টিম। |
---|
মিনি ফুটবল খেলার বল কিছুটা ভারী হয় খেলার মাঠ তুলনামূলকভাবে অনেক ছোট। গোল কিপার হাত দিয়ে বল স্পষ্ট করতে পারবেনা পা দিয়ে স্পর্শ করতে হবে। বল দাগের বাইরে গেলে হাত দিয়ে আউট করতে পারবেনা পা দিয়ে আউট করতে হবে। হ্যান্ডবল হলে বল দাগের কাছে নিয়ে তারপর পা দিয়ে মারতে হবে এটাই হলো কিছুটা ভিন্ন। ও আরেকটা কথা যদি এই খেলাই দুই দল সমান সমান গোল করে আর যদি টাইব্রিকার হয় তাহলে জায়গায় দাঁড়িয়ে বল মারতে হবে দৌড়ে এসে বল মারার কোন সুযোগ নাই।
এই হলো মিনি ফুটবল খেলার কিছুটা ভিন্ন নিয়ম তবে এই খেলাটি ছেলে-মেয়ে ওভাই খুব সহজেই করতে পারে গত বৃহস্পতিবার সাপ্তাহিক খেলার দিন ছিল আমাদের তাই আমরা তিনটা টিম একত্র হয়ে খেলা করতে যাই আমাদের টিমের লোক সংখ্যা ও টিমের নাম নিচে উল্লেখ করা হলো।
teams:
- Nitrogen দল পোশাক পরিধান করবে shirt 🔵 রঙ্গের।
- Izzat
- Qayyim Azim
- Suthaneswaran
- Alif
- Yasmine
- Hezree Hilman
- Argon দল পোশাক পরিধান করবে shirt 🟢 রঙ্গের।
- Naven
- Iqhbal
- Mofijul
- Sam
- Nick
- Richard Karam
- Kelvin
- Oxygen দল পোশাক পরিধান করবে shirt ⚫ রঙ্গের।
- Thayalan
- Mus
- Sahin
- Solehan
- Anuar
- Bindu
- Nazirah
প্রতিটা দলে ৬ জন করে প্লেয়ার এখানে ছেলে-মেয়ে উভয় রয়েছে প্রতিটি দলেই দুই-একজন করে মেয়ে ভাগ করে দেয়া হয়েছে। তিনজন অনুপস্থিত থাকার কারণে প্রতিটা দলে ৫ জন করে খেলছে। আমরা সবাই একই কোম্পানিতে জব করি সপ্তাহে একটি দিন খেলার মধ্য দিয়ে আনন্দের সাথে সময় অতিবাহিত করি।
কাজের বাইরেও টিম ওয়ার্ক খুবই জরুরী একটা খেলায় যেমন একে অপরের সাহায্যে একটি দল এগিয়ে যাই ঠিক একই ভাবে একটি কোম্পানি প্রতিটা মানুষের নিজ নিজ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে কোম্পানি উন্নতি হয়। খেলা মানেই যে বিনোদন এটা কিন্তু নাই প্রতিটা খেলার মধ্য দিয়েই সম্পর্কগুলো আরো বেশি মজবুত হয় পারস্পরিকভাবে আরো বেশি তার বিষয়ে জানতে পারি।
খেলার মধ্য দিয়ে শারীরিক এক্সারসাইজ থেকে শুরু করে মানসিক এবং আনন্দদায়ক কিছু সময় অবিবাহিত করা যায়। সারাক্ষণ কাজ ও চিন্তার মধ্যে থাকা ব্যক্তিরাও যেকোনো খেলা করতে পছন্দ করে। বিশেষ করে আমি নিজেই হাজারো কাজ ও চিন্তা থাকলেও খেলা সামনে থাকলে সবকিছু ভুলেই খেলাই মনোযোগ দিয়ে থাকি।
সেরা খেলোয়াড়ের পুরস্কার।
আধুনিক এই প্রযুক্তির যুগে মোবাইল ডিভাইসের আসক্ত থেকে বেরিয়ে এসে শারীরিক এক্সারসাইজ হয় এমন কোন খেলা করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি নিজে একটা ফিল করতে পারি আমি যখন বাড়িতে ছিলাম তখন প্রতিদিন বিকেলবেলা খেলা করতাম কিন্তু মালয়েশিয়াতে আসার পর এটা হয়ে ওঠেনা তবে মাঝেমধ্যে কোম্পানির এমন প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং সেগুলো আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করি।
বিজয় টিমের কাপ নিয়ে উঠানো আমার ছবি |
---|
তো বন্ধুরা ফুটবল খেলার আনন্দময় মুহূর্তগুলো আপনাদের কাছে উপস্থাপনা করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগলো কাজ করছে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।