আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আজকে আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে চলে আসলাম। আশা করি সবারই পছন্দ হবে, তাহলে শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি!
প্রথমে আমি বলে রাখি, এই ছবিগুলো আমি অনেকদিন আগেই আমার ফোনে ছবি তুলে রেখেছিলাম। আজকে হঠাৎ করে ফোনের গ্যালারি ঘাটাঘাটি করতে বের হয়ে আসলো, এই ফুলের ছবি গুলো। তাই চিন্তা করলাম আপনাদের সাথে আমার মোবাইল ফোন দিয়ে তোলা কিছু ছবি শেয়ার করি।
প্রথমে গাঁদা ফুল দিয়ে শুরু করি! আমরা সকলেই জানি গাঁদা ফুল অনেক জনপ্রিয় একটি ফুল। এবং এই ফুলটি সকলেরই পছন্দ, গাঁদা ফুলের অনেক সুগন্ধ আছে। এই পৃথিবীর বুকে গাঁদা ফুলের বিভিন্ন জাত এবং বিভিন্ন রঙ্গে ফুল দেখা যায়। আমরা সচরাচর যেসব ফুলগুলো অফিসে,স্কুলে, বা বাড়িতে রোপন করে থাকি, এর মধ্যে উল্লেখযোগ্য গাঁদা ফুল বেশিরভাগই হয়ে থাকে।
কেননা এই ফুলটি দেখতে অনেক সুন্দর দেখায় এবং মানুষকে অনেক আকর্ষণ করে। তাছাড়া এই গাঁদা ফুলের আরেকটি বিশেষ কাজ রয়েছে! এই গাঁদা ফুলের পাতা দিয়ে রক্ত পড়া বন্ধ হয়, তাছাড়া এই গাঁদা ফুলের পাতা অনেক সুগন্ধ রয়েছে। এই গাঁদা ফুলের বেশিরভাগই মানুষ ব্যবহার করে থাকে! বিয়ের অনুষ্ঠানে এবং পূজাতে এছাড়া নানা ধরনের কাজে।
আপনারা উপরে যে ফুলটি দেখছেন, এই ফুলের নাম হলো; আফ্রিকান মেরিগোল্ডস এই গাঁদা ফুলটি সাইজের দিক থেকে! এবং অন্য গাঁদা ফুল থেকে অনেক বড় মাপের হয়ে থাকে। ও উজ্জ্বল হলুদ হয়ে থাকে এবং দূর থেকে কমলা ফুলের মাথার মত দেখা যায়! এই ফুলটি বিভিন্ন কালার হয়ে থাকে। এর মধ্যে সচরাচর বেশি দেখা যায় উজ্জ্বল হলুদ রঙের আর হালকা লালচে রঙের গাঁদা ফুল ইত্যাদি।
এই গাঁদা ফুলটিও আফ্রিকান মেরিগোল্ডস, এর উন্নত জাতের একটি হাইব্রিড ফুল, এই ফুলটি দেখতেও বেশ সুন্দর দেখায়। এর কালার টা কি! আমার জানা নেই, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন!
উপরের যে ফুলটি দেখছেন, এই ফুলটি নাম; মরিচ জবা বা লঙ্কা জবা নামে বেশ পরিচিত, জবা ফুল বিভিন্ন জাতের এবং ফুলের কালার হয়ে থাকে! আমি যতটুকু ইন্টারনেট থেকে জানতে পারলাম। জবা ফুল প্রায় ২৬ প্রকার হয়ে থাকে। আমরা সচরাচর যেসব জবা ফুলগুলো বেশি দেখতে পাওয়া যায়,আমাদের দেশে!
যেমন লাল জবা ফুল, সাদা জবা ফুল, গোলাপি জবা ফুল, এই জবা ফুল বিশেষ কারণেও ব্যবহার হয়ে থাকে! যেমন ওষুধের জন্য পূজার জন্য ইত্যাদি।
এই ফুলের নাম টা আমি সঠিক জানি না!
কিন্তু ফুলটা দেখতে, কলমি গাছের যে ফুল ধরে এই ফুলের মত দেখা যাচ্ছে। আমরা সবাই জানি কলমি গাছ সাধারণত রাস্তাঘাটে বন জঙ্গলে নদীর পাড়ে হয়ে থাকে। এই ফুলটি দেখতেও অনেকটা কলমি ফুলের গাছের মত!
বন্ধুরা আজকে আমার কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা কি সুন্দর ফুল দেখেই যেন চোখের শান্তি পাচ্ছি। গাঁদা ফুল আমি অনেক পছন্দ করি সেই সাথে জবা হলো,ছোটবেলা কত মালা তৈরি করেছি গাঁদা ফুল দিয়ে। তবে কেউ কখনো দেওয়া হয়নি,, সব সময় মালা গেঁথে নিজের হাতে রাখতে বেশ পছন্দ করতাম,, আজ আপনার পোস্ট পরে কোথাও গিয়ে যেন এই কথাটা মনে পড়ে গেল,,
বেশ কিছুদিন আগে আপনি এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলেন আজ সেগুলো শেয়ার করছেন তবে আমার দেখে কিন্তু বেশ ভালো লাগলো,, শেষের ফুলটার নাম আমারও জানা নেই তবে দেখতে বেশ ভালো লাগছে।। ধন্যবাদ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগছে আপু!
আপনার উপরে এই কথাটুকু পরে সত্যিই অনেক মজা পেলাম! কেন না, আপনি অনেক মজার মানুষ এবং অনেক ওপেন মাইন্ডেড ! হয়তোবা, মনের মানুষ আগে ছিল না। এখন তো ভাইয়া আছে। সামনে ১৪ ফেব্রুয়ারি আসতাছে তখন ভাইয়াকে নতুন করে আবার প্রপোজ করবেন। রমনার বট মূলে দুজন মিলে সারাদিন ঘুরবেন। আমার কথাগুলো ব্যক্তিগতভাবে নিবেন না মজা করে বললাম কিছু কথা, এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন ,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির মাঝে আমরা অনেক কিছুই দেখতে পাই কিছু ভুল আমাদের মন কেড়ে নিয়ে যায় আবার কিছু ফুল আমাদের মন ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমরা মানুষেরা এতটাই নিষ্ঠুর ফুল যখন সুন্দর থাকে সতেজ থাকে তখন আমরা সেগুলোকে খুব আগলে রাখি যখন তারা একটু নুয়ে পড়ে তখন আমরা তাদেরকে ফেলে দেই এটা করা কি মোটেও ঠিক।
ঠিক বেঠিকের হিসাব আসলে আমি কোনোভাবেই মেলাতে পারব না তার পরেও জীবনটাকে ফুলের মত সুন্দর করে সাজানোর চেষ্টা প্রতিনিয়ত অব্যাহত থাকে আজকে আপনি আমাদের সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো সত্যিই অসাধারণ শেষের যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটা আসলে আমি নিজেও জানিনা এটা কি আমরা সাধারণত বন্য ফুল বলে থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit