The September #1 contest by @sduttaskitchen|Weird habit I want to change!

in hive-120823 •  24 days ago  (edited)
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ বিকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। অদ্ভুত এই বিষয়টি আমাদের এডমিন ম্যাডামের মাথায় যে কেমনে আসলো সেটা আমি বলতে পারব না। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। কেননা আমি সহ অন্যদেরও অনেক অদ্ভুত অভ্যাসের বিষয় নিয়ে লেখা পড়তে পারছি।
IMG_20240907_231459.png ক্যানভা দ্বারা সম্পাদনা করা হয়েছে
Share your weird habits with us!

সত্যি কথা বলতে আমার নিজের ঢোল আমি নিজেই পিটাচ্ছি। আমি একজন নন্ম , ভদ্র ছেলে । অদ্ভুত আচরণ আমি খুব কম করে থাকি তবে কিছু কিছু অদ্ভুত অভ্যাস আমার ভিতরে রয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি।

IMG_20240907_232421.jpg

  • ১‌। এক নম্বরে আমি রেখেছি ফোন দেখা আমি যখন সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা ইউটিউব দেখতে থাকি তখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় । তবুও ফেসবুক ও ইউটিউব দেখা বন্ধ করতে মনে চায় না মনে হয় আরো দেখি। এমনকি খাবার সময় টেবিলের ফোন রেখে ফোন দেখি আর ভাত খাই।তবে আমার গুরুজনেরা সামনে থাকলে ভদ্র ছেলের মত বেশ ধরে থাকি।

  • ২ । আমার মনটা খুবই নরম দুঃখের কোন সিনেমা দেখলে চোখ দিয়ে জল চলে আসে। অথবা কারোর দুঃখের কথা শুনলে খুবই খারাপ লাগে। এইজন্য এই নরম মনের মানুষকে অনেকেই ধোকা দিয়ে বোকা বানিয়েছে।

  • ৩। আমার জীবনের অদ্ভুত কর্মকাণ্ডের ভিতর আরেকটি হলো পছন্দ,🤔 আমি আমার নিজের জন্য কোন কিছুই পছন্দ করতে পারিনা যেমন আমি দোকানে জুতো কিনতে গেলে মনে পড়ে আমার বন্ধু এ ধরনের একজোড়া জুতো পরে তাই আমি এটা কিনব না আমি ভিন্ন একটি ডিজাইনের জুতো কিনব। তবে কি মুশকিল দেখেন জুতোর দোকানদাররা তো একই ডিজাইনের হাজার হাজার জুতো তৈরি করে তাহলে জুতো কিনবো কিভাবে আমার তো পছন্দই হয় না। শেষ বেস অন্যের পছন্দের জিনিস কিনে বাড়ি নিয়ে আসতে হয়।😁😁

IMG_20240907_233221.jpg

Which habit among them do you want to change? Reason.

আমার নিজের মধ্যে অদ্ভুত অভ্যাসের ভিতরে সবগুলোই কিছু কিছু সংস্কার করা খুবই জরুরী। তবে এরমধ্য একান্তই জরুরি হলো সোশ্যাল মিডিয়া ইউটিউব অথবা ফেসবুক দেখা থেকে বিরত থাকা আমি যে ঘন্টার পর ঘন্টা ফেসবুক অথবা ইউটিউব দেখে সময় পার করি এটা যেমন আমার কাজের ক্ষতি তেমনি সময়ের অপচয়।

IMG-20220808-WA0000.jpg

আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, তাই আমি শয়তানের ভাই হওয়া থেকে মুক্তি পেতে চাই । আমি শয়তানের ভয় হতে চায় না। আমার নিজের মধ্যে লুকিয়ে থাকা এই অভ্যাসটি আমি পরিবর্তন করতে চাই, শুধু মুখে মুখে পরিবর্তন করতে চাই বললেই কি আর পরিবর্তন করা যায়। বিশ্বাস করেন আমার নিজের মনের সাথে যুদ্ধ করেই আমাকে পরিবর্তন করতে হবে। সেটা আজ হোক আর কাল হোক ইনশাল্লাহ আমি পরিবর্তন করবই।

Do you believe we all carry some habits that might be weird for others? Justify your answer.

আমি মনে করি এটা অবিশ্বাস করার কোন কিছু নাই কেননা প্রায় প্রত্যেকের মাঝে কিছু না কিছু অদ্ভুত অভ্যাস লুকিয়ে রয়েছে। যেমন একই দেশে আমরা যখন ভাষা বলি তখন দুজনের ভাষা দুই রকম। কিন্তু,মানুষ দেখতে একই রকম তার মুখের ভাষার ভিতরে ভিন্নতা এটা যেমন অদ্ভুত একটি বিষয় তেমনি আমাদের কর্মকাণ্ডের গুলো ভিতরে অনেক অদ্ভুত অভ্যাস লুকিয়ে রয়েছে যেমনটা আমি উল্লেখ করেছি। পছন্দের ক্ষেত্রে আমি আমার নিজের জিনিস সহজে পছন্দ করতে পারিনা বেশি অংশ সময় অন্যের পছন্দগুলো আমার প্রাধান্য দিতে হয়।

IMG_20240906_141018.jpg

তো বন্ধুরা আমার সামান্য এই মেধা দিয়ে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি জানিনা কতটুকু সঠিক উত্তর আমি দিতে পেরেছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমায় লেখার ভেতরে কোন ভুল হয়ে থাকে।

আমার লেখা শেষ করার আগে এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই, @radjasalman @baizid123 @amekhan @karobiamin71 প্রিয় বন্ধুরা আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

বন্ধুরা আমি আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনারা অদ্ভুত অভ্যাস সুনে আমার ভীষণ ভালো লাগলো, আপনার অভ্যাসের মধ্যে আমার একটা মিল রয়েছে তা হল আপনার মত আমিও পছন্দের জিনিস কিনতে গিয়ে হতভম্ভ হয়ে যায়, পরবর্তীতে অন্যের পছন্দ অনুযায়ী কিনতে হয় ।।
আপনাকে ধন্যবাদ জানাবো এই প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাই,তবে আমি এর আগেই অংশগ্রহণ করেছি। আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

এই প্রতিযোগিতায় আপনি আগেই অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগলো । তবে আমি এটা খেয়াল করি নাই , তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার পরিবর্তে আরো একজনকে মেনশন করবো ।

আরো কি বিষয় খুবই ভালো লাগলো যে আপনারও আমার সাথে একটি বিষয় মিল রয়েছে পছন্দ করার বিষয়টা। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

আহ্ ভাই,
খেয়াল না হতে এই পারে,সে জন্য ক্ষমা চাওয়া কিছু নেই, ,, ধন্যবাদ খুব সুন্দর গুছিয়ে রিপ্লাই দেওয়ার জন্য।

প্রথমেই আপনার জন্য শুভকামনা আপনি সেপ্টেম্বর মাসের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, বর্তমান অধিকাংশ মানুষের ভিতরে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ততা বেশি, ফেসবুক ইউটিউব দেখা শুরু করলে আর শেষ হয় না, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Loading...

আপনার অভ্যাসগুলোর সাথে আমার অভ্যাসের অনেকটাই মিল রয়েছে কারণ আমিও দীর্ঘ সময় ফোন দেখি আর কষ্টের মুভি দেখলে চোখ দিয়ে পানি চলে আসে।।

ধন্যবাদ আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করার পর নিজের অভ্যাসগুলো শেয়ার করার জন্য।।