মালয়েশিয়ার মিনি মার্কেট থেকে বাজার করার কিছু অভিজ্ঞতা।

in hive-120823 •  7 months ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি উপস্থাপনা করব আপনাদের ভিন্ন ধরনের একটি আর্টিকেল যেখানে পাশাপাশি দুইটি মার্কেট থেকে বাজার করার কিছু সুন্দর মুহূর্ত রয়েছে।

IMG_20240421_181232.png

ব্যাচেলার ম্যাচের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রতিনিয়তই কোন না কোন মার্কেটে যেতে হয়। ঠিক তার সূত্র পথে আজ মালয়েশিয়ার ছোট্ট একটি মার্কেট থেকে কিছু কেনাকাটার দৃশ্য এবং তার দাম তুলে ধরব।

সাধারণত বাংলাদেশে মুদিখানার দোকানগুলোতে শুধু রান্না করার জিনিসপত্র ক্রয়, বিক্রয় হয় তবে মালয়েশিয়াতে একটু ভিন্ন রকম মুদিখানার দোকানগুলোতে। মাছ, মাংস তার পাশাপাশি বিভিন্ন রকম ফল পাওয়া যায় তবে সব ধরনের ফল এখানে পাওয়া যায় । তাই এগুলোকে ছোট মিনি মার্কেট নামেও মানুষ চিনে থাকেন।

IMG_20240420_171438.jpg

আমার বাসার খুব কাছেই এই দোকানটি এখানে ইন্দোনেশিয়া একটি ছেলে দোকানদারি করছে। আমি সর্বপ্রথম দোকানে ঢুকতেই দেখতে পেলাম লোভনীয় কিছু পাকা কলা। পাকা কলা আমার কাছে খুবই পছন্দের এবং কলা গুলো এত ফ্রেশ না কিনে থাকতে পারলাম না।

IMG_20240420_171644.jpg

তাই আমি এই দোকান থেকে এক কেজি কলা কিনছি ৬ রিঙ্গিত দিয়ে যা বাংলাদেশি টাকায় 150 টাকা প্লাস। তার পাশাপাশি দুটো আম নিয়েছি । দুইটা আমের ওজন প্রায় ৫০০ গ্রামের উপরে যার দাম নিয়েছে 4.30 রিঙ্গিত তবে ওই দোকানদার আমাকে বলল যে চার রিঙ্গিত দিলেই হবে। বাংলাদেশী টাকায় এই আম দুটোর দাম পড়েছে একশত টাকার মতো।

IMG_20240420_171811.jpg

দোকানের ভিতরে একটু ঘুরে দেখছিলাম আর কিছু কেনার মত আছে কিনা । তারপর দেখতে পেলাম যে তেতুলের আচার। অনেকদিন যাবত তেতুলের আচার খাওয়া হয় নাই দেখে জিভে জল চলে আসলো। তারপর সেখান থেকে এক প্যাকেট তেতুলের আচার কিনেছি চার রিঙ্গিত দিয়ে। যেটা বাংলাদেশি টাকায় ১০০ টাকা। আমার আপুদের বলছি যারা আমার এই আর্টিকেল পড়বেন তেতুলের আচার দেখে যেন জীভে জল না চলে আসে‌ 🤤 জিব্বায় জল আসলে কিন্তু আমার পেট খারাপ করবে। 😁 যারা খেতে চান কমেন্টে জানাবেন পারচেজ করব।

তারপর ওখান থেকে চলে এলাম পাশের একটি বাংলা ভাইয়ের দোকানে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশী দোকান রয়েছে । এখানে ব্যবসা করছে হাজার হাজার বাঙালিরা। আর এই ব্যবসার অর্থ পাঠাচ্ছে বাংলাদেশে তা থেকে বাংলাদেশ রেমিটেন্স পাচ্ছে তাই প্রত্যেক বাঙালি ব্যবসায়ী ভাইদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল।

IMG_20240420_172131.jpg

তো যাই হোক বাংলা দোকানে এসে এক প্যাকেট চানাচুর ও এক প্যাকেট মুড়ি কিনেছি। দুইটার দাম এসেছিল ৮ রিঙ্গিত‌ যা বাংলাদেশী টাকায় ২০০ টাকা। বাসায় মাঝেমধ্যে পেঁয়াজ , রসুন , ছোলা, ও চানাচুর দিয়ে মুড়ি মাখালে খেতে অন্যরকম স্বাদ লাগে। তাই মাঝেমধ্যে ছুটির দিন অবসার সময়ে ঝালমুড়ি গুলো আমরা একটু আনন্দের সাথে খেয়ে থাকি।

