বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব গত শুক্রবার দিনের দিনলিপি।
নতুন মাস শুরু হয়েছে পবিত্র জুম্মার দিন দিয়ে। বরকতময় দিন দিয়ে শুরু হওয়াতেই আশা করা যায় এ মাস জুড়ে আমাদের সমস্ত কার্যক্রমে বরকত দিবেন আল্লাহ সুবহানুতায়ালা। পবিত্র জুম্মার দিন মানেই মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন যা অনেকেই জানেন আর এই দিনে বিভিন্ন কার্যক্রম সারতে হয় সময়ের মধ্যে । আর আমরা মুসলিম হিসেবে যদি জুম্মার দিনের কার্যক্রম গুলো মেনে কাজ করি তাহলে আমাদের জন্য অনেক নেকি রয়েছে যেটা পরকালে আমাদের উপকারে আসবে।
তো যাই হোক প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙ্গলো মোবাইলের এলামের সাথে ৬:৩০ মিনিটে। ঘুম থেকে উঠে অজু করে ফ্রেশ হয়ে ফজরের টা আদায় করে নিলাম। এরপর কিছু সময় বসে পবিত্র কোরআন থেকে সূরা কাহাফ এর এক আয়াত থেকে ২৩ আয়াত পর্যন্ত পাঠ করি । এরপর ডিউটিতে যাওয়ার জন্য গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে নিয়ে নিলাম। ডিউটিতে যাওয়ার পথে মালয়েশিয়ার রাস্তার সুন্দর দৃশ্য ফোনের ক্যামেরা দিয়ে উঠেছি।
সকাল ১০:৩০ মিনিটে আমাদের সাময়িক রেস্ট টাইম দেওয়া হয় । বসে রেস্ট টাইম কাটাচ্ছিলাম এমত সময় অফিস থেকে মালয়েশিয়া এক বড় ভাই আসলো তার নাম হলো আনোয়ার এসে সবাইকে টিনের কৌটার ভিতরে থাকা এক ধরনের সয়া শরবত সবাইকে খেতে দিচ্ছে। আমাকেও একটা দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম কিসের জন্য আমাদেরকে খেতে দেওয়া হচ্ছে তখন সে বলল আমার মেয়ের জন্মদিন তাই এই উপলক্ষে তোমাদেরকে খেতে দিচ্ছি এই কথা সোনার পর আমি তার মেয়ের জন্য দোয়া করলাম ।
আজকে আবার আমাদের সকালে মিটিং ছিল আর সেখানে আমার মামা সেফটি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আর তার হাতে গিফট তুলে দিচ্ছেন সেফটি বস।
দুপুর বেলা
প্রতি শুক্রবারের মতো আজও বারোটা ত্রিশ মিনিটে আমাদের ২ ঘন্টা লাঞ্চ টাইম নামাজে যাওয়ার জন্য। ও একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম সকালে এসে আমার পাঞ্জাবী ও পায়জামা ধুয়ে দেই নামাজ পড়তে যাব বলে । কিন্তু দেখেন ভাগ্যর কি পরিণতি সব সময় ইচ্ছা থাকলেও সেখানে আমরা যেতে পারি না। ঠিক তেমনটাই হয়েছে আমি মনে করছিলাম যে আমার বন্ধু সে আজকে বাজার করতে যাবে আর আমি নামাজ পড়তে যাব তবে সে বলল যে তুমি ভালো বাজার করতে পারো আজকে আমার সাথে যেতে হবে গত সপ্তাহে অনেক কিছু আনতে ভুলে গিয়েছি সেই কারণে আজকে তোমাকে যেতেই হবে আমাকে মার্কেটে । গতকালকে আমি মার্কেটে গিয়ে মালয়েশিয়ার সব্জি বাজার সম্পর্কে একটি আর্টিকেল লিখেছিলাম সেটি হয়তোবা অনেকেই দেখছেন এবং পড়ছেন।
আমাদের কোম্পানি থেকে মার্কেটে যেতে মাত্র ৫ রিঙ্গিত ভাড়া নিয়ে থাকে আমরা সবসময় গ্রাফ ব্যবহার করে যাতায়াত করি। এতে আমাদের অর্থ অনেকেই সাশ্রয় হয়। খুব স্বল্প মূল্যে গ্রাফ ব্যবহার করে আমরা দূর দূরান্তে যেয়ে থাকি।
বিকাল বেলা
সকাল থেকে আজকে কাজের খুব একটা বেশি চাপ নাই কেননা গত দুইদিন আগে কয়েকটি ট্যাংকি ভাড়ায় চলে গিয়েছে। তবে কাজের চাপে একেবারে নাই তাও বলা যাবে না সকাল থেকে এই ট্যাংকি টা রং করার জন্য প্রস্তুত করছি এখনো পর্যন্ত প্রস্তুত হই নাই আশা করা যায় আর একদিনের ভিতর সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে ।
