শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার একটি দিনের কার্যক্রম। নভেম্বর মাস পড়তে না পড়তেই আজ মাসের 5 তারিখ আবারো একটি নতুন বছর আমাদের মাঝে চলে আসছে আর মাত্র কিছুদিন পরেই। রবিবার ছুটি কাটিয়ে সোমবারে কাজে যেতে অনেক টাই অলসতা লাগে।
জীবনে বেঁচে থাকতে হলে নিত্যদিনের যে কাজ সেগুলো আমাদের করতেই হবে যাই হোক আজ ও সকালে ঘুম ভাঙলো অ্যালনের শব্দে ছয়টা ত্রিশ মিনিটে। তারপর ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করে অজু করে ফেলেছে ফরজের নামাজ আদায় করে নিলাম।
ডিউটিতে আসার সময় আজ রাস্তায় কতটা জ্যাম ছিল না কেননা এখনো দীপাবলীর ছুটি শেষ হয় নাই সকাল সাতটা ৫০ মিনিটে কোম্পানিতে এসে পৌঁছেছি । তারপর শুনলাম আজকে টুল বক্স রয়েছে অর্থাৎ সকালের সেফটি মিটিং সকাল সকাল অনেকই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারি নাই ।কেননা অফিস স্টাফ নয়টার পর থেকেই কাজে আসে আমাদের কাজ আটটা থেকে। মিটিং এর ভিতরে আজকে কিছু নতুন নিয়ম কানুন সম্পর্কে অবগত করলেন।
বেলা দশটা নাগাদ আমাদের নতুন ক্যান্টিনে দুই বক্স বিস্কুট দিয়েছে সাথে তিন প্যাকেট কপি সকালের নাস্তা এখন থেকে বিস্কুট দিয়েই সেরে নিতে পারবো কি আনন্দ। এগুলো দিয়েছে ১০ জনকে এক মাস খাওয়ার জন্য।
দুপুরবেলা
দুই দিন ধরে বিকাল তিনটা বাজলেই বৃষ্টি শুরু হয় সকালে আকাশ ফর্সা থাকলেও বিকালে বৃষ্টির জন্য বাহিরে কাজ করা যায় না । তাই সকাল থেকেই বাহিরে কাজগুলো একটু দ্রুতই সেরে নিচ্ছি। কাজ কিভাবে দ্রুত করব গরম ও রোদের তীব্রতা প্রচন্ড পরিমাণ। দুপুর দুইটা ৪০ মিনিটে জোহরের নামাজ আদায় করে তারপর পনেরো মিনিট মতো রেস্ট করেছি। ১৫ মিনিট পর থেকে আবারো বাহিরে কাজ করা শুরু করছি।
বিকাল বেলা
বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে আবহাওয়া অনেকটাই নরম হয়ে এসেছে সাদা মেঘের মাঝে মাঝে কালো মেঘ উড়ে বেড়াচ্ছে । কালো মেঘ গুলো এক জায়গায় হলেই বৃষ্টি শুরু হবে বলতে না বলতেই পাঁচটা দশ মিনিট থেকেই বৃষ্টি শুরু হয় আর তারপর থেকেই বাইরে কাজ বন্ধ হয়ে যায়।
সন্ধ্যাবেলা
সন্ধ্যা সাতটায় বাসায় আসার সময় আমার মালয়েশিয়ান একটি বন্ধু সে দুই দিন আগে গিয়েছিল তার গ্রামের বাড়িতে আর সেখান থেকে নিয়ে এসেছে আমাদের জন্য এই বড় একটি কলা এর আগে আমি কখনোই এত বড় কলা দেখি নাই। কলাটা হাতে নিয়ে মাপ দিচ্ছিলাম কিন্তু আমি কোন ভাবেই হাতের ভিতরে আনতে পারি নাই ছবিতে কতটুকু দেখতে পাচ্ছেন সেটা বুঝতে পারছি না তবে বাস্তবে এই কলার ওজন প্রায় ১ কেজি।
আমি জিজ্ঞাসা করছিলাম যে একটা গাছে কতটা কলা ধরে সেই বন্ধু উত্তর দিল যে একটি গাছে এই কলা সর্বোচ্চ আট টা ধরে। যাই হোক কলা বাসায় নিয়ে গিয়ে আমার মামা ও নেপালি আরেকজন বন্ধু মিলে খেলাম কিন্তু অন্য কালার তুলুনাই এই কলা অনেকটাই শক্ত ভিতরের অংশ । তবে বাইরের অংশ সাধারণ কলার মত ।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
আলহামদুলিল্লাহ নতুন মাসের আরো একটি দিন খুব ভালোভাবেই অতিবাহিত হল । আর সেগুলো আপনাদের কাছে পর্যায়ক্রমে শেয়ার করছি লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি । আল্লাহ সবার মঙ্গল করুন।
সপ্তাহে ছুটির পরের দিন কাজে একজনই মন লাগে না। কিন্তু কি আর করা যাবে কাজ না করলে তো উপায় নেই। জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের তো কাজ করতেই হবে। যারা বিদেশে কাজ করেন তাদের ক্ষেত্রে হয়তো এরকমটাই হয়। তবে কাজের ফাঁকে সঠিক টাইমে খাবার খেয়ে নেয় এটাই অনেক ভালো। এই সময়ও আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে যাইহোক আমাদের এখানেও বৃষ্টি কিছুদিন আগে হয়ে গেছে ।আবারো বৃষ্টি হওয়ার কথা আছে। বৃষ্টির সময় ক্যান্টিনে এসে বিশ্রাম করেছেন। যাইহোক সারাদিনটি খুব ভালো হবেই অতিবাহিত করেছেন। আপনার সুন্দর পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলছেন যারা দেশের বাইরে কাজ করে তারা একটি নিয়ম কানুনের ভিতরেই থাকে সঠিক সময়ে খাওয়া দাওয়া আগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি খুব সুন্দর ভাবে পরিদর্শন করে যথাযথ একটি কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা প্রতিটি মানুষ জীবনকে সুন্দরভাবে করার জন্য কর্ম খুজে থাকি আর যখন কর্ম পায় কর্ম কে সম্মান জানিয়ে প্রতিনিয়ত কাজ করতে থাকি।। জেনে ভালো লাগলো এখন থেকে সকালে বিস্কুট খেয়ে সকালের নাস্তা করে নেবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সকালে একটুও ভালো লাগেনা ছয়টার সময় ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় আর অত সকালে ভালো লাগেনা বিস্কুট আশাতেই অনেকটাই ভালো হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ে আমার মনের মত একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit