অদ্ভুত শহর(Strange City)

in hive-120823 •  17 days ago 

আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি । ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।

1000004336.jpg

অদ্ভুত শহর বা জাদুর শহর যেটাই বলেন না কেন আজব শহর ঢাকা শহর। এ ঢাকার শহরে কেউ হাজার হাজার টাকা মনোরঞ্জনের জন্য ব্যয় করে থাকে ! আবার কেউ ১০০০ টাকার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে থাকে তারপরও এক হাজার টাকা দুই দিনও ইনকাম করতে পারে না ! সবাইকে আসলে টাকা উপার্জন করতে পারে না টাকা অনেক মূল্যবান একটি সম্পদ যার কাছে আছে সে মূল্যায়ন করে না ! এই টাকা যার কাছে নাই সে অনেক মূল্যায়ন করে, মাঝে মাঝে দেখা যায় রাস্তার যখন অনেক জ্যাম থাকে বা রাস্তায় গাড়ির সিগন্যাল পড়ে তখন অনেকগুলো বাচ্চারা এসে ফুল বিক্রি করে আবার কিছু বাচ্চারা, আপনার কাছে এসে খাবার চাইবে টাকা চাইবে কিন্তু হয়তো আপনে ভাবতে ভাবতে হারিয়ে যাবেন পরে দেখবেন টাকা দিতে ভুলে গেছেন ! পরে হয়তো আপনি কোন একটা রেস্টুরেন্টে বসে আপনার বাচ্চাকে নিয়ে আপনি দামী খাবার খাচ্ছেন কখনো খেয়াল করেছেন যে বাচ্চাটা রেস্টুরেন্টের বাহিরে আপনার কাছে খাবার চেয়েছে কিন্তু আপনি তাকে খাবার দেন নাই!

1000004456.jpg

Source

ওই বাচ্চাটা আয়নার ওই - পাশ থেকে দেখছে আপনাদেরকে, রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন ওই তাকিয়ে রয়েছে নির্বোধ বালক দুই চোখে মায়া আর পেটে শুধু খিদার জ্বালা নিয়ে! আপনার বাচ্চার দুই চোখে শুধু আনন্দের ছোঁয়া আর আয়নার অপর পাশে ওই নির্বোধ বালকটি দুই চোখে খাবারের স্বপ্ন নিয়ে তাকিয়ে রয়েছে আপনার দিকে। এই সব বিষয় ভাবলেই আমার মনে হয় আমি যেনো দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এক পাশে আনন্দ মনোরঞ্জন আর অপর পাশে দুঃখ কষ্ট অবহেলা ক্ষুধার্ত এমন ঘটনা কি হয়েছে কখনো আপনার সাথে।

1000004457.jpg

Source

কিছু মানুষ আছে আপনার আশেপাশে! তাদের পেটে অনেক ক্ষুধা চোখে অনেক লজ্জা এই লজ্জার জন্য তারা কিছুই মুখে বলতে পারে না। না পারে সবার সামনে কান্না করতে না পারে সবার সাথে তাদের কষ্টের কথা বলতে।

আমাদের সবার উচিত

আমার বিশ্বাস আমাদের সবার উচিত এই সব ক্ষুদার্থ মানুষের দিকে একটু লক্ষ্য করা বিশেষ করে বাচ্চাদের প্রতি হয়তো তাদের সামর্থ্য নাই ! আমাদের সবার উচিত এই সব বিষয় নিজেকে সচেতন করা আর মাঝে মাঝে উপলব্ধি করা ! যে আমি কে ?

কিছু কথা

আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

৯ // ডিসেম্বর // ২০২৪

◦•●◉✿🌼ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য 🌼 ✿◉●•◦


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

একদম ঠিক কথা বলেছেন এ ঢাকা শহরটা একদম অদ্ভুত একটা শহর, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন শুধু রাস্তায় বের হলে তাকিয়ে থাকতাম। এবং চারিদিকে পরিবেশটা দেখতাম মানুষ কত অসহায় হতে পারে,,।

আবার এমনও দেখেছি যাদের পকেটে ৫০০০ টাকা থাকলেও তাদের চা খাওয়াও হয় না,, বা আড্ডা দেওয়া যাবে না,,। একদম ঠিক কথা বলেছেন আমাদের সবার উচিত এসব মানুষের দিকে লক্ষ্য রাখ তাদের পাশে একটু করে দাঁড়ানো।

তাহলে আমার মনে হয় আমাদের এই সমাজটা আরো সুন্দর হবে কিন্তু সত্যি কথা বলতে এই শহরে এমন মানুষের বড্ড অভাব।।