Better Life With Steem || The Diary game || 05 June 2024 ||

in hive-120823 •  8 months ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ গত দুই দিনের তুলনায় আজ সকাল থেকে শরীরটা অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ তবে সর্দি ও কাশি এখনো কম পড়ি নাই। গতকালকের এ গোসল না করে ডিউটিতে গিয়েছিলাম তবে আজকে শরীর ভালো থাকার কারণে সকালে ঘুম থেকে উঠে ফরজের নামাজ আদায় করে ফ্রেস হয়ে একটা পাকা কলা খেয়ে ডিউটি তে আসার জন্য বাস স্টানে বসে রইলাম।

IMG_20240605_140653.jpg

আজকে আমাদের মিনি বাসটি এখনো এসে পৌঁছায় নাই এজন্য সকালে কিছু সময় অপেক্ষা করছিলাম ১০ থেকে ১৫ মিনিট পর আমাদের মিনি বাসটি চলে আসলো এরপর আমরা বাসে উঠে আমাদের কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20240605_072628.jpg

কোম্পানিতে এসে কিছু সময় বসে ফেসবুক দেখছিলাম এরপর কয়েকটি খেজুর খেয়ে সকাল আটটা থেকে প্রতিদিনের মতো আজও কাজ শুরু করছি।

IMG_20240605_162604.jpg

আজকে আমাদের বাহিরে কাজ করতে হবে মূলত এই ট্যাংকেটি পরিষ্কার করতে হবে এত পরিমান লোহাই জং এসে গিয়েছে সেটা বলে বোঝানো যাবে না এই ট্যাংকি গুলো অনেক পুরাতন এক একটি ট্যাংকের বয়স 20 থেকে 25 বছর এখনো ভাড়া দিয়ে এগুলো থেকে ইনকাম হচ্ছে। কোম্পানি প্রতি বছরেই সার্ভিস করে বলে এখনো ভালো রয়েছে।

IMG_20240605_110513.jpg

দুপুর বেলা

প্রতিদিনের মতো আজও ব্যতিক্রম নয় বারোটা দশ মিনিটে খাওয়া-দাওয়া শেষ করে আধা ঘন্টা বিশ্রাম নিলাম। তারপর আবারো কাজ করতে শুরু করছি। শরীরটা এখনো যেহেতু পুরোপুরি ঠিক হয় নাই তাই একটু কাজ করছি আবার বিশ্রাম করছি এভাবেই চলছে।

IMG_20240605_164547.jpg

২ঃ২০ মিনিটে জোহরের নামাজ আদায় করতে যায় সেখানে গিয়ে দেখি মহিলারা নামাজ আদায় করছে তাই বাইরে আরও কিছু সময় অপেক্ষা করি আমাদের যেহেতু কোম্পানিতে একটি নামাজের ঘর সেহেতু আমাদের একটু সমস্যা হয় তবে মহিলারা সবসময় আগে নামাজ পড়ে চলে যায় তারপর আমরা নামাজ পড়ি।

বিকাল বেলা

আজ পাঁচটা পর্যন্ত ডিউটি তাই চিন্তা করলাম যে ডিউটি শেষ করে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে। আমার আম্মার জন্য কিছু ক্যালসিয়ামের ঔষধ এবং কিছু ভিটামিনের ঔষধ কিনতে হবে
IMG_20240605_190226.jpg
আমার বন্ধু কয়েকদিন পরেই একেবারেই দেশে যাবে আর তার কাছে আমি এ ঔষধ গুলো পাঠিয়ে দেব। আমার আম্মার মেরুদন্ডের হাড়ের সমস্যা তাই সবসময় ক্যালসিয়ামের ঔষধ খেতে হয় । মালয়েশিয়া থেকে এই প্রথম বার আম্মার জন্য ক্যালসিয়ামের ঔষধ কিনেছি সেই সাথে ভিটামিন সি ট্যাবলেট কিনছি।

IMG_20240605_173756.jpg

মার্কেটে গেলেই তো ঘুরতে মনে চাই আসলে এই মার্কেটটি অনেক বড় অনেক মানুষের সমাগম । এই মার্কেটে ঘুরে দেখতে প্রাই আধা ঘন্টার মত সময় লাগবে তবে অতটা সময় আমার হাতে নাই তাই ১৫ মিনিট মতো সেখানে ঘোরাঘুরি করি। তিন‌ তালা এই মার্কেটটি দোতলার উপরে উঠে নিচের তলার একটি খুব সুন্দর চিত্র তুলে ধরছি।

IMG_20240605_172947.jpg

এরপর আমি আরো তিনটে চকলেট কিনে বাড়ির পথে রওনা দিলাম একটি চকলেট খেতে খেতেই বাসায় এসেছি আর দুইটি চকলেট আমার বন্ধুদের জন্য নিয়ে এসেছি। এই চকলেট গুলো প্রোটিন সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

