দক্ষিণ আফ্রিকার কাছ থেকে, ২৪৩ রানে ম্যাচ জিতে 'সিংহাসন' ভারতের দখলে।

in hive-120823 •  last year 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সন্ধ্যা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশ্বকাপের আরেকটি ম্যাচ রিভিউ নিয়ে গতকালকে ভারতের ইডেন গার্ডেন্সে স্টেডিয়াম মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম ভারত।

Adobe_Express_20231106_2346580_1.png খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়ে কেনভা দ্বারা সম্পাদনা করা হয়েছে

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দুজনেই পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে দুজনের সাতটি ম্যাচ সাতটি তে‌ জিতে দুর্দান্ত ফর্মে। তবে গতকালকে হাড্ডাহাড্ডি লড়াই খেলা হবে এমনটাই মনে করেছিল দর্শক শ্রোতারা। দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে রানের তালিকায় শীর্ষ অবস্থান করছে। তবে ভারতের সাথে কেমন খেলবে চলুন জেনে নেওয়া যাক।

IMG_20231106_181117.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খেলার প্রথম অধ্যায়,

দক্ষিণ আফ্রিকার টস দিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা কে ব্যাটিংয়ে পাঠান। প্রতিদিনের মতো আজও শুভমন গিল কে সাথে নিয়ে রোহিত শর্মা ব্যাট করতে মাঠে নামেন। প্রথম ১০ ওভারে দুর্দান্ত খেলার উপহার দিয়েছে বিশ্বকাপ চলাকালীন এই প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯২ রানের দুর্দান্ত একটি ইনিং খেলেন রোহিত শর্মা।

IMG_20231106_181208.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আউট রোহিত শর্মা, তবে জন্মদিনে একাই লড়ে যাচ্ছেন বিরাট কোহলি। গতকালকে বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে ১০০ রান করে ভক্তদের কে উপহার দেন জন্মদিনের এই সেলেব্রেশন। এর পাশাপাশি শচীন টেন্ডুলকার ৪৯ তম সেঞ্চুরি রেকর্ড স্পর্শ করেন বিরাট কোহলি।

২৮ ওভার 2 বল শেষে ভারতের দলীয় রান ১৬৫ এদিকে কিং কোহলির আরও একটি হাফ সেঞ্চুরি। খেলায় ভারতের দায়িত্ব তার কাঁধে। কোহলিকে তার 49তম ওডিআই সেঞ্চুরি করতে আরও 50 রান করতে হবে।

IMG_20231106_181237.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

৩৮ ওভারের ভিতরে আরও একটি উইকেট হারালো টিম ইন্ডিয়া তবে রানের চাকা সচল রাখতে দুর্দান্ত পারফরমেন্স করল কে এল রাহুল অপরপ্রান্তে এখনো পর্যন্ত মাথা ঠান্ডা করে খেলছেন বিরাট কোহলি তার এই খেলাধরণ দেখে অনেকেই ধারণা করেন যে তিনি যে রেকর্ড করে যাবেন তা ভাঙ্গার কারণ ক্ষমতা নাই।

৪৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০০ রান পূর্ণ হল বাকি দুই ওভারে ২৬ রান নিয়ে সাউথ আফ্রিকাকে ৩২৭ রানের টার্গেটে দেন টিম ইন্ডিয়া।

IMG_20231106_181532.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খেলার দ্বিতীয় অধ্যায়,

আমি আগে উল্লেখ করেছি যে ২০২৩ বিশ্বকাপে সবচাইতে বেশি রানের ইনিংস খেলছে সাউথ আফ্রিকা ৩২৭ রানের এই টার্গেট তাদের কাছে কিছুই না।

IMG_20231106_181333.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

সাউথ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান ডিকক দুর্দান্ত খেলেন তবে মোঃ সামির বলে ইনসাইড আউট হয়ে অনেকটাই চাপের মুখে পড়ে যান সাউথ আফ্রিকা।

দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন সাউথ আফ্রিকা টিম পরবর্তী ব্যাটসম্যানরা আর সামনে দাঁড়াতে পারল না

IMG_20231106_181352.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

বার ওভার পাঁচ বলে সাউথ আফ্রিকা সংগ্রহ ৪০ রান তবে জাদেজা আবার ব্যাটিংয়ের পায়ে বলের আঘাত করেন, এই রাইমে হেনরিক ক্লাসেনকে মাঠের বাইরে নিয়ে যায়। বোলার শর্মাকে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিআরএস রিভিউ নিতে রাজি করান এবং এর ভিতর সফল হয় আরো একটি উইকেট হারালো সাউথ আফ্রিকা ।

IMG_20231106_181446.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

ভারতের বিধ্বংস বলেন সামনে কোন দল যেন পাত্তাই পাচ্ছে না প্যাচার বোলিংদের প্রতিটা বল যেন আগুনের গোলার মত বিপক্ষ ব্যাটসম্যানদের এসটামে আঘাত আনছে। সাউথ আফ্রিকা সর্বশেষ ২৭ ওভার ১ বল খেলে অলআউট হয়ে যান মাত্র ৮৩ রানে। আর ভারত টিম ২৪৩ সালের দুর্দান্ত একটি ইনিংস জয়লাভ করেন কর্মধারায় আটটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সিংহাসন ভারতের অধীনে।

তো বন্ধুরা এই ছিল ভারত বনাম সাউথ আফ্রিকা ওয়ানডে ক্রিকেট ম্যাচ রিভিউ। আপনারা যারা খেলা দেখছেন তারা তো অনেকেই জানেন কাল কিভাবে ভারত জয় লাভ করেছে আর যারা না জানেন তারা আমার লেখাটি পড়লে বুঝতে পারবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Hip hip hurray! Three cheers for India.🥳🥳🥳🥳🥳👏👏👏👏👏💃💃💃💃

এখন আমরা শুধু চ্যাম্পিয়নের আশায় আছি। 🏆