জাতীয় পতাকা( 💕National -Flag 💕)

in hive-120823 •  2 months ago  (edited)

আসসালামু আলাইকুম।আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি । ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল। আমি আজকে আমার কিছু ব্যক্তিগত কথা আপনাদের মাঝে শেয়ার করব!আপনারা কেউ ব্যক্তিগতভাবে কষ্ট নিবেন না ! যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।


WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHa49xLuiAHhEaYveXTfUJtmzKUDdMaxkrotZcgi7ozkFZCSiKVxm7neENhs3d8L7wNpd5fX3AuCh7cVuSGyc8BFg74uguAc7jKkADzz5G57p9fX2oUoFTh8afUUJL32EBUbwz92EHE2uWRSByYqg3cVyQJ8AUSvZnbq.png

সবারই মাতৃভূমি একটি দেশ থাকে আমি হয়তোবা বাংলাদেশের আর ! এই মাতৃভূমি দেশকে নিয়ে সবাই - সবার দেশকে নিয়ে অনেক গর্ব করে থাকে! আমিও করি আমার প্রিয় বাংলাদেশকে নিয়ে। বেশ কয়েকদিন ধরে - দেখছি বা খবরের শুনছি পতাকাকে অপমানোনা করা হচ্ছে পতাকা নিয়ে অপমানোনা করা আসলেই এটা খুব কষ্টের একটি বিষয় যা ব্যক্তিগতভাবে আমিও সাপোর্ট করিনা ! একটি দেশের পতাকা নিয়ে অপমানোনা করাকে একটি দেশের মান সম্মানের-হানি করা! এই পতাকার সাথে জড়িয়ে রয়েছে আমাদের সংস্কৃতি আমাদের লক্ষ মানুষের রক্তের দাগ যা অর্জিত হয়েছি একটি দেশ! আমার কাছে মনে হয় একটি দেশের জাতি তাদের সংস্কৃতি সবকিছুই এই একটি পতাকার মাধ্যমে প্রকাশ পায়। একটি বিষয় লক্ষ্য করেছেন সবাই !একটি দেশে সবাই খারাপ মানুষ থাকে না বা সবার মন মানসিকতা চিন্তা ভাবনা একরকম থাকে না। ভারত বলেন বাংলাদেশ বলেন দেখলাম দুই দেশেরই কিছু অগ্র মেজাজী মানুষ রয়েছে তারা - দুই দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করার জন্য খুব জোরদার ভাবে কাজ করে যাচ্ছে দেখে অনেকটাই খারাপ লাগলো সত্য কথা বলতে কি সবার উপরে মানুষ তার উপরে কোন কিছুই নয়। কোন ধর্ম নয় কোন জাতি নয় কোন জাত নয় ! সবারই রক্তের রং লাল কোন মানুষের রক্তের রং পেয়েছেন গোলাপী সবাই কিন্তু একটি নির্দিষ্ট সময় মারা যাবে তারপরও মানুষ বোঝে না বুঝেও বোঝেনা ।


আমরা কখনো ভুলবোনা

1000003962.jpg
Source


১৯৭১ সালে এই বাংলা ভাষার জন্য আমাদের পূর্ব পুরুষরা যুদ্ধ করে স্বাধীন করেছে! সর্বপ্রথম এই ভারত - আমাদেরকে সাহায্য করেছে ভারতের অনেক সেনাবাহিনী আমাদের যুদ্ধের সময় আমাদের পাশে থেকে তারা শহীদ হয়েছে এটা ভুলার মত নয় এটা আমার কথা না ইতিহাসের পাতায় লেখা রয়েছে সারা জীবন থাকবে। আমার মতে বাংলাদেশের - সবাই এটা জানে এইজন্য সবসময়ই আমরা ভারতের কৃতজ্ঞ প্রকাশ করি এবং পাশে থাকার চেষ্টা করি। আপনারা হয়তোবা জানেন না বাংলাদেশের মোট আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার এখন আর একটু বাড়ছে আমাদের বঙ্গোপসাগরে কিছু -চর জেগে গেছে এইজন্য আয়তন একটু বৃদ্ধি আর এখন আয়তন হলো ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গ কিলোমিটার - হয়েছে। এবং বাংলাদেশে মোট ৩৭টি বর্ডার রাস্তা রয়েছে এর মধ্যে ৩৪টি হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক আর বাকি তিনটা হলো মিয়ানমারের সাথে। পৃথিবীর মধ্যে পঞ্চম তম বর্ডার সীমানা বাংলাদেশ আর ভারতের মধ্যে-দৈর্ঘ্য ৪ ১৫৬ কিলোমিটার বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি জটিল বর্ডার সীমানা হিসেবে উল্লেখ রয়েছে। সারা পৃথিবীর মধ্যে মোট সিট মহল হলো ২৫৬ টি যার মধ্যে বাংলাদেশ ও ভারতের মাধ্যমে ১৬২ সিট মহল রয়েছে।


