বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুভ সকাল
নতুন মাস পড়ার আগে থেকেই যেন মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। কোনরকম ভালো হচ্ছে না ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় যেখানেই প্রবেশ করি সেখানেই মারামারি দাঙ্গা ফাচাদ এগুলোই চোখে পড়েছে। কোন মতেই মন ভালো হচ্ছে না। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক না থাকতেই পারে তবে প্রতিনিয়তই ঝগড়া মারামারি অসম্মান আমার মনে হয় এতে আমাদের দুইটা পরিবারেই সম্মান নষ্ট হচ্ছে। যত সম্ভব এটা থেকে মুক্তির উপায় খুঁজে বের করা খুবই জরুরী আমি মনে করি।
যাই হোক প্রতিদিনের মতো আজও খুব সকাল সকাল ঘুম ভাঙলো কয়েকদিন ধরে একাধারে বৃষ্টি হচ্ছে তাই রাতে অনেকটাই ঠান্ডা পড়ে। শেষ রাতে অতিরিক্ত ঠান্ডার কারণে ঘুম ভেঙে গিয়েছিল শেষ রাতে উঠে দেখি গায়ের কাতা আর গায়ে নাই নিচে পড়ে রয়েছে। ঘুম থেকে উঠে ফরজের নামাজ আদায় করে এরপর কিছু সময় বসে রইলাম।
ডিউটিতে আসার জন্য ভাত তরকারি গরম করে টিফিন ক্যারিয়ারে ভরে তারপর পাঁচতলা থেকে নিচে নেমে পড়লাম। খুব সকালে আবহাওয়া টা অনেকটাই নিঝুম ছিল আমাদের মিনিবাস টা এখনো এসে পৌঁছায় নাই তাই বসে রয়েছি। হঠাৎ উড়োজাহাজের আওয়াজ মাথা উঁচু করে দেখি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে।
প্রতিদিনের মতো আজও কোম্পানিতে এসে বিস্কুট ও কফি দিয়ে সকালের নাস্তা করেছি তারপর সকাল আটটা থেকে কাজ শুরু করছি। আজকে অনেকটাই পরিশ্রমের কাজ সকাল থেকেই করা শুরু করছি।
দুপুরবেলা
প্রতিদিনের মতো দুপুর বারোটায় খাওয়া দাওয়া করে আধা ঘন্টা বিশ্রাম নিয়েছি এরপর একটা থেকে আবারো কাজ শুরু করেছি। হঠাৎ আমাদের সুপারভাইজার ডেকে বলল যে মেটিং রয়েছে সবাই ক্যান্টিনে চলে আসো তারপর আমরা সবাই ক্যান্টিনে উপস্থিত হয়েছি।
মূলত বছরের শেষে কে পি আই পূরণ করার জন্য এই মিটিং ডাকা হয়েছে। আমাদের ভিতরে দুইজনকে যেকোন বিষয়ের উপরে পাঁচ মিনিট বক্তব্য দিতে হবে। আমিও আমার আর একটি বন্ধু মিলে দুজনেই পাঁচ মিনিট করে ১০ মিনিট বক্তব্য দিয়েছি। আমার টপিক ছিল সেফটি ও পেন্টিং বিষয় নিয়ে।
বিকাল বেলা
আজকে আবার পাঁচটা পর্যন্ত ডিউটি কেননা আজকে অফিসের ভিতরে পাঁচটার পর থেকে নাকি গেম খেলা করবে। আমি নিজেই জানতাম না কি গেম খেলবে। রিমোট দিয়ে বড় স্ক্রিনে গাড়ি চালাতে হবে দুইজন একসাথে প্রতিযোগিতা করছে তার পাশাপাশি এই কাঠের টুকরাগুলো সাজিয়ে মধ্যখান থেকে একটি একটি করে বের করতে হবে যাই হোক এক ঘণ্টার মতো সেখানেই গেম খেলে সময় কাটিয়েছি।
অবশ্য এই দুইটা ছবি আমার বন্ধুর ফোন থেকে নিয়েছি কেননা আমার ফোনে চার্জ ছিল না তাই আর ছবি উঠাতে পারি নাই
খেলাধুলা শেষ করে বাসায় যাওয়ার সময় দেখতে পেলাম যে আমাদের কোম্পানিতে লাগানো নাম অজানা এই ফল পেটে লাল হয়ে গিয়েছে তবে এখনো খাওয়ার উপযুক্ত হই নাই দুই এক দিন গেলে খাওয়া যাবে সবাই বলছে। তাই আমি আর উঠাই নাই।
অনেকদিন যাবত এই গেছে কোন ফল আসে নাই তবে আমি প্রতিনিয়তই এই গাছের যত্ন নেয় এখন ফল ধরেছে সকালে যখন পুরুষ ফুল ও মহিলা ফুল ফোটে তখন এগুলোকে একে অপরের স্পর্শ করতে হয় যেহেতু মৌমাছি নাই তাই এই গাছে ফুল ধরে কিন্তু ফল হয় না আমি এই পদ্ধতি অবলম্বন করে ফল ধরেছে।
সন্ধ্যাবেলা
সন্ধ্যা সাতটা দশ মিনিকে মাগরিবের নামাজ আদায় করে এরপর রান্না শেষ করে বাড়িতে কিছু সময় কথা বলছি। আধা ঘন্টার মত কথা বলে এরপর লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম। লেখা শেষ করতে করতে অনেকটা রাত হয়ে যায় এরপর খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ছি।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
তো বন্ধুরা এসেছিল আমার একটি দিনের কার্যক্রম আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ সবার মঙ্গল করুন।