IMG-20240605-WA0017.jpeg

সন্ধ্যাবেলা

আমার বন্ধুরা যেহেতু আমার আগেই বাসায় এসেছে সেজন্য তারা রান্না করে রেখে দিয়েছিল তাই সন্ধ্যায় বাসায় গিয়ে আমার আর রান্না করতে হয় নাই গোসল করে ফ্রেশ হয়ে এবার লিখতে বসছিলাম আমার একটি দিনের কার্যক্রম তবে এর মধ্যেই বাড়ি থেকে ফোন দেয়।

IMG-20240605-WA0000.jpg

কিছু সময় বাড়িতে ফোনে কথা বললাম সামনে কোরবানির ঈদ চলে আসছে ঈদের মার্কেট করে দিতে হবে সবার কিছু টাকা পাঠাতে বলছে এবং সেইসাথে কোরবানির গরু কিনছে সেটা দেখানোর জন্য ভিডিও কল দিয়েছে তবে হালকা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খুব ভালো দেখতে পারি নাই তাই আমার ছোট ভাইয়ের বউ তার ফোনের ক্যামেরা দিয়ে একটি ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠাই গরুটা বেশ বড় আমি জিজ্ঞাসা করেছিলাম কত দাম নিয়েছে সে বলছে যে 1 লাখ 50 হাজার টাকা। আলহামদুলিল্লাহ কোরবানির গরু কেনা হয়েছে ।আল্লাহ যেন সবার কোরবানিটা কবুল করে নেয়।

তো বন্ধুরা এভাবে আমার একটি দিন অবিবাহিত হল এবং পর্যায়ক্রমে সেগুলো আপনাদের কাছে উপস্থাপনা করছি যদি আমার লেখার ভেতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। আশা করি সম্পূর্ন সুস্থ হয়ে যায়বে। আজ সকালে কলা খেয়ে অফিসে গিয়েছিলেন। অফিসের গাড়ি আসতে দেরি হয়েছিলো আজ।

বিদেশে আপনাদের এত এত কষ্টের কাজ দেখে সত্যিই খুব খারাপ লাগে। একটা ট্যাংক এত বছর ভালো আছে জেনে একটু অবাকই হলাম। সমানে আপনাদের ঈদ তাই কেনাকাটা তো করতে হবে। ঈদের আমেজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আসলে এই ট্যাংকি গুলো সঠিক মেরামত করলে অনেকদিন ব্যবহার করা যায় তবে যদি অযত্নে রাখা হয় তাহলে ১০ থেকে ১২ বছর পর এটা আর ব্যবহার করার মত থাকেনা।

ভাই খেজুরগুলো দেখে বেশ খেতে ইচ্ছে করছে।। প্রতিদিনের মতো আজও অফিসে গিয়েছিলেন আরেকজনের খারাপ লাগল আপনি বেশ অসুস্থ আর আপনার ছবি দেখেই বোঝা যায়।। আর সামনে কোরবানির ঈদ তাই গরু কিনে ফেলেছেন এটা মনে হচ্ছে পুরোটা বেশি দামী।। এছাড়াও আজকে মার্কেটে গিয়েছিলেন আর হ্যাঁ আপনার বন্ধু একেবারেই দেশে চলে আসবে আর তার কাছে আমার জন্য ঔষধ পাঠিয়ে দেবেন এটা বুদ্ধিমানের কাজ।

খেজুরগুলো আসলেই লভনীয় মালয়েশিয়ায় খেজুরের দাম তুলনামূলক অনেক কম তাই মাঝেমধ্যে মার্কেটে গেলেই কিনে নিয়ে আসা হয় ভাই আপনি বেশি লোক দিয়েন না পরবর্তী খেতে গেলে কিন্তু আমার পেট লাগবে। 😁😁

ভাই মালোশিয়াতে খেজুরের দাম কম যেহেতু ইমরান ভাই আসছে তার কাছে কয়েক মন পাঠিয়ে দেন। বাংলাদেশে খেজুরের দাম মোটামুটি ভাবে বেশি আর হ্যাঁ না দিয়ে খেলে নজর তো দেবই।।

আমাদের মায়েদের এই সমস্যা, নিজের শরীরের যত্ন নিতে তারা ভুলেই যায়। খুব ভালো করেছেন মায়ের জন্য ওষুধ কিনে। আপনি এগুলো পাঠালেও সে বলবে, কি দরকার ছিলো এগুলো পাঠানোর, আমি তো ভালোই আছি। মায়ের ভালোবাসা বোধহয় একেই বলে। যাইহোক আপনার সারাদিনের কার্যক্রম পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন। নিজের শরীরের প্রতিও যত্ন নেবেন।

আপনাদের কোম্পানির এই নিয়মগুলো বেশ ভালই লাগে। একটা নামাজের ঘর ও তৈরি করা হয়েছে যেখানে সবাই মিলে নামাজ পড়ে। আপনারা মহিলাদেরকে সম্মান করেন এবং তাদের নামাজ পড়া শেষ হওয়া পর্যন্ত বাহিরে অপেক্ষা করছেন, বেশ ভালো কাজ করেছেন। কোরবানির ঈদ আর মাত্র আটদিন বাকি, এর পরেই ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। আর এই সময়টাতে আমরা কোরবানী করে থাকি। যে যার মত যতটুকু সম্ভব তবে আপনারা গরু কিনেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।