দুই দেশের মিল

1000003963.jpg
Source


বেশির ভাগই দেখা যায় এই দুই দেশের মধ্যে এশিয়ার সবচেয়ে বেশি মিল যা অন্যান্য দেশ অন্যান্য জাতি চায় না। ভারতের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের ভাষাগত দিক থেকে একই বাংলা ভাষা সংস্কৃতিক যদি ধরেন তাহলে দেখতে পাবেন দুই দেশের মানুষের পোশাক ধর্মী সংস্কৃতি কিছুটা মিল রয়েছে দুই দেশের মানুষই মাছে ভাতে বাঙালি বলে থাকে। এইজন্য আমরা বেশিরভাগই বাঙালিরা সবসময় ভারতের জন্য আমাদের একটি আলাদা টান থাকে তাদের সাথে বন্ধু ও সম্পর্ক করার সব সময়ই চেষ্টা করে থাকি ইত্যাদি।


আমি চাই ?

আমি চাই আমাদের এই দুই দেশের সু-সম্পর্ক যেনো সব-সময় থাকে ' আমাদের বন্ধুত্ব সম্পর্ক সবসময়ই ভালো থাকে আর ভবিষ্যতে যেনো আরও শক্তিশালী হয় একে অপরের যেনো আমরা প্রতিহিংসা না করি। ভারতবাসী আমাদের পাশে ছিল আর ভবিষ্যত থাকবে! এই আশা করছি।


বিশেষ কথা যা না বললেই নয়

কিছু সংখ্যা মানুষের জন্য আমাদের এই দুই দেশের সাথে এই ঝগড়া এত ঘৃণা যা আমাদের দুই দেশের জন্য শুভ হবে না খারাপ কিছুই হবে ইত্যাদি। কিছু মানুষের জন্য আমাদের জাতি আমাদের দেশকে কখনো ঘৃণার চোখে দেখবেন না। আর আমার বিশ্বাস ,একাত্তরের পর থেকে ভারত যেভাবে আমাদের পাশে থেকেছে আমাদের সাথে সু-সম্পর্ক ও বন্ধুত্ব সম্পর্ক রেখেছে ভবিষ্যতে ও রাখবে! আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই সব বিষয়ে নিয়ে- অতি শীঘ্রই ভারতের সাথে সমালোচনা করবে এই আশা নিয়ে আজকের ব্লগটি শেষ করলাম।


৪ - ডিসেম্বর -২০২৪

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমি সবসময়ই বিশ্বাস করি যে ,কারো কাছ থেকে সন্মান আশা করলে তাকেও যথাযথ সন্মান দিতে হবে। আর জাতীয় পতাকা কিংবা জাতীয় সংগীতের মতো বিষয়গুলির মর্যাদা আরো অনেক বেশি সেটা যে কোনো দেশেরই হোক না কেন।
কিছু সংখ্যক উগ্রবাদী কিংবা সাময়িক আবেগের বশবর্তী হয়ে কারোরই এমন কোনো কাজ করা উচিত না যেটা অন্য কাউকে আঘাত করে। উগ্রবাদ সবসময় অন্য উগ্রবাদিকে আরো উস্কে দেয়। এবিষয়ে সবাইকেই সংযত আচরণ করা উচিত।
সবাইকেই এমন আচরণ করা উচিত যাতে করে সবার সাথে সুসম্পর্ক থাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মনোযোগ দিয়ে আমার পোস্ট করার জন্য।