আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী, সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
Whatsapp থেকে সংগ্রহ করা ছবিটি
আজকে সকাল বেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। সকাল দশটা বাজে ঘুম থেকে উঠলাম। কারণ গতকালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়ে ছিলাম। গত কালকে রাত ছিল থার্টিফার্স্ট নাইট, মানুষ পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানাচ্ছে, এই পুরাতন বছরকে বিদায় দেওয়ার জন্য, আমি অংশগ্রহণ করেছি আমার বাড়ির ছাদ থেকে । ছাদে উঠেছি এই কারণে,ই রাত বারোটার পরে আমার বাড়ির আশেপাশে অনেক আতশবাজি ফুটিয়েছে ,এই আনন্দ দেখার জন্য আমি বাড়ির ছাদে ছিলাম। আমার সাথে ছিল আমার ছোট্ট ভাগ্নিটা আর আমার ভাতিজা ওরা গিয়েছিল, ওদের নানুর বাড়িতে। না হইলেও ওই থাকতো আমাদের সাথে।
Whatsapp থেকে ছবিটি সংগ্রহ করা
এর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে চার দিকে তাকিয়ে দেখি আজকে অনেক ঠান্ডা বাতাস বইছে বাহিরে, চারোদিকে কুয়াশায় ডাকা আমাদের এই শহরটা ছিল আজকে সারাদিন। আমি ব্রাশ করতে- করতে এইসব দেখছিলাম, পরে ফ্রেশ হয়ে নিলাম সকাল বেলার নাস্তা করলাম। পরে ঘরে চলে আসলাম, এসে কয়েক ঘন্টা মোবাইল ফোনে নাটক ,গান এই সব দেখলাম। পরে আমার এক বন্ধুকে ফোন দিলাম, বন্ধুর সাথে গতকালকে রাতেই কথা হয়েছিল, আমরা ঘুরতে যাব। বন্ধুও বললো হ্যাঁ তুই রেডি হয়ে থাকিস বিকাল বেলা আমরা ঘুরতে যাব। ব্যাস ফোনটা পরে কেটে দিলাম,
তারপরও কেন জানি ঘরে মন টিকতাছে না। বাহিরে বের হতে মন চাচ্ছে, পরে চিন্তা করলাম আমার ঘরটা আজকে একটু পরিষ্কার করি। পরে ঘরে জিনিসপত্র ও কম্পিউটার এই গুলো সব কিছু পরিষ্কার করলাম। পরে কবুতরের খাঁচায় পরিষ্কার করলাম পরে গোসল করলাম ইত্যাদি ব্যক্তিগত কাজগুলো দুপুর দুইটার দিকে শেষ করে,দুপুরের খাবার খেলাম। আজকে দুপুর বেলায় মন ভরে দুই ঘন্টা ঘুমাইলাম, কেননা গতকালকে প্রায় অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম।
বিকেলবেলা ঘুম থেকে উঠে বন্ধুকে ফোন দিলাম, বললাম কইরে বের হবি না। বন্ধু আমাকে বলল, তার পরিবারের ব্যক্তিগত কাজের জন্য সে বাহিরে যেতে হচ্ছে। এই জন্য আমাকে ফোন দেয় নাই। পরে আমি বললাম ওকে ঠিক আছে পরবর্তী সময় কোথাও ঘুরতে যাব নেয়। আর আমার ঘুরতে যাওয়া হলো না আজকে, কেন জানি একা-একা ঘুরতে মন চাচ্ছিল না আজকে । আমি আবার একা- একা ঘুরতে অনেক ভালো পারি, কিন্তু আজকে ভালো লাগছে না।
|
---|
|
---|
পরে বিকাল বেলায় বাসা থেকে বের হলাম, একটি মাদি কবুতর কেনার জন্য উদ্দেশ্যে। আমার বাড়ির আশেপাশে কবুতরের দোকান রয়েছে। ২টা দোকানে ঘোরাঘুরি করার পর, আমার কাছে পছন্দ হয়েছে। এই মেয়ে কবুতরটি অনেক কিউট, সাইজে অনেক ছোট এবং একটু গোলগাল। আমার বিশ্বাস এই মেয়ে কবুতরটি আকাশে কয়েক ঘন্টা উড়বে । এর জন্যই এই কবুতরটি কিনা, তারপর কবুতর নিয়ে বাসায় চলে আসলাম। ছেলে কবুতরের পাশের খাচায় যখন মেয়ে কবুতরটি রাখলাম। কবুতর টি তো পুরাই ভাগ-বাকুম করে ডাকছে মনের আনন্দেতে। কয়েক দিনের ভিতরেই জোড়া নিয়ে নেবে ইনশাল্লাহ।
পরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার কিছুক্ষণ পর ছোট বোন একটা রং চা দিল, আবার এই রং চা দেওয়ার আগে সে আমাকে বলছে। চা খেয়ে বলিস তো কেমন হয়েছে। রং চা,টা সত্যিই অসাধারণ ছিল। পরে কম্পিউটারটা ওপেন করলাম কয়েকদিন ধরে আমার seo ক্লাসের ভিডিও প্র্যাকটিস করি না। প্র্যাকটিস না করলে অনেক কিছু ভুলে যাই। এই ভিডিও দেখতে-দেখতে কখন যে রাত ৯ টা বেজে গেল বুঝতেই পারলাম না। পরে আম্মায় ডাকছে খাবারের জন্য এমনিতে বাহিরে অনেক ঠান্ডা বাতাস, পরে রাতের খাবার খাইলাম। এইতো আজকের দিনটা এভাবেই আমার শেষ হল।
★শুকরিয়া করি আল্লাহকে যে আমাকে আরেকটি দিনের বাঁচার সুযোগ করে দিল★
আমার যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে। তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই, নতুন বছরের শুভেচ্ছা ,আল্লাহ হাফেজ।
আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার। আপনার পরিবার এবং আপনার ছোট ছোট ভাতিজা ভাগ্নিদের নিয়ে অনেক বেশি ভালো থাকুন এই বছর এটাই কামনা করি উপর ওয়ালার কাছে। আসলে আমরা যতই ভালো থাকার চেষ্টা করি না কেন? দিন শেষে কতটা ভালো থাকতে পারি এটা নিজেদের কাছে একটা প্রশ্ন হয়ে থাকে।
ইটের গুড়া কবুতরের জন্য ক্যালসিয়াম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমিও জানতাম তবে আজকে আপনার ইট ভাঙ্গার পরিকল্পনা দেখে বেশ ভালই লাগলো। আসলে কবুতরদের জন্য একটু পরিচর্যা অবশ্যই প্রয়োজন। কারণ তাদের একটু যত্ন নিলে তারা কিন্তু খুব ভালোভাবেই আপনাকেও সুফল করে দিতে সাহায্য করে।
শীতের সময় ঘর থেকে বের হওয়া টা আমার কাছে একটা কষ্টকর বিষয় মনে হয়। আমার কাছে মনে হয় ঘরে থাকলেই বেশ ভালো। অন্ততপক্ষে কম্বলমুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকা যায় বা কোন কাজ করা যায়। সন্ধ্যার সময় গরম লাল চা খাওয়ার মজাটাই অন্যরকম, সাথে যদি কিছু গরম গরম মজার কিছু থাকে তাহলে তো আর কোন কথাই নেই। ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আপনার মন্তব্যটা মন ছুয়ে গেল আমার আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি মন্তব্য করার জন্য। আমি আপনার পরিবারের জন্য দোয়া করি, নতুন বছরে আপনাদের পরিবারের জন্য শুভ কিছু বয়ে আনুক। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ্, খুব সুন্দরভাবে আপনার দিনটি কেটেছে এবং তা দারুণভাবে বর্ণনা করেছেন। কবুতরের গল্প এবং নতুন বছরের আনন্দের অভিজ্ঞতা সত্যিই মন ছুঁয়ে গেছে। নতুন কবুতরটি নিশ্চয়ই আপনার ছাদে প্রাণবন্ততা আনবে।
SEO ক্লাসের প্র্যাকটিস চালিয়ে যান, ইনশাআল্লাহ্ ভবিষ্যতে কাজে আসবে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের প্রতি রহমত বর্ষণ করুন। নতুন বছরের শুভেচ্ছা রইল! আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ে খুব ভালো লাগলো, এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আমার বাসা থেকেও অনেক অনেক আতশবাজির শব্দ শুনে গিয়েছিল, যদিও আমরা বাসায় ফ্যামিলির সবাই মিলে আবার বারবিকিউ করেছিলাম। তাই আমাদের বাসাতেও বেশ ভালো একটা মজা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে, নতুন বছরের শুভেচ্ছা রইল।ভালো থাকবেন, সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম আপনি কবুতর পালন করেন। আপনার কবুতরের দুটি অনেক সুন্দর। আমার আগে অনেক ইচ্ছা ছিল কবুতর পালন করব। কিন্তু পর্যাপ্ত সময় না থাকায় করে উঠতে পারিনি। তবে ভবিষ্যতে কবুতর পালন করার ইচ্ছা আছে।
ভালো থাকবেন দাদা। নতুন বছর আপনার ভালো কাটুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা।আমার পোস্টটি করার জন্য আর এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দনএই। নতুন বছরটি যেন সকলের জীবনে সুখ- শান্তি ও মঙ্গল বয়ে আনে এই কামনা করি।
আমি যখন ছোট ছিলাম তখন আমার মা ও কবুতর পালতো। ইটের গোড়া যে কবুতরের জন্য ক্যালসিয়াম হিসেবে কাজ করে এটা আমার জানা ছিল না। আপনার ইট ভাঙ্গার ফটোগ্রাফি দেখে জানতে পারলাম ।বাড়িতে কবুতর পুসা ভালো।
কদিন যাবৎ শীত খুব বেশি পড়েছে। শীতের সন্ধ্যায় গরম গরম রঙ চা খেতে খুব ভালো লাগে । শীতের সময় গরম গরম চা শরীরের উষ্ণতা বাড়ায়।
যাই হোক, আপনার একটি দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ই চমৎকারভাবে নতুন বছরকে গ্রহণ করেছেন আর পুরাতন বছরকে বিদায় জানিয়ে।। আর এই জন্য আপনার রাতে বেশ ঘুমাতে দেরি হয়েছিল তাই সকালে উঠতেও দেরি হয়েছে।। আমি কখনো শুনিনি কবুতরের জন্য এগুলো অনেক উপকারী।। আপনার পোস্টের মাধ্যমে নতুন কিছু জানতে পেরে খুবই ভালো লাগলো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit