Better Life With Steem || The Diary game || 04 November 2024 ||

in hive-120823 •  13 days ago 

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার একটি দিনের কার্যক্রম। নভেম্বর মাস পড়তে না পড়তেই আজ মাসের 5 তারিখ আবারো একটি নতুন বছর আমাদের মাঝে চলে আসছে আর মাত্র কিছুদিন পরেই‌। রবিবার ছুটি কাটিয়ে সোমবারে কাজে যেতে অনেক টাই অলসতা লাগে।

IMG_20241104_185204.jpg

জীবনে বেঁচে থাকতে হলে নিত্যদিনের যে কাজ সেগুলো আমাদের করতেই হবে যাই হোক আজ ও সকালে ঘুম ভাঙলো অ্যালনের শব্দে ছয়টা ত্রিশ মিনিটে। তারপর ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করে অজু করে ফেলেছে ফরজের নামাজ আদায় করে নিলাম।

IMG_20241104_082159.jpg

ডিউটিতে আসার সময় আজ রাস্তায় কতটা জ্যাম ছিল না কেননা এখনো দীপাবলীর ছুটি শেষ হয় নাই সকাল সাতটা ৫০ মিনিটে কোম্পানিতে এসে পৌঁছেছি । তারপর শুনলাম আজকে টুল বক্স রয়েছে অর্থাৎ সকালের সেফটি মিটিং সকাল সকাল অনেকই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারি নাই ।কেননা অফিস স্টাফ নয়টার পর থেকেই কাজে আসে আমাদের কাজ আটটা থেকে। মিটিং এর ভিতরে আজকে কিছু নতুন নিয়ম কানুন সম্পর্কে অবগত করলেন।

IMG_20241104_185521.jpg

বেলা দশটা নাগাদ আমাদের নতুন ক্যান্টিনে দুই বক্স বিস্কুট দিয়েছে সাথে তিন প্যাকেট কপি সকালের নাস্তা এখন থেকে বিস্কুট দিয়েই সেরে নিতে পারবো কি আনন্দ। এগুলো দিয়েছে ১০ জনকে এক মাস খাওয়ার জন্য।

দুপুরবেলা

IMG_20241104_120246.jpg

বিদেশের মাটিতে আর কিছু ভালো না লাগলেও নির্দিষ্ট সময়ে খেতে হয় এটা আমার কাছে অনেক ভালোলাগে। দেশে থাকতে যখন রাজমিস্ত্রি কাজ করছি তখন দুপুরের খাওয়ার কোন স্টেশন থাকত না। যে বাড়িতে যখন রান্না হতো তখন খাওয়া হতো। তবে মালয়েশিয়াতে আসার পর প্রায় একই টাইমে দুপুরের খাবার খেয়ে থাকি বারোটা দশ মিনিটে খাওয়া-দাওয়া শেষ করে আধা ঘন্টার মত রেস্ট নিয়েছি।

IMG_20241104_141205.jpg

IMG_20241104_141243.jpg

দুই দিন ধরে বিকাল তিনটা বাজলেই বৃষ্টি শুরু হয় সকালে আকাশ ফর্সা থাকলেও বিকালে বৃষ্টির জন্য বাহিরে কাজ করা যায় না । তাই সকাল থেকেই বাহিরে কাজগুলো একটু দ্রুতই সেরে নিচ্ছি। কাজ কিভাবে দ্রুত করব গরম ও রোদের তীব্রতা প্রচন্ড পরিমাণ। দুপুর দুইটা ৪০ মিনিটে জোহরের নামাজ আদায় করে তারপর পনেরো মিনিট মতো রেস্ট করেছি। ১৫ মিনিট পর থেকে আবারো বাহিরে কাজ করা শুরু করছি।

IMG_20241104_141142.jpg

বিকাল বেলা

বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে আবহাওয়া অনেকটাই নরম হয়ে এসেছে সাদা মেঘের মাঝে মাঝে কালো মেঘ উড়ে বেড়াচ্ছে । কালো মেঘ গুলো এক জায়গায় হলেই বৃষ্টি শুরু হবে বলতে না বলতেই পাঁচটা দশ মিনিট থেকেই বৃষ্টি শুরু হয় আর তারপর থেকেই বাইরে কাজ বন্ধ হয়ে যায়।
IMG_20241104_160357.jpg

IMG_20241104_150802.jpg

বৃষ্টির সময় ক্যান্টিনে এসে বসে কিছু সময় বিশ্রাম করি তারপর আবারও ভিতরে কাজ করতে শুরু করি আমার আর একজন বন্ধু সে কিছুটা সিমেন্ট বালি মাখিয়ে প্লাস্টার করছিল বৃষ্টি হওয়ার আগে তার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় বৃষ্টি হওয়ার পরপরই তাকে আবার সেগুলো ঢেকে দিতে হয় তা না হলে তার সারাদিনের কাজ বৃথা যাবে।

IMG_20241105_143752.jpg

সন্ধ্যাবেলা

সন্ধ্যা সাতটায় বাসায় আসার সময় আমার মালয়েশিয়ান একটি বন্ধু সে দুই দিন আগে গিয়েছিল তার গ্রামের বাড়িতে আর সেখান থেকে নিয়ে এসেছে আমাদের জন্য এই বড় একটি কলা এর আগে আমি কখনোই এত বড় কলা দেখি নাই। কলাটা হাতে নিয়ে মাপ দিচ্ছিলাম কিন্তু আমি কোন ভাবেই হাতের ভিতরে আনতে পারি নাই ছবিতে কতটুকু দেখতে পাচ্ছেন সেটা বুঝতে পারছি না তবে বাস্তবে এই কলার ওজন প্রায় ১ কেজি।

IMG_20241104_152808.jpg

আমি জিজ্ঞাসা করছিলাম যে একটা গাছে কতটা কলা ধরে সেই বন্ধু উত্তর দিল যে একটি গাছে এই কলা সর্বোচ্চ আট টা ধরে। যাই হোক কলা বাসায় নিয়ে গিয়ে আমার মামা ও নেপালি আরেকজন বন্ধু মিলে খেলাম কিন্তু অন্য কালার তুলুনাই এই কলা অনেকটাই শক্ত ভিতরের অংশ । তবে বাইরের অংশ সাধারণ কলার মত ।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed

আলহামদুলিল্লাহ নতুন মাসের আরো একটি দিন খুব ভালোভাবেই অতিবাহিত হল । আর সেগুলো আপনাদের কাছে পর্যায়ক্রমে শেয়ার করছি লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি । আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সপ্তাহে ছুটির পরের দিন কাজে একজনই মন লাগে না। কিন্তু কি আর করা যাবে কাজ না করলে তো উপায় নেই। জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের তো কাজ করতেই হবে। যারা বিদেশে কাজ করেন তাদের ক্ষেত্রে হয়তো এরকমটাই হয়। তবে কাজের ফাঁকে সঠিক টাইমে খাবার খেয়ে নেয় এটাই অনেক ভালো। এই সময়ও আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে যাইহোক আমাদের এখানেও বৃষ্টি কিছুদিন আগে হয়ে গেছে ।আবারো বৃষ্টি হওয়ার কথা আছে। বৃষ্টির সময় ক্যান্টিনে এসে বিশ্রাম করেছেন। যাইহোক সারাদিনটি খুব ভালো হবেই অতিবাহিত করেছেন। আপনার সুন্দর পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।

একদম ঠিক বলছেন যারা দেশের বাইরে কাজ করে তারা একটি নিয়ম কানুনের ভিতরেই থাকে সঠিক সময়ে খাওয়া দাওয়া আগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি খুব সুন্দর ভাবে পরিদর্শন করে যথাযথ একটি কমেন্ট করার জন্য।

আমরা প্রতিটি মানুষ জীবনকে সুন্দরভাবে করার জন্য কর্ম খুজে থাকি আর যখন কর্ম পায় কর্ম কে সম্মান জানিয়ে প্রতিনিয়ত কাজ করতে থাকি।। জেনে ভালো লাগলো এখন থেকে সকালে বিস্কুট খেয়ে সকালের নাস্তা করে নেবেন।।

ভাই সকালে একটুও ভালো লাগেনা ছয়টার সময় ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় আর অত সকালে ভালো লাগেনা বিস্কুট আশাতেই অনেকটাই ভালো হয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ে আমার মনের মত একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।