শুভ সকাল
আমি হয়তোবা এর আগে অনেকবার আপনাদেরকে বলেছি আমি যে কোম্পানিতে কাজ করি এখানে প্রত্যেক মাসে একবার করে ডিপার্টমেন্ট মিটিং হয় সেই মিটিংয়ে কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কাজের নতুন আপডেট , কিভাবে নিজেদের কাজকে আরো কোয়ালিটি সম্পন্ন করা যায় সেফটি সংক্রান্ত কোন অন্য বিষয় একই সাথে তুলে ধরা হয়। আমরা যে এই মাসে কাজ করেছি এতে কোম্পানি কতটা লাভবান হচ্ছে সেটাও তুলে ধরে।
২০২৪ সালে ডিসেম্বর মাসের এটাই হলো এই বছরের শেষ ডিপার্টমেন্ট মিটিং আর এর মিটিং সুবাদে কোম্পানির তরফ থেকে দুপুরের খাবারের আয়োজন। শুধুমাত্র আমরা যে বিভাগে কাজ করি তাদের জন্যই তাই আয়োজন আমাদের কোম্পানি ভিতরে সর্বমোট পাঁচটি বিভাগে বিভক্ত।
কোম্পানির সকল বিভাগ আমাদের মত প্রত্যেক মাসেই মিটিং করে থাকে তাদের জন্য আলাদা খাবার ব্যবস্থা থাকে সেখানে আমরা যায় না আমাদেরকে ডাকা হয় না। অনুরূপভাবে আমাদের মিটিং এর সময় শুধু মাত্র আমাদের বিভাগে যেগুলো মানুষ কাজ করি তারাই এখানে উপস্থিত থাকে।
আমরা যে বিভাগে কাজ করি সর্বমোট ১৯ জন তবে আজকে ১৪ জন উপস্থিত ছিল বাকি পাঁচজন ছুটিতে রয়েছে এই জন্য তারা আর আমাদের সাথে যেতে পারি নাই। আজকে খাওয়ার আয়োজন করেছে মালাই চাইনিজ রেস্টুরেন্টে। তিনটে গাড়িতে করে আমরা খেতে যাই রেস্টুরেন্টে ঢুকার পর আমাদেরকে ঠান্ডার শরবত দেয়া হয়।
শরবত খেতে খেতে ১০-১৫ মিনিট কেটে যায় ।তারপর দেখতে পেলাম এক এক করে খাবার টেবিলে দিতে শুরু করছে। মূলত আমরা যাওয়ার পরে খাবার বানানো শুরু করছে প্রত্যেকটা খাবার গরম গরম আমাদের মাঝে পরিবেশন করল।
খাবারের আইটেম ছিল, চিংড়ি মাছ, কোরাল মাছ, মুরগি ভুনা, সব্জি , অক্টোপাস ভাজি , খাবার শেষে দুই টেবিলে দুই প্লেটে তিন রকম ফল ফ্রীতে দিল। দুপুরের যে খিদা টা লাগছিল প্রথমে মনে করলাম যে সমস্ত খাবার আমি একাই খেলে ফেলবো তবে অল্প একটু খাওয়ার পর পেট ভরে উঠছে বেশি ভালো খেতে পারি নাই।
যাই হোক মোটামুটি ভালোই খেয়েছি আলহামদুলিল্লাহ বছরের শেষে জাঁকজমকভাবে ডিপার্টমেন্ট লাঞ্চ করা হলো জানিনা সামনে বছরের আমরা সবাই থাকবো কিনা কখন কোথায় কার রিজিক লেখা রয়েছে সেটা কেউ বলতে পারেনা। আমার রিজিক আজকে এই হোটেলের ভাত ছিল বলেই খেতে পেরেছি।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
একটা দশ মিনিট থেকে খাওয়া শুরু করি আর ১টা ৪০ মিনিট পর্যন্ত আমরা সেখানে খাওয়া-দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা কোম্পানিতে চলে আসি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কাজে লেগে পড়ি। বছরের শেষে আরও একটি দুপুরের স্মৃতি মনে রাখার মত হল। আজকের মত আমার লেখা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
আপনারা যারা প্রবাসে আছেন, তাদের জন্য মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমিও আগে বাংলাদেশের একটি কোম্পানিতে কাজ করতাম। তারাও দুই সপ্তাহ পর একবার মিটিং করত। আমি মনে করি, এই সব মিটিংয়ে অনেক কিছু জানা যায় কাজের সম্পর্কে, এবং নিজেকে আরো কিভাবে উন্নত করা যায়। এই বিষয়গুলো জানা যায়, আপনার পোস্টটি খাবারের আইটেম ছিল এর ভিতরে ,অক্টোপাস ভাজি , এটি আমার কাছে অনেক স্পেশাল মনে হয়েছে, খাবারের আইটেমের ভিতরে। যদি কোনদিন সম্ভব হয় অক্টোপাস খাব। আপনার কিছু সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। তার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit