The October #2 contest by @sduttaskitchen|If I won 2 BTC!

in hive-120823 •  last month 

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আলহামদুলিল্লাহ আরো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালোলাগা কাজ করছে । এই প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেকেই তাদের নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করছে এখন আমিও আমার মত করে একটু স্বপ্ন দেখি। তো চলুন প্রশ্নের উত্তর খোঁজা যাক।

IMG_20241022_171104.pngsource Edited By Canva
if you won 2BTC tomorrow? Explain your feelings!

আমি যে কোথা থেকে শুরু করব তা ভাবতে পারছি না । কেননা 2 বিটকয়েনের কথা শুনলেই যেন একটু পরপর আত্মহারা হয়ে যাচ্ছি। বিটকয়েন বলে কথা না আমরা যখনই কোন কিছু জিতি অথবা কোনভাবেই পেয়ে যাই তখন আমাদের আনন্দ কোন অংশ কম থেকে না। কিছুদিন আগে যখন প্রতিযোগিতায় আমি তৃতীয় নম্বর হয়েছিলাম তখনও আমি অনেক খুশি হয়েছিলাম।

bitcoin-7168736_640.pngsource

আমি যদি গতকালকে দুই বিটকয়েন পেয়ে যাই অথবা আমার বাইনান্স ওয়ালেটে দুই বিটকয়েন চলে এসেছে তাহলে সর্বপ্রথম সুন্দর করে অজু করব তারপর সিজদায় লুটিয়ে পড়ব শুকরিয়া জানাবো আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার যিনি আমাকে এই রিজিক দান করেছেন।

তারপর ঘরে দরজাটা বন্ধ করব যদি প্যান্ট পরা থাকে একটা লুঙ্গি পরবো টিপির ভলিউম সম্পন্ন দিয়ে লুঙ্গি ড্যান্স গান চালু করব এবং কিছু সময় গানের তালে তালে নিজেও আনন্দ করবো। যদিও এগুলো কাল্পনিক কথা তবে লিখতে ভালই লাগছে।

What would be your planning with that 2 BTC?

দুই বিটকয়েন পাওয়ার পর আমার পরিকল্পনা খুব সিম্পল থাকবে, যেমন:-

১/ 2 বিটিসি এর সমস্ত অর্থ দিয়ে steemit কয়েন ক্রয় করব।
২/ আমাদের পরিবারের সকলকেই প্রথমে সাপোর্ট দিব।
৩/ প্রতিদিন যে রেওয়ার্ড আসবে তার কিছু অংশ দিয়ে এতিম ও বৃদ্ধাশ্রম চালাবো দুইটা একসাথে খুলবো যাতে করে এতিম বাচ্চারা বাবা-মায়ের যত্ন পায়।
৪/ সমস্ত ধর্মের এতিম শিশুদের পড়ালেখার জন্য একটি স্কুল খুলবো সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা গ্রহণ করতে পারবে।
৫/ সমাজের সবচাইতে হতদরিদ্র মানুষের পাশে থাকবো।
এই সমস্ত কর্মের মধ্য দিয়ে নিজেকে সবসময় ব্যস্ত রাখবো এবং এর মধ্যে থেকেই নিজের আনন্দ খুঁজে নেব। আমি ইতিমধ্যে অনেক আর্টিকেল পড়ছি অনেকের অনেক পরিকল্পনা সম্পর্কে জানতে পারছি। তবে নিজের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন । আমি মূলধন না হারিয়ে মূলধন থেকে যেটা আসবে সেটা দিয়েই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করব।
যদিও এই কাজগুলো আমার মত মানুষের কাছে অনেকটাই স্বপ্নের মত। কেননা প্রতিটা প্রজেক্টে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন । তবে আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ সুবাহানাতালা চাইলেই যে কারো মাধ্যম দিয়েই এই সুন্দর পরিকল্পনা গুলো বাস্তবায়ন করতে পারেন।

Do you believe if we want something by heart and work accordingly, we can achieve it?

এই প্রশ্নের উত্তর আমি বলব যে এটা অবিশ্বাস করার কোন কারণ নাই । কেননা আমি নিজেই সাক্ষী একটি বিষয়ের উপরে আমি হৃদয় দিয়ে একটি জিনিস চেয়েছিলাম এবং তা কিছু মাস পরেই অর্জন করতে পেরেছি।

keyboard-4664732_1280.jpgsource

আধুনিক এই সমাজ ব্যবস্থা কিভাবে এসেছে কারো না কারো মাধ্যম দিয়েই নিত্য নতুন জিনিস পেয়েছি । কেউ হয়তোবা গাড়ি আবিষ্কার করেছে আবার কেউ উড়োজাহাজ আবিষ্কার করেছে প্রতিটা গবেষণা ও আবিষ্কার তারা হৃদয় দিয়ে চেয়েছে বলেই তো সেগুলো অর্জন করতে পেরেছে। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে আমরা যদি হৃদয় দিয়ে কিছু চাই এবং সেই অনুযায়ী কাজ করি তবে আমরা তা অর্জন করতে পারি।

তো বন্ধুরা আমার সামান্য জ্ঞান থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার লেখা শেষ করার আগে প্রতিযোগিতা নিয়ম অনুযায়ী তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,
@sifat420
@mou.sumi
@yoyopk
প্রিয় বন্ধুরা আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোস্টটি খুবই সুন্দরভাবে লেখা! বিটকয়েন জেতার পর আপনার অনুভূতি এবং পরিকল্পনা জানাতে পেরে খুব ভালো লাগলো। আপনার পরিকল্পনাগুলি অত্যন্ত মহৎ—এতিম শিশুদের জন্য স্কুল খোলা এবং বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আপনার এই স্বপ্নগুলো বাস্তবায়িত হলে অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।