অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
যাইহোক বুক ভরা বেদনা ও কষ্ট নিয়েই শুরু করছি আজকের একটি দিনের কার্যক্রম। কষ্ট সবাই সহজে দিতে পারে সান্তনা দেওয়ার মত মানুষ নাই। নিজের কষ্টগুলো পাহাড় সমান হলেও নিজের কষ্ট বোঝার মত মানুষের সংখ্যা যে খুবই কম। কয়দিন ধরে শরীরটা খুব একটা ভালো না তবুও নিজের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি। দূর প্রবাসে যখন কারো শরীর অসুস্থ হয় তখন তার নিজের কাছে মনে হয় এই জগতটা কতইনা ছোট অসুস্থ শরীর নিয়ে নিজের নিত্যদিনের কাজ নিজেই করতে হয়।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওযু করে ফরজের নামাজ আদায় করে নিলাম এরপর কিছু সময় দোয়া দরুদ পাঠ করে ডিউটিতে যাওয়ার জন্য টিফিন ক্যারিয়ারে ভাত ও তরকারি সাজিয়ে নিয়েছি। এরপর রুম থেকে নিচে এসে দেখি আমাদের গাড়িটা এখনো এসে পৌঁছায় নাই তাই সেখানে কিছুক্ষণ সময় বসে রইলাম।
দুপুর বেলা
বাসা থেকে দুপুরে খাবার নিয়ে গিয়েছিলাম সেটাই বারোটা ১০ মিনিটে খেয়ে আধাঘন্টা মত রেস্ট নিয়েছি তারপর আবারো কাজ করতে শুরু করছি। কয়দিন ধরে অনেক বেশি ট্যাংকি লোড আনলোডিং করতে হচ্ছে তাই তো আরও শরীর ক্লান্ত হয়ে পড়ছে।
রোদের মধ্য দিয়ে ক্রেনের সাথে সাথে কাজ করতে হয় মেশিন আর মানুষ সমান তো নয় তবুও সুমান তলে কাজ করতে গিয়ে অনেকটাই হাপিয়ে উঠছি। তার মধ্য আজকে যে একটি ট্রাক এসেছে ট্যাংকি নিতে তার একটি লোক নষ্ট ছিল এই ট্যাংকি গুলো ট্রাকের উপরে চারটে লক দিয়েই বেঁধে রাখে যদি এর ভিতর একটি নষ্ট হয় তাহলে অনেক রিস্ক যেকোনো সময় বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে তাই অনেকটা চেষ্টার পরে লকটা কিছুটা আটকাতে পেরেছি।
বিকাল বেলা
১৫ তারিখে আমাদের আবার সেফটি ডে তাই কোম্পানিতে আয়োজন করা হয়েছে অনেক প্রোগ্রাম তার পাশাপাশি খাবারের আইটেম এবারের সেফটি ডে উদযাপন করবে একটু ভিন্নভাবে কেননা দশ বছর পূর্ণ হল সেফটি ডে পালন করা। আর এই সুবাদে ১৫ কেজি ছাগলের মাংস নিয়ে এসেছে সেগুলো বারবিকিউ করা হবে তাই আমার আরেকজন বন্ধু সে বারবিকিউ করার জন্য সরঞ্জাম রেডি করছে।
আজ পাঁচটা পর্যন্ত ডিউটি ৪:৪৫ মিনিটে আসরের নামাজ আদায় করে কিছু সময় বসে ছিলাম আর এই সময়ে ফেসবুক দেখছিলাম হঠাৎ সামনে পড়লো মর্মান্তিক একটি ভিডিও সেটা আপনার অনেকেই দেখছেন হয়তোবা। এটি বাংলাদেশের একটি ঘটনা একজন ছেলে মাকে গলা টিপে মেরে ফেলছে তাও আবার একটি মেয়ের কারণে। বাংলাদেশের যৌথ বাহিনী তদন্তে এই কথাগুলো ছেলের মুখ থেকে নাকি বের করছে।
সময়ের পত্রিকা থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
একজন মা সন্তান নেওয়ার আশা-আখাঙ্ক্ষায় মোনাজাতে কাঁদিয়া কাতর, অথচ সেই ছেলে হাত খরচে টাকার জন্য মাকে মেরে রাখছে ফ্রিজের ভেতর। সন্তান হেরার চেয়েও দামি মা বাবার কাছে। প্রেম, জুয়াই মগ্ন হয়ে চুনকালি মাখাচ্ছে মা বাবার মুখে। গর্ভে যে ধারণ করল সন্তান হয়ে যদি এটাই তুমি না রাখো সরণ তাহলে এমন শাস্তি হোক যেন কোন সন্তান মা-বাবার মৃত্যুর হয় না কারণ।
সন্ধ্যাবেলা
প্রতিদিনের মত সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে তারপর আজ ও রান্না করছি। রান্না করা শেষ হলে তারপর বাড়িতে আধা ঘন্টা মত কথা বলছি। ইতিমধ্যে ইশার আযান পড়ে গিয়েছে। তবে এশার নামাজ একটু দেরিতে আদায় করেছি এর মধ্যে ভাগ্নের সাথে অনেক সময় ধরে ফোনে দুষ্টুমি করছি।
বাড়িতে কথা বলার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
তো বন্ধুরা এভাবে আমার একটি দিন অতিবাহিত হয়েছে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।