বিকাল ৪ টা ৫০ মিনিটে আমার বিড়াল গুলোকে যখন খেতে দিতে যাব তখন দেখি কে যেন তাদেরকে নুডুস খেতে দিয়েছে 🤔 । আপনারা কি অবাক হচ্ছেন বিড়ালে আবার কি নুডুস খায় তবে দেখুন তারা চেটেপুটে খাচ্ছে । আমি তো দেখে অবাক এর আগে আমি কখনো এদেরকে এমন নুডুস খেতে দেখি নাই । তাদের এমন খাওয়া দেখে আমি আর তাদেরকে বাড়তি খাবার দেই নাই। ইনশাল্লাহ কাল সকালে এসে তাদেরকে আবার খেতে দেবো।
সন্ধ্যা বেলা
ডিউটি শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পর সর্বপ্রথম মার্কেট থেকে যে বাজারগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো ফ্রিজে উঠিয়ে রাখি তারপর অজু করে মাগরিবের নামাজ আদায় করে নেই।
আমার বন্ধুর ভাই সে ততক্ষণে পেজ, রসুন কেটে রেখেছে রান্না করার জন্য। আমাদের দুই বন্ধুর মাগরিবের নামাজ শেষ হওয়ার পর রান্না করতে শুরু করি। আমি রান্না করছিলাম আর আমার বন্ধুকে বললাম যে গোসল করে আসতে সে গোসল করে আবারো রান্নার কাজে কিছু সময় সাহায্য করল আমি তার মধ্য গোসল করে নিলাম। প্রতিদিনের মতো এশার নামাজের আগে আমি আর্টিকেল লিখতে বসি তবে গত শুক্রবার দিন এশার নামাজের পরে আর্টিকেল লিখতে বসেছিলাম।
তো বন্ধুরা গত শুক্রবারের দিনটা যেভাবে অতিবাহিত হয়েছে সেগুলো আপনাদের কাছে পর্যায়ক্রমে শেয়ার করছি। যদি আমার লেখার ভিতর কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দেশ দিয়ে দেখবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি করি । আল্লাহ সবার মঙ্গল করুন।
Congratulations. You received an upvote from @supportive.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for supporting me ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 1
Congratulations! This comment has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের এমন ভালোবাসায় আমি মুগ্ধ। হৃদয়ের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারাদিনের ব্যস্ততা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার লেখার মধ্যে মালয়েশিয়ার অনেক চিত্রই ফুটে ওঠে। যেহেতু প্রবাস জীবন নিজের রান্না করেন, নিজেই বাজার করেন, আবার নিজেই কাজও করেন। তবে আপনার বিড়াল গুলো প্রায় সব খাবার খায় জেনে অবাক হলাম। খুব ভালো লাগলো আপনার দিনটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা, আপনার সবজি বাজার সম্পর্কে লেখা পোস্টটি পড়েছিলাম। প্রতিদিন সকালে কিছুটা সময় আপনাদের বিশ্রামের জন্য দেওয়া হয় তখন এক ভাই তার মেয়ের জন্মদিন উপলক্ষে শরবত দিয়েছে খেতে।।
ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমি এটা জানি যে আপনি প্রতিনিয়তই আমার লেখা পড়েন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জুম্মার দিন আপনাদের বিশেষ একটি পবিত্র দিন এই দিনে আমরা মসজিদে গিয়ে নামাজ ও মোনাজাত করে থাকেন ৷ তারপর আপনি আপনাদের কোম্পানি থেকে মার্কেটে গিয়েছিলেন ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড় ভাইয়ের মেয়ের জন্মদিনে শরবত খেয়েছেন। সবাই মিলে শুক্রবার তাই বারটা ত্রিশ মিনিট পর্যন্ত কাজ করে, নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়া শেষ করে আবারও কাজ শুরু করে দিয়েছেন। আসলে রান্নার কাজে যদি কেউ সাহায্য করে তাহলে রান্না করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ ব্যস্তময় দিনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়ের জন্মদিন উপলক্ষে আপনাদের বড় ভাই জুস খাইয়েছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে।।। আর বিড়ালও লুডুস খায় আজ দেখলাম দেখে বেশ ভালই লাগলো।। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit