শৈশব-Childhood ||

in hive-120823 •  2 years ago 

প্রিয় বন্ধুরা।

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন এক লেখা নিয়ে পোস্ট করবো। আপনাদের দোয়া নিয়ে লেখা শুরু করছি।



children-1822704_1280.jpgpixabay

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7Psre...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png


আজ রমজানের প্রথম রোজা। গতকাল রাতে খতম তারাবি পড়ালাম, মোটামুটি ভালোই কষ্ট অনুভব করেছিলাম। কারন দীর্ঘ এক বসর যাবত কুরআন শরীফ সেভাবে পড়ার শরীক হতে পারিনি।

যাইহোক আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবেই শেষ করতে পেরেছি প্রথম প্রথম তারাবীর একাংশ। গত বসর গুলোতে এত কষ্ট করে পড়তে হতো না৷ কারন সেই সময়গুলোতে পড়তিবসর ছিলো।

কিন্তু এইবার চাকরীরতর কারনে হয়তো একটু বেশিই পরিশ্রম করতে হয়েছে। মনে পড়ে যখন ছোট বেলায় হাফেজ শেষ করেই তারাবি পড়াতাম। সেই সময়গুলোতে এত সহজভাবে পড়াতাম যা মনে হত জিহ্বার আগায় এসে পড়া উপস্থিত থাকতো।

পরিশেষে সেহরি খেতে উঠলাম, দেখি হালকা জ্বর ও ঠান্ডায় জর্জরিত। সেহরি খেলাম সাথে একটা নাপাও খেয়ে নিলাম। সকাল থেকে আর ঘুম নাই, বাট সবাই ঘুমচ্ছে। তাই একা একা কী করবো, বসে বসে বই পড়লাম লেখালেখি করলাম।


পরক্ষনেই ধাপে ধাপে শৈশব নিয়ে প্রবন্ধ লিখে ফেললাম। যা আপনাদের সামনে এই মুহুর্তে উপস্থাপন করছি।

children-5833685_1280.jpgpixabay


  • বৃষ্টি! সে-তো আনন্দের মহা উৎসব। বৃষ্টির ফোঁটা পড়তেই যেন,বেজে উঠতো উল্লাসের ঘণ্টা। মূহুর্তে জড়ো হয়ে যেতো একদল কিশোর। হাতে বল, মুখে উল্লাসের শতবাক্য। বৃষ্টির অগণিত ফোঁটাকে হার মানিয়ে ছুটে যেতো প্রানের উঠোন—মাঠে। পদাঘাতে পিষে দিতো বিস্তৃত কাদা, ভাগাভাগি করেনিত মহানন্দময় মুহূর্ত।


  • কাঁধে ফেলুন জাল, টিপটিপ পাঁ ফেলে হেঁটে যাচ্ছে, ব্যাগটি কোমড়ে বাঁধা। বৃষ্টির ফোঁটা ছিটকে পড়ছে গায়ে, কপাল বেয়ে পড়ছে সদ্যপানি। কোনো ভ্রূক্ষেপ নেই। স্ব-বেগে চলছে ঝিলের পথে, কারও বুঝতে বাকি রইল না—তার উদ্দেশ্য! পথেই সঙ্গী হয়ে গেলো আরও ক'জন।


    সবার পথ এক, উদেশ্য অভিন্ন। চলছে তাল মিলিয়ে, মুখে অমলিন আনন্দের ঝিলিক। সবাই একসাথে নেমেছে— সফেদ পানি। পানি যেন,ওদের পেয়ে উচ্ছ্বসিত! কলকল রবে স্বাগত জানাচ্ছে ওদের। শুরু হল জাল প্রয়োগ, মাছ ধরছে যেজার মত। হাসি মুখে, চলছে নানা টপিকের রসালো গল্প।


  • হুম! এটাই ছিল শৈশব। সুখ-সমৃদ্ধি ও আনন্দোল্লাসের কেন্দ্রবিন্দু। বৃষ্টির ফোঁটা, সূর্যের প্রখরতা, পৌষের শীত সবই ছিল মধুময়। ফাগুনের ফুল,পাখিদের গান, সবুজ পাতার শোঁ-শোঁ শব্দ, চারিদিকে যেন সুখদের মেলা। অনবদ্য পরিবেশ! এটাই ছিল আমাদের শৈশব। যার স্পর্শে কেটেছে— জীবন'র সেরা মুহূর্তগুলো।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7Psre...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png


আজ তাহলে এই পর্যন্তই লিখছি। রমজানের ফজিলতপুর্ন সময়টাকে সবাই এবাদতে কাটিয়ে নিজেকে সৃষ্টি কর্তার নিকট প্রকৃত বান্দার অংশীদার হওয়ার তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট পড়ে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল ভাই। ছোটবেলায় বৃষ্টি আসলেই মনে হতো যেন অনেক আনন্দের সময় এসেছে। বেরিয়ে পড়তাম বাইরে। আমার সাথে আরও কজন যোগ দিত। বৃষ্টিতে ভিজেই কত দৌড়াদৌড়ি, কাদা ছোড়াছুড়ি, রাস্তায় পিছলা পিছলে খেলা করেছিলাম।

বৃষ্টি আসলেই একটা জাল নিয়ে চলে যেতাম ডোবার ধারে। মাছ পাই বা না পাই। জাল ফেলতাম আর তুলতাম। সুন্দর অনুভূতির সময় ছিল সেটা। এখন সেই অনুভূতিগুলো সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে ভালো মন্তব্য করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

আসলে শৈশবের স্মৃতিগুলো আমরা যতই ভুলে থাকার চেষ্টা করি না কেন, কখনোই ভুলে থাকতে পারিনা। শৈশব আমাদের এমন একটা প্রতিচ্ছবি, যা আমরা যখনই শৈশবের কথা চিন্তা করি, তখনই আমাদের চোখের সামনে ভাসতে থাকে।

কাঁধে জাল ফেলে গুটি গুটি পা করে, এগিয়ে যাওয়া আর বাকি সবাই দেখে তার সাথে রওনা দেয়া, এই দৃশ্যটার কথা আমার এখনো মনে পড়ে। যখন আমি ছোটবেলায় দেখতাম আমার বড় ভাই জাল কাঁধে নিয়ে ঘর থেকে বের হচ্ছে। আমিও তার পেছনে পেছনে ছুটতাম।

পোস্ট করতে করতে শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেল। যেগুলো আসলে আমরা কখনোই ভুলে থাকতে পারবো না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শৈশব স্মৃতি ঘেরা মুহূর্তের কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর মন্তব্য পেশ করার জন্য। আপনিও ভালো থাকবেন।

  ·  2 years ago (edited)

বৃষ্টি! সে-তো আনন্দের মহা উৎসব। বৃষ্টির ফোঁটা পড়তেই যেন,বেজে উঠতো উল্লাসের ঘণ্টা। মূহুর্তে জড়ো হয়ে যেতো একদল কিশোর। হাতে