হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল
সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমালে রাত যে এত দ্রুত ফুরিয়ে যায় সেটা হয়তোবা অনেকেরই জানা। আমার মাঝে মাঝে মনে হয় যে একটু আগেই তো ঘুমালাম কিভাবে ছয় সাতটি ঘন্টা অতিবাহিত হয়ে গেল। যাইহোক ৬ঃ৪০ মিনিটে ঘুম থেকে উঠে ওযু করে ফ্রেশ হয়ে ফরজের নামাজ আদায় করে কিছু সময় বসে রইলাম।
সকালের নাস্তা একমুঠো ছোলা ও বাদাম।
ঘুমের আলসেমি আমি কাটিয়ে তোলার জন্য গোসল করে ফ্রেশ হয়ে ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছি দুপুরের খাবার গরম করে টিফিন ক্যারিয়ারে সাজিয়ে নিলাম । এরপর পাঁচ তলা থেকে সোজা নিচে এসে দেখি আমাদের মিনি বাসটি এখনো আসে নাই। বাসের জন্য আরও পাঁচ মিনিট অপেক্ষা করছি।
এরপর গাড়িতে উঠে আমরা কোম্পানিতে পৌঁছালাম ৭টা ৫০ মিনিটে আজকে আসতে অনেকটাই দেরি হয়েছে কেননা রাস্তায় অনেকটাই জ্যাম ছিল। যাইহোক কোম্পানিতে এসে যখন চেক ইন হব তখন দেখি আমার নেট ফুরিয়ে গিয়েছে ইন্টারনেট ছাড়া অ্যাপ এর ভেতরে আমি ঢুকতে পারবো না তারপর আমার বন্ধুর কাছ থেকে ইন্টারনেট ধার নিয়ে অ্যাপের ভিতরে ঢুকে চেক ইন করলাম।
এই ছবিটা ফোন থেকে স্ক্রিনশট দেয়া হয়েছে।
দুপুর বেলা
আজকে সারাদিন বাইরে কাজ তাই রোদের তীব্রতায় নাজেহাল অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরেই এই বড় বড় ট্রেনটি গুলো আমাদের পরিষ্কার করে তারপর রং করতে হয়। এর ভিতরে লিকুইড নাইট্রোজেন থাকে এগুলো সিঙ্গাপুর অস্ট্রেলিয়া বিভিন্ন রাষ্ট্রে যায় তবে অনেকদিন পর পর যখন ট্যাংকের বাইরের অংশ খারাপ হয়ে যায় তখন আমাদের এখানে নিয়ে আসে মেরামত করার জন্য।
দুপুর ১২:১০ মিনিটে খাওয়া-দাওয়া শেষ করে এবার ৪৫ মিনিট মতো ঘুমিয়ে রেস্ট করেছি দুপুরের খাবার পর আমার আবার একটু ভাত ঘুম না দিলে শরীরটা কেমন যেন ছেড়ে দেয় কাজে মন বসে না। যাইহোক একটার পর থেকে আবারো কাজ করতে শুরু করলাম।
দুপুর 2:45 মিনিটে রোদ এত পরিমাণ যে তাকানো যাচ্ছে না তাই ভাবলাম যে একটু ঠান্ডা পানি নিয়ে আসি এরপর আমি অফিসের ভিতরে ঢুকে এক পট ঠান্ডা পানি নিয়ে আসি। তীব্র এই গরমে ঠান্ডা পানি পান করার পর মনে হলো যে আমার জীবন আবারো ফিরে আসছে।
এরপর ৩ টা ১০ মিনিটে আমি যোহরের নামাজ আদায় করতে যাই সেখানে গিয়ে দেখি আর একজন বন্ধু নামাজ আদায় করছে তারপর আমি এসি রুমের ভিতরে কিছু সময় বসে থাকি আমার সেই বন্ধু নামাজ শেষ হয়ে গেলে তারপর আমি নামাজ আদায় করি।
বিকাল + সন্ধ্যা
বিকাল পাঁচটার সময় ডিউটি শেষ করে বাসায় গিয়ে দেখি আমার বন্ধু আমার জন্য দুটি কবুতরের বাচ্চা নিয়ে এসেছে তারপর আমি সেগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখি।
সন্ধ্যার সময় মফিজুল মামা ফোন দিয়ে বাসায় ডাকে তারপর আমি তাদের বাসায় যাই গিয়ে দেখি বাংলাদেশ থেকে ওল ও তালের পিঠা নিয়ে এসেছে সেই সাথে ছাগলের মাংস ও হাঁসের মাংস রান্না করে নিয়ে এসেছে।
অনেকদিন পরে তালের পিঠা দেখে তো আমি অনেক খুশি হয়েছি কেননা দীর্ঘ সাত বছর পর তালের পিঠা খাচ্ছি। প্রতিদিন বাংলাদেশ বন্ধুদের ডাইরি পড়ার সময় যাদের পোস্টে তালের পিঠা থাকে সেগুলো দেখে আমার অনেক লোভ লাগতো ।মনে মনে শুধু তালের পিঠা খেতে ইচ্ছা করত তবে সেই ইচ্ছা পূরণ হলো গত কালকে।
এরপর মামা বলল যে ভাগ্নে ওল কেটে দাও এখন রান্না করবো রাতে সবাই একসাথে খাব তারপর আমি ওল গুলো সুন্দর করে কেটে মামার কাছে দিই আর মামা সেগুলো রান্না করে। রান্না শেষ হলে রাতে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি।
তো বন্ধুরা এই ছিল আমার একটি দিনের কার্যক্রম যদি আমার লেখার ভেতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।
আমাদের যেদিন শরীর ক্লান্ত থাকে সেই দিন রাতে ঘুম খুব ভালো হয়, আপনি সারাদিনে কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ছাগলের মাংস হাঁসের মাংস খেতে অনেক সুস্বাদু, তালের বড়ার স্বাদ যেন অতুলনীয়, ধন্যবাদ সারাদিনের কার্যক্রম গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে অনেক কাজ করা হয় বা অনেক কোম্পানিতে নির্দিষ্ট ওয়েবসাইট থাকে কোম্পানিতে যাওয়ার পর সেখানে ঢুকে তাদের এটেন্ড করতে হয়।। আসলে এমবি না থাকলে আমাদের স্মার্টফোনগুলো অনেকটা অচল বলা যেতে পারে।। যাইহোক প্রতিদিনের মত অফিসে গিয়েছিলাম কাজকর্ম করেছেন দিনশেষে আবার রান্না করেছে সব মিলিয়ে সুন্দর একটা দিন পার করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের কোম্পানি যুক্ত হলে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে তা না হলে আমরা কোম্পানিতে ঢুকতে পারবো না ঢুকতে পারলেও আমি যে কাজ করছি সেটা গণ্য হবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে যথাযথ একটি মন্তব্য করার জন্য বরাবরের মতো আপনার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশেও এখন অনেক জায়গায় এরকম ব্যবস্থা করে দিয়েছে ফোনের মাধ্যমে আপনার অফিসে ঢোকার সব ডকুমেন্টস দিতে হয়।। আর ইন্টারনেট থাকার ফলে অফিসের অনেক সুবিধা হয়েছে অনেক কাজ খুব সহজে করা যায়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🌴😊 ভালো থাকুন! 👍 তোমার এই দিনের কার্যক্রম বিষয়টি খুব ভালো লাগছে! 😊 আমি তোমার পোস্টটি পড়ে অনেক খুশি হয়েছি! 🌴
তোমার ক্যাপচারের দৃশ্যটি খুব সুন্দর! 📸 এবং ভাগ্নের সাথে তোমার সহজাত আছা-পাছি লাগলেই খুশিটা! 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit