শুভ সন্ধ্যা
ঘরবাড়ি অথবা কোম্পানিতে আগুন ধরার পর আমরা এদিক-ওদিক ছুটতে থাকে অনেকটাই দিশাহারা হয়ে যায় কোন দিকে যাব সেটা ভেবে উঠতে পারিনা তবে আমরা যদি একটু সচেতন হই তাহলে দেখবেন কোথাও ধরার পর আপনার অতটা ভয় লাগবে না মনের ভিতরে প্রতিটা শপিং কমপ্লেক্সে অথবা ফ্যাক্টরি বাসা বাড়ি ইত্যাদি জায়গায় এই পাউডার ও গ্যাসের বোতলগুলো আগে থেকেই রেখে দেওয়া হয় যাতে করে আগুন ধরলেই তৎক্ষণিক শিখার মোকাবেলা করা যায়।
যাইহোক এবিসি পাউডার ও সিও গ্যাস কিভাবে ব্যবহার করব দেখে নেওয়া যাক।
co2 কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যবহার। পরীক্ষা করা হলো কিন্তু আগুন নেভেনা। ইলেকট্রিক্যাল ফায়ার গ্যাস।
ব্যবহারবিধি,
Abc পাউডার একটি বোতলে ৯ কেজি থাকে এটা অনেকটাই ভারি যে কেউ সহজে উঠাতে পারবে না তবে এটা কেরি করার সহজ উপায় রয়েছে। আপনি এটা হাতে করে নিয়ে মাটির উপরে ফেলে টানতে টানতে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন ।
আর যারা নয় কেজি ওজন ওঠাতে পারবে তারা উঁচু করে নিয়ে প্রথমে ঘাড়ের ছোট্ট একটি পিন লক রয়েছে সেটা ডাইনে বামে মোড়া দিয়ে হালকা টান দিয়ে খুলে বের করে নিয়ে আসতে হবে তারপর পাইপের মুখ বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে চাপ দিলেই বোতল থেকে বেরিয়ে আসবে এই পাউডার।
প্রথমে আপনাকে দেখতে হবে আগুন একজাস্ট কোথায় ধরছে তারপর যেটা দেখবেন সেটা হল বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে। বাতাস যে দিকে প্রবাহিত হচ্ছে , তার বিপরীত সাইটে দাঁড়িয়ে আগুনকে টার্গেট করে এই পাউডার আগুনের উপরে মারতে হবে। আরো একটি বিষয় হল আগুন থেকে কমপক্ষে আপনাকে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে যাতে করে আগুনের ফুলকি এসে আপনার শরীরে না পড়ে ।
আর এই পাউডার গুলো মারার সময় অবশ্যই কিছু সেফটি আপনাকে মেন্টেন করতে হবে। প্রথমত চোখে চশমা লাগাতে হবে দ্বিতীয়ত যদি ফায়ার জ্যাকেট থাকে তাহলে সেটা পরে নিবেন। আর হেলমেট থাকলে তো আরো ভালো। যদি এসব কোন কিছুই আপনার আশেপাশে না থাকে তাহলে জাস্ট দূরত্ব বজায় রেখে খুব সহজেই আপনি আগুন নিভাতে পারবেন।
পরিপূর্ণ সেফটি ।
সেফটিডে ওই দিনের শেষ কার্যক্রম।
মালয়েশিয়ার ফায়ার সার্ভিস আমাদেরকে সবকিছুর প্রশিক্ষণ দিয়েছে আমি নিজেই সেখানে উপস্থিত থেকে খুব ভালোভাবেই কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করেছি। তারপর তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনছি। তাদের এই কাজ সম্পর্কে আমাদেরকে আরো অনেক কিছুই অবগত করছেন।
সবকিছু শেষ করার পর দুপুর বারোটা ত্রিশ মিনিটে আমরা খাওয়া-দাওয়া শুরু করি অর্থাৎ আমরা নিজেরাই ছাগলের মাংস ও মুরগির মাংস বারবিকিউ করে খেয়েছি সেই সাথে মালয়েশিয়ার ফায়ার সার্ভিসরাও যোগ দিয়েছিল। খাওয়া-দাওয়ার এই পর্ব প্রায় দুপুর একটা দশ মিনিট পর্যন্ত চলে তারপরে আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
নামাজ পড়ে এসে আরো কিছু মাংস বারবি কিউ করার বাকি ছিল তারপর সেগুলো সবাই মিলে পুড়িয়ে আনন্দ করে খেয়েছি। ১০ বছর পূন্য হওয়া সেফটিডে মিটিং আমরা এভাবেই সেলিব্রেশন করছি।
@mdsahin111 চাকরি করবার সময় যে ভেন্ডার দের সুরক্ষার দায়িত্ব কোম্পানি দিয়েছিল, তারা দেখতাম প্রতিদিন সকালে মিটিং করতো এবং আমাদের একবার ট্রেনিং দিয়েছিলেন, যদি কখনও বিল্ডিং এ বিপদ ঘটে তাহলে কিভাবে মাথা শান্ত রেখে ইমার্জেন্সী এক্সিট ডোর ব্যবহার করতে হবে!
পাশাপশি, এটাও দেখানো হয়েছিল ব্যস্ত নয়, বরং লাইন ধরে ইমার্জেন্সী জ্যাকেট ব্যবহার করতে হবে, সঙ্গে হেলমেট!
আমাদের সেদিন বেশ মজা লেগেছিল বিষয়টি, কারণ এটা একটা নতুন বিষয় ছিল আমাদের জন্য।
আগুন নেভানোর ট্রেনিং সেই ভেন্ডার দের দেওয়া হতো, এবং প্রতিটি ফ্লোরে ছিল একাধিক ইমার্জেন্সী এক্সিট।
আমি কাজ করতাম ১৪ তলায় এবং সেই বিল্ডিং এর পরিকাঠামো বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুদিক থেকেই ছিল অসম্ভব সুন্দর!
বিপদকালীন সবরকম ব্যবস্থার কথা সঙ্গে ব্যাক্তিগত সুরক্ষার দিক মাথায় নিয়ে সেটি তৈরি ছিল।
হাজারো ক্যামেরার বেষ্টনীতে ঘেরা অফিসে যেখানে ছিল সুরক্ষার পাশাপশি শৃঙ্খলা, আপনার লেখা পড়ে সেই অভিজ্ঞতার কথা মনে পড়ে গেলো আর একবার!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 1
Congratulations! Your post has been upvoted through @steemcurator03. Good post here should be..Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@radjasalman sir, thank you so much for supporting me ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই ভাই অসাধারণ একটি পোস্ট, পোস্টটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পরিদর্শন করার জন্য, আমার পোস্টটি আপনার কাছে অনেক ভালো লাগছে শুনে ভালো লাগলো। নিত্য নতুন আরো ভালো আর্টিকেল আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit