আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
- গল্পের শুরুতেই বলে রাখি মনু মিয়া, ও শ্রাবন্তী, এই গল্পের প্রধান ক্যারেক্টার !
★স্ত্রীর নাম শ্রাবন্তী স্বামীর নাম মনু মিয়া★
আমাদের আশেপাশে এরকম অনেক মনু মিয়া, শ্রাবন্তী রয়েছে! তা নিয়ে আজকে একটি গল্প শেয়ার করব আপনাদের মাঝে, আশা করছি সবার ভালো লাগবে। শ্রাবন্তী আর মনু মিয়া প্রায় দুই বছর তারা প্রেম করে, শ্রাবন্তীর এই পৃথিবীর বুকে মাও নাই বাবাও নাই! মনু মিয়ারও এই পৃথিবীর বুকে মা ও নেই বাবাও নেই! শ্রাবন্তী তার শৈশবকাল বেড়ে উঠেছে তার নানীর কাছে। মনু মিয়ারও শৈশবকাল বেড়ে উঠেছে তার প্রতিবেশী এক চাচাতো ভাইয়ের কাছে!
শ্রাবন্তীর সাথে মানু মিয়া প্রথম দেখা হয়েছিল এক রাস্তার পাশে! তখন থেকেই মনু মিয়ার মন কেড়ে নেয় শ্রাবন্তী, পরবর্তীতে মনু মিয়া জানতে পারলো, পাশের বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করে শ্রাবন্তী। সময়ের সাথে-সাথে মনু মিয়ার আর শ্রাবন্তীর ভালোবাসা শুরু হল, প্রায় অনেকটি বছর তাদের মধ্যে ভালোবাসা হয়, এবং দীর্ঘ দুই বছর পর তাদের ভালোবাসার! পূর্ণতা পেল তাদের বিবাহ র মাধ্যমে।
তাদের সুখের সংসারে দীর্ঘ এক বছর পর জমজ সন্তান জন্মগ্রহণ করে ! দুটি বাচ্চা ফুটফুটে ছেলে ও মেয়ে। দেখতে পুরাই চাঁদের মতো চেহারা অনেক মায়াবী চেহারা।
নতুন দম্পতি সারাদিন বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। শ্রাবন্তীর আর মনু মিয়া, তারা দুইজন মিলে ছেলের নাম রাখছে, সম্পদ, আর মেয়ে নাম রাখছে, রত্না!
মানু মিয়া রাজমিস্ত্রির কাজ করে, যা সারাদিন টাকা উপার্জন করে তা দিয়ে পরিবারের জন্য বাজার করে বাসা নিয়ে যায়, গল্পের শুরুতে আমি বলতে ভুলে গিয়েছিলাম। মনু মিয়ার একটি বদ অভ্যাস আছে, মনুর পকেটে টাকা থাকুক, আর না থাকুক, শ্রাবন্তীর জন্য প্রতিদিন বাসায় ফেরার সময়, এক টাকা দামের চকলেট বা দুই টাকা দামের চুইংগাম শ্রাবন্তীর জন্য নিয়ে যেত।
এই ছোট্ট একটি ভালোবাসার আদান-প্রদান শুরু হয়েছিল! যেদিন থেকে শ্রাবন্তী আর মনু মিয়ার প্রেম শুরু হয়েছিল। এইসব বিষয় সব সময়, শ্রাবন্তী মনু মিয়াকে বকাবকি করত, বলতো শুধু-শুধু টাকা নষ্ট করা। এটা তোমার একটা বদ অভ্যাস, আর মনু মিয়া বলতো এটা বদ অভ্যাস হলেও আমার কাছে ভালো লাগে। এটা আমার ভালোবাসা প্রকাশ পায়, আমি তরে কত ভালোবাসি!
আমি বুড়া বয়স পর্যন্ত, তোর জন্য কিছু না কিছু নিয়ে আসবো। তখন শ্রাবন্তী মুচকি হেসে চলে যায় মনুর পাশ থেকে! আর ওই সময়ে মনু বলে শরম পাইছদ শ্রাবন্তী, তখন শ্রাবন্তী বলে শরম পামু না! আপনি যেখানে খুশি ঐখানে শুধু প্রেমের কথা বলেন, নারীদের লজ্জা হলো অহংকার, এটা আমার নানি বলতো।
আজকের জন্য এই গল্পটি এখানে ই সমাপ্ত দিলাম! আশা করি দ্বিতীয় বা তৃতীয় পর্বে গল্পটি শেষ করব।
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে,তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝেমধ্যে এমন গল্প পড়তে ভীষণ ভালো লাগে, একটা সময় ছিল আমি আমার হাজবেন্ডের দেখাদেখি খুব জীবন গল্প শুনতাম এবং অনেক কিছু শিখতাম সেখান থেকে।
আজ কিছুদিন পরে আবার একটা গল্প পরলাম। যদিও শেষ হয়নি তবে যতটুকু পড়েছি ভালো লেগেছে, আমাদের সমাজে এমন চরিত্র বহু রয়েছে, মনু মিয়া এবং শ্রাবন্তীর ভালোবাসার সংসারের গল্প শুনে ভালো লাগলো , সত্যি কথা বলতে কখনো টাকা দিয়ে বিচার করা যায় না ভালোবাসা।
অল্পতেই অনেক সুখী হওয়া যায়, পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পটি সম্পন্ন পড়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit