শুভ বিকাল,
নতুন বছর পড়তে আর ১০ থেকে ১১ দিন বাকি রয়েছে তারপর আমরা কেউ ২০২৪ সাল লিখবো না। নতুন বছরের সবাই নতুন সংখ্যা লিখবো। আমাদের মাঝ থেকে আরো একটা বছর ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না কিভাবে বারোটি মাস অতিবাহিত করছি সময় অতি দ্রুত বয়ে চলছে কারো জন্য থেমে নাই সময় তার গতিতেই অটাল রয়েছে।
যাইহোক ১৯ তারিখ সারাদিন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোভাবেই কেটেছে সকালে ঘুম থেকে উঠে ফরজের নামাজ আদায় করে এরপর দুধ , চিয়া বীজ, দুইটা খেজুর ভিজিয়ে দিলাম। আজকে আর ছোলা বাদাম ভিজেয়ে রাখি নাই। তাই সকাল বেলা একটু তাড়াহুড়া করেই বানিয়ে ফেললাম পুষ্টিকর এই শরবত। এই শরবতটা প্রতিদিন খেতে পারলে আরো ভালো হয় তবে মাঝেমধ্যে সময়ের অভাবে বানাতে পারিনা যেদিন খুব সকাল সকাল ঘুম ভাঙ্গে সেই দিন এগুলো বানায়।
যাই হোক সকালে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে আজকে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না । তাই দ্রুতই কোম্পানিতে এসে পৌঁছেছি আটটা দশ মিনিট হইতে কাজ শুরু করছি আজকে অনেকটাই কাজের চাপ সকাল থেকে বসার কোন সময় মিলে নাই সাড়ে দশটার সময় বিশ্রাম করতে বসেছি।
দুপুরবেলা
প্রতিদিনের মতো আজও দুপুর ১২:১০ মিনিটে খাওয়া-দাওয়া শেষ করে এবার আধা ঘন্টা মতো বিশ্রাম করেছিল। সকাল থেকেই অনেকগুলো টেংকি বের হয়েছে তাই খোলা আকাশের নিচে ৩২° ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হচ্ছে বাংলাদেশে প্রচন্ড ঠান্ডা পড়লেও মালয়েশিয়াতে আমরা গরমের জ্যাকেট পরছি যাতে করে ভিতর টা ঠান্ডা থাকে।
আজকে আবার তিনটার পর থেকেই সেফটি মিটিং রয়েছে। তিনটার সময় জোহরের নামাজ আদায় করে তারপর আমরা সবাই অফিসে মিটিংয়ে অংশগ্রহণ করলাম। প্রত্যেক মাসের ১৯ তারিখ অথবা ২০ তারিখে আমাদের সেফটি মিটিং হয় আর এই মিটিংয়ে সেফটি সংক্রান্ত অনেক বিষয় তুলে ধরে যেমন উপরে কাজ করার সময় অবশ্যই সেফটি হেন্নাস ব্যবহার করতেই হবে তা না হলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বিকাল বেলা
বিকাল ৪:৩০ মিনিটে ক্রেনের সাহায্যে এই পুরাতন বিমটা আমরা উপরে উঠাচ্ছি এটার ওপরে গাছ হয়ে গিয়েছে জিনিসটা কয়েক বছর ধরে ফেলানো রয়েছে আশেপাশে জায়গাটা অনেকটাই অপরিষ্কার তাই এটা পরিষ্কার করার জন্য জায়গাটা আগে ফাকা করতে হবে ৩-৪ জন মিলে অনেক কষ্ট করে এই জিনিসটা উপরে তুলেছি।
বিকাল ৫ঃ৩০ মিনিটে দিখে আকাশ মেঘলা হয়ে এসেছে মনে হচ্ছে যে বাড়িতে যাওয়ার আগেই বৃষ্টি নামতে পারে সারাদিন রোদ গরমের ভিতরে কাজ করলেও সন্ধ্যার পরপরই বৃষ্টি নামাজ শুরু করলো। এটাই হলো মালয়েশিয়ার শান্তি বৃষ্টি কার কেমন ভালো লাগে সেটা জানিনা তবে আমার কাছে অনেক ভালো লাগে।
সন্ধ্যা বেলা
সন্ধ্যা সাতটায় ডিউটি ছেড়ে দিয়ে বাসায় গিয়ে অজু করে মাগরিবের নামাজ আদায় করে নিলাম তারপর অনলাইনে দুইদিন আগে খাট ও ড্রেসিং টেবিল অর্ডার দিয়েছিলাম সেগুলো কবে আসবে জিজ্ঞাসা করার জন্য যাদের কাছ থেকে এই দুইটা জিনিস কিনছি তাদের কাছে ফোন দেই ফোন দিয়ে জিজ্ঞাসা করি তারপর তারা বলল যে আপনাদের ওই লাইনে আরো দুইটা জিনিস যাবে দুই দিনের ভিতরেই ইনশাল্লাহ আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছাবে।
নিচের দুইটা ছবি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড দিয়েছি।
আমি কোন সময় এর আগে অনলাইনে বাড়ির আসবাব পত্র কিনে নাই এই প্রথম কিনছি জানিনা কেমন হবে তবে তারা বলছে ৩০ বছরের গ্যারান্টি।
যাইহোক আজকে আর রান্না করতে হয় নাই কেননা কালকে ক্রিসমাস উপলক্ষে কোম্পানি খেতে দেবে।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
তো বন্ধুরা এভাবে আমার একটি দিন অতিবাহিত হয়েছে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
আপনি ঠিকই বলেছেন ভাই সময় কেউর জন্য অপেক্ষা করে না। সময় তার নিজের গতিতে চলে, আমরা কাজে খুবই ব্যস্ত থাকি,এই জন্য বুঝতেই পারি না যে একটি বছর কিভাবে আমাদের কাছ থেকে চলে গেল। আপনার পোস্টটি পরে একটা বিষয় জানতে পারলাম।
আমার কাছে মনে হইল উপরে যে কথাগুলো আপনি লিখেছেন সত্যি কথার মাঝে লুকানো অনেক কষ্ট ছিল। কেননা প্রবাসে আপনারা যে কষ্ট করেন, পরিবারের জন্যই সত্যিই অকল্পনীয়। আমি ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit