Some happy moments at the dinner party.

in hive-120823 •  14 days ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় বন্ধুরা

শুভ সকাল,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। গত দুইদিন কিছু ব্যস্ততার কারণে কোন পোস্ট শেয়ার করতে পারি নাই। তবে আজকে আপনাদের মাঝে কোম্পানির ডিনার পার্টিতে আনন্দময় কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরতে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

IMG-20241207-WA0050.jpg

আপনারা হয়তোবা অনেকেই জানেন আমাদের কোম্পানিতে প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে একটি ডিনার পার্টির আয়োজন করে থাকে। সেখানে আমাদের কোম্পানির সকল কর্মচারী উপস্থিত হয় অনেক বড় বড় বসেরা সেখানে আসে। মালয়েশিয়ার সকল ইয়ার লিকুইড কোম্পানির সকল দায়িত্বশীল কর্মচারীরদের সাথে বড় বড় বসেদের সাক্ষাৎ এই ডিনার পার্টির মাধ্যমেই কিছু আনন্দময় সময় অতিবাহিত করে। কাজের বাইরে ও কিছু কিছু সময় আনন্দ করলে মানসিক চাপ অনেকটাই কম থাকে।

IMG-20241206-WA0081.jpg

শুক্রবারের দিন একটা পর্যন্ত ডিউটি ছিল মূলত পাঁচটার সময় ডিনার পার্টিতে যেতে হবে বলে। একটা পর্যন্ত ডিউটি থাকলেও এই দিনের ফুল বেতন কোম্পানি দিয়ে দিবে। এক টার সময় বাসায় এসে খাওয়া-দাওয়া শেষ করে এবার কিছু সময় ঘুমিয়ে নিলাম ঘুম থেকে চারটের সময় উঠে গুছিয়ে বেরিয়ে পড়লাম আমরা চারজন একটি টেক্সিতে পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে।

IMG-20241207-WA0056.jpg

IMG-20241207-WA0054.jpg

হোটেলে যেতে আমাদের প্রায় এক ঘন্টা ২০ মিনিট মতো সময় লাগে যায় ।‌সেখানে গিয়ে দেখি আমাদের আগে অনেকে এসে পৌঁছে ‌ আবার এখন অনেকেই আসতে বাকি আছে। তবে তারাও আধা ঘন্টার ভিতরে এসে যাবে সন্ধ্যা সাতটা থেকেই মূলত ডিনার পার্টির সমস্ত কার্যক্রম শুরু হয় তবে এর আগে থেকেই মানুষ আসছে । সেখানে ছবি উঠানোর বিভিন্ন রকম ক্যামেরা স্টেডিয়াম তৈরি করছে অনেকেই সেখানে গিয়ে ছবি তুলছে আনন্দ করেছে।

IMG_20241206_190009.jpg

IMG-20241206-WA0097.jpg

একটি কোম্পানিতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে হিন্দু-বৌদ্ধ মুসলিম খৃষ্টান আরও অনেক কিছুই যারা যেমনটা খেতে ইচ্ছুক তেমনটাই খাচ্ছে বিভিন্ন রকম শরবত পানীয় সেখানে পরিবেশন করছে। আমাদের কোম্পানির সুপারভাইজার সে প্রচুর পরিমাণ অ্যালকোহল খেতে পারে সে মূলত এমন পার্টিতে যায় অ্যালকোহল খাওয়ার জন্য। এছাড়াও যারা এ ধরনের পানিও খেতে ইচ্ছুক তারা নির্দ্বিধায় খাচ্ছে। আবার যারা খেতে ইচ্ছুক না তারা ফলের জুস, সেভেন আপ, কোকাকোলা, এগুলো খাচ্ছে।

IMG_20241206_185119.jpg

IMG_20241206_190248.jpg

সন্ধ্যা ৭ টা থেকেই এবার রাতের খাওয়া শুরু হয়েছে মূলত সব চাইনিজ খাবার পরিবেশন করছে। আমরা তো এগুলো খেতে পারি না আমার দেখেই কেমন কেমন লাগছে তবে কিছু কিছু খাবার খেয়েছে যেমন চিংড়ি মাছ, কোরাল মাছ, মুরগি ভাজি, ভাত ফিরাই এ ধরনের যেগুলো খেতে পারি আর কি সেগুলোই আমি খেয়েছি।

IMG-20241206-WA0027.jpg

IMG-20241206-WA0032.jpg

তবে একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এবার যে অনুষ্ঠানটা করছে এটা মূলত সৌদি আরব কালচার এবং সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক কার্যক্রম প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাজিয়েছে। অনেকেই সৌদি আরবের পোশাক পড়ে এসেছে আবার অনেকেই সেই যুগের ফেরাউনের পোশাক পরিধান করছে আবার একজন তো সৌদি আরবের উট চালকের পাঠ তুলে ধরছে কিভাবে সৌদি আরবের মানুষ অনেক যুগ ধরেই উটের পিঠে এক জায়গা থেকে আরেক জায়গায় আহরণ করে সেই বিষয়গুলো ফুটিয়ে তুলছে।

IMG-20241206-WA0072.jpg

IMG-20241207-WA0051.jpg

এছাড়াও গান-বাজনা, ড্যান্স, স্বাভাবিক একটি পার্টিতে যেভাবে উপস্থাপনা করে ঠিক সেভাবেই অনুষ্ঠান করছে যাই হোক সব মিলিয়ে স্মৃতির পাতায় আরো একটি সুন্দর রাত লিপিবদ্ধ হলো।

IMG-20241207-WA0076.jpg

IMG_20241206_205128.jpg

এখানকার কিছু কিছু ছবি আমাদের কম্পিউটার whatsapp গ্রুপ থেকেই ডাউনলোড করে ব্যবহার করছি আবার অনেক ছবি আমার নিজের তোলা।

IMG-20241206-WA0054.jpg

তো বন্ধুরা এ গুলোই ছিল কোম্পানির ডিনার পার্টিতে যাওয়ার আনন্দময় কিছু মুহূর্ত আর সেগুলি আপনাদের কাছে তুলে ধরছি। আমার লেখার ভিতর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এমন ডিনার পার্টিতে অংশ নেয়াটা আমার অনেক দিনের শখ, যদিও এমন অপারচুনিটি আসে না । তবে আপনার আজকের ব্লগ দেখেই আন্দাজ করতে পেরেছি কতটা মজা করেছেন। দারুণ আয়োজন। আপনার সাথে সবারই ভালো বন্ডিং আছে তা বোঝা যাচ্ছে।