Incredible India monthly contest of October #1| My preferable Era!

in hive-120823 •  yesterday 

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। অনেকটা দেরিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালোলাগা কাজ করছে। প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দেওয়ার আগে ধন্যবাদ জানাই এ্যাডমিন ম্যাডামকে যিনি আমাদের জন্য এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন।

IMG_20241017_143759.png
Which Era is on your preference list? Why?

সময়ের সাথে সাথে যুগ পরিবর্তনশীল সেটা হয়তোবা আমরা অনেকেই জানি। যদি আমরা গাণিতিক হিসাব করি তাহলে 12 বছরে এক যুগ অর্থাৎ এতে কি আমরা বুঝি ১২ বছর পরপর যুগ পরিবর্তন হয় বিষয়টা এমন নয়। যুগ পরিবর্তন হয় সমাজ কাঠামোর উপর ভিত্তি করে। যেমন শিক্ষা ব্যবস্থা উন্নতি ও সুশৃঙ্খলা সমাজ বুদ্ধিজীবী ও চিন্তাশীল ব্যক্তি সমাজ পরিবর্তন করছে বলেই আমরা এই যুগকে পেয়েছি।

IMG_20231007_164210.jpg ছবিটা এর আগেও ব্যবহার করছি

যুগ পরিবর্তন সম্পর্কে আমরা বিভিন্ন বইতে পড়েছি আর এই জন্যই জানতে পারছি তৎকালীন যুগের যোগাযোগ ব্যবস্থা ,সমাজ ব্যবস্থা ও শিক্ষকতা ব্যবস্থা কেমন ছিল। কথায় আছে শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। প্রাচীন যুগে শিক্ষা অর্জনের ততটা গুরুত্ব দেয়া হতো না আর এই জন্যই এতটা সময় লেগেছে আধুনিক যুগে পৌঁছাতে। সকল যুগের মানুষের উপর সম্মান রেখেই বলছি আমি যে যুগে জন্মগ্রহণ করেছি এই যুগকেই পছন্দের যুগ হিসেবে বেছে নিচ্ছি।

Which changes do you like and dislike about the Modern Era? Describe.

আধুনিক ও প্রাচীন যুগের ভিতরে অনেক কিছুই পছন্দের রয়েছে আবার অনেক অপছন্দের। প্রতিটা যুগের ভেতরেই কিছু না কিছু ভালো দিক রয়েছে আর এই কারণেই আধুনিক যুগ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তবে আমি মনে করি এর পরেও যুগ পরিবর্তন হবে এবং সেটা কোন যুগে গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না। যাই হোক আধুনিক যুগের পছন্দ-অপছন্দ নিয়ে আমার মতামত শেয়ার করছি।

IMG-20241007-WA0043.jpg

  • পছন্দের বিষয়গুলো

১/ সুশিক্ষা শিক্ষা ব্যবস্থা।
২/ আর এই সুশিক্ষা শিক্ষা ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
৩/ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও চর্চা।
৫/ প্রযুক্তির এই যুগে বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা যার মধ্য দিয়ে আমরা বিশ্বের সব জায়গায় অল্প সময় পৌঁছাতে পারি এবং প্রতিটা বিষয় নিয়ে কথা বলতে পারি।
৬/ গবেষণার মধ্য দিয়ে কৃষি অর্থাৎ খাদ্য শস্যের বীজ তৈরীর । যার মধ্য দিয়ে আমরা অল্প জায়গায় অনেক খাদ্য উৎপাদন করতে পারি।
৭/ উন্নত চিকিৎসা ব্যবস্থা।

  • অপছন্দের বিষয়গুলো
    কোথায় আছে সব জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যে যুগ আপনাকে যতটা সুবিধা দিচ্ছে সে যুগে ততটাই অসুবিধা আপনাকে পোহাতে হবে।

IMG_20230131_114631-01.jpeg

১/ সকল প্রকার ক্ষমতার অপব্যবহার।

২/ আধুনিক প্রযুক্তি থাকার কারণে আমাদের ইনকাম করার অনেক সুযোগ হয়েছে তবে এর মধ্য দিয়ে অনেক অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। যতটা না ভাল বিষয় চর্চা হয় তার চেয়ে অশ্লীলতা বেশি হয়। এই বিষয়টা আমার কাছে একেবারে অপছন্দনীয় ।

৩/ কোন জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতিকে যেকোনো নেশায় এডিক্টেড করতে হবে ।তাহলে সেই জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে যতটা বেশি অ্যালকোহল সহ বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি হয়। আমার মনে হয় তার চেয়ে কম শিশুরাই মায়ের দুধ পাই।
আমার পছন্দের ও অপছন্দের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরছি কারোর মনে খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Are you happy with the era in which you were born? Reasons behind your answer.

আল্লাহ সুবহানাতায়ালা উত্তম পরিকল্পনাকারী তিনিই ভাল জানেন আমি কোন যুগের জন্য উপযোগী। আল্লাহ সুবহানাতায়ালার আদেশেই আমি এই যুগে জন্মগ্রহণ করেছি আর এতেই আমি খুশি। তিনি যদি না চাইতেন তাহলে আমি এই যুগে আসতে পারতাম না। তিনি একমাত্র এলাহা যিনি বান্দার সকল ভালো মন্দ বিষয় অবগত আছেন।

IMG_1712890775263.jpg

তো বন্ধুরা আমার সামান্য মেধা দিয়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি বিদায় নেওয়ার আগে প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,
@xhadhin @sabus এবং @baizid123 আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি ।আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...