STYLE ME: Uniforms And Occasions"

in hive-120823 •  3 months ago 

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করছে কেননা নতুন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা নতুন কিছু শিখতে পারি, প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই @njisoro আমার এই প্রিয় ভাইকে যিনি আমাদের জন্য এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন।

IMG_20241013_073938.png

ভূমিকা,

পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, তবে যদি স্টাইলিশ কোন পোশাক হয় তাহলে তো কথাই নাই, একটি দল যখন এক রকম পোশাক পরে তাদেরকে অন্য মানুষের থেকে ভিন্ন রকম লাগে এবং মানুষ তাদেরকে তাকিয়ে থাকে। এটা দেখতে যেমন সুন্দর তেমন ভিন্ন রকম আকর্ষণ।

Tell us the event the preceded costumes(be detailed)

ভ্রমণের পোশাক
সাধারণত আমরা ভ্রমণে যাই বিভিন্ন স্টাইলিশ পোশাক পরে তবে যদি কোন টিম একসাথেই ভ্রমণের যায় তাহলে তাদের এক্টিভিটিস ভিন্ন রকম থাকে যেমন আমাদের । আমরা গত কয়েকদিন আগেই আমাদের কোম্পানি থেকে ভ্রমনে গিয়েছিলাম আর সেখানে আমরা একই ধরনের পোশাক পরি । যা আমাদেরকে অন্যদের তুলনায় ভিন্ন রকম লাগছিল।

IMG-20241006-WA0256.jpg

একই রকম পোশাক শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না কিছু কিছু অঙ্গভঙ্গিতে ছবির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি হয় । আমরা এখানে একাধিক ব্যক্তি একই রকম স্টাইল করে যখন একটি ফ্রেমে ছবি উঠিয়েছি তখন দেখতে ভারী সুন্দরী লাগছে।

এই ছবিটা আমার কয়েক বছর আগের উঠানো এটাও একটি ভ্রমণের ছবি আমরা এখানে চেষ্টা করেছিলাম যে একটু ভিন্ন স্টাইলে ছবি উঠাতে এবং কয়েকবার চেষ্টা করার পর আমরা খুব সুন্দর একটি ছবি ওঠাতে পারছিলাম।

IMG-20221002-WA0001.jpg

Tell us how much it costs to purchase such an attire in your country and how durable each material is.

আমাদের টিম এখানে যে পোশাক পরিধান করছে এর মূল্য খুব একটা বেশি না। তবে এই টি শার্ট ডিজাইনগুলো আমরা নিজেরাই করে থাকি এর জন্য আলাদা প্রতিযোগিতা তৈরি করা হয়। একমাস আগে ৪০ টাকা ৪৫ জন এই টি-শার্ট ডিজাইনের অংশগ্রহণ করে এর ভিতরে যার ডিজাইন সবচাইতে বেশি স্টাইলিশ এবং সুন্দর হয় তারটাই সিলেক্ট করা হয়। ভ্রমণের টি শার্টের দুইটা দিক নির্ধারণ করা হয় একটি হল আপনি কোথায় যাচ্ছেন সেটার উপর ভিত্তি করে ডিজাইন করতে হয় দ্বিতীয়ত হল ডিজাইনের উপরে আপনার লেখা মূল্যায়ন করা হয়।

received_412803465197818.jpeg

যাইহোক আমি যেহেতু মালয়েশিয়ায় থাকি তাই এই পোশাকের দাম একটু বেশি অন্যান্য দেশের তুলনায় এই পোশাকটির মূল্য,

মালয়েশিয়ার রিঙ্গিতস্টিমিট কয়েন
২০৯৭

এই পোশাকগুলো খুবই আরামদায়ক এগুলো পরলে গরম কম লাগে যেহেতু মালয়েশিয়ার আবহাওয়া গরম তাই পোশাকগুলোকে কেমন ভাবে বানানো হয় যা পড়লে গরম কম লাগে। এই টি-শার্টগুলো একেবারে হালকা এবং অনেক পাতলা তবে এই পোশাকগুলো পরার পর আপনি যদি ঘেমে যান তাহলে আপনার শরীরের কাঠামো ভেসে উঠবে না। আনুমানিক এই পোশাকগুলো দুই থেকে তিন বছর পর্যন্ত একটি মানুষ ভালোভাবে পরতে পারবে কিন্তু টি-শার্ট কেউ এতদিন ব্যবহার করে না । কিছুদিন ব্যবহার করে আবার নতুন টি-শার্ট কেনে।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @xhadhin @sabus @karobiamin71 প্রিয় বন্ধুরা আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

আমার সামান্য জ্ঞান থেকে প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি আমার লেখার ভিতর কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...