IMG_20240420_172239.jpg

গতকাল শনিবার ছিল তাই ৫ঃ১৫ মিনিটে আমরা বাসায় আসতে পেরেছি কেননা আমাদের শনিবারে পাঁচটা পর্যন্ত কাজ থাকে মাঝেমধ্যে একটার সময়েও ছুটি হয়। তবে আজ তিন ঘন্টা ওটি করেছে বলে পাঁচটার সময় বাসায় আসতে হয়েছে । মূলত বাসায় এসে মিনি মার্কেটে গিয়ে এ বাজারগুলো করেছি। সর্বমোট আমি এখানে ১৮ টাকার বাজার করেছি যা বাংলাদেশি টাকায় ৪৫০ টাকা। তবে দুঃখের বিষয় হল ‌এই ছোট মার্কেট গুলোতে কোন প্রকার স্লিপ দেওয়া হয় না তারা মেশিনের সাহায্যে মুখোমুখি হিসাব করেই দিয়ে থাকে তাই আপনাদেরকে কেনাকাটার স্লিপ দেখাতে পারছি না।

তো বন্ধুরা এই ছিল আমার কেনাকাটার কিছু মুহূর্ত সেগুলো আপনার কাছে শেয়ার করছি। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আপনি আমাদের সাথে মালয়েশিয়ান মিনি মার্কেট এর বিষয়ে উপস্থাপন করেছেন। আপনার লেখা পড়তে গিয়ে আমার লোভ লেগে গেল। কারন সব কটাই প্রিয় খাবার এর ছবি দিয়েছেন আপনি। বিশেষ করে পাকা আম আর তেতুলের আচার এর ছবি দেখে।
আপনাদের জন্য দেশের সবাই দোয়া করে। আপনারা কেস্ট করে টাকা পাঠান বলেই আমাদের দেশের জিডিপি বাড়ে।
পুরো জাতি কৃতজ্ঞ আপনাদের কাছে এজন্য।

ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

আপু লোভ লাগারই মত কেননা অনেক পরে দেখছি তেঁতুলের আচার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Loading...

সকর প্রবাসী ভাইদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা ভালোবাসা। তাদের কষ্টে অর্জিত পাঠানোর রেভিডেন্স দিয়েই আজ আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

আপনি আপনার প্রবাসী জীবনের কিছুটা অংশ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনারা কাজের সাথে সাথে বাজার করা এবং রান্না করা সবগুলো নিজের হাতে করে থাকেন। আজও আপনি মিনি মার্কেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন যা আমাদের সাথে শেয়ার করেছেন।

এত লোভনীয় জিনিসের ছবি দিলে তো লোক লাগবে তাই না! তাই কমেন্ট করে বললাম, আমাদের জন্য পাঠিয়ে দেবেন নইলে কিন্তু পেট ব্যথা করবে। একা একা খেলে ঠিকই পেট ব্যথা করবে।

ভাইয়া সুসংবাদ বাংলাদেশেও এখন অনেক মিনি মার্কেট হয়েছে। মিনা বাজার, স্বপ্ন ইত্যাদ। এখানে শুধু মুদির দোকান না এখানে সব কিছুই পাওয়া যায়। আপনার কাঁচাবাজার থেকে শুরু করে পাকা বাজার সবগুলোই আপনি পাবেন।

সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে মাছ মাংস, ফলমূল সব ধরনের বাজারে পাওয়া যায়। আপনার জন্য রইল শুভকামনা।

আজকে আপনি মালয়েশিয়ান মিনি মার্কেট থেকে বাজার করার মুহূর্ত শেয়ার করেছেন। আসলে আমরা যারা ব্যাচেলর থাকি তাদের বাজারের কোন শেষ থাকে না।
আর প্রবাস জীবন মানেই তো কষ্ট। প্রতিটা দিন যেন প্রতিটা বছরের মত কাটে।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

মালেশিয়ার মিনি মার্কেট গুলো আর বড় ধরনের মার্কেট গুলো দেখার মত সবকিছু যেন সুন্দর পরিবেশে সাজানো ৷ আপনার পোস্ট টি বেশ ভালো লাগলো ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

উন্নত প্রবাসী উন্নত মানে জিনিসপত্র পাওয়া যায় আর এখানকার মার্কেটগুলো তো খুবই উন্নত তার পাশাপাশি একটি মার্কেটে তিন থেকে চারজন লোকের কর্মসংস্থান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার জন্য মালয়েশিয়ার অনেক অজানা বিষয় সম্পর্কে যেমন জানতেও পারি আবার দেখতেও পারি এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আজ আপনি বেশ অনেক কিছুুই কিনেছেন এবং বাংলাদেশি টাকায় দাম কত আসে সেটাও উল্লেখ্য করেছেন।

  • ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

আপনাদের কাছে অচেনা অজানা বিষয়গুলো তুলে ধরতে আমার কাছে অনেক ভালো লাগে। দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেল সম্পন্ন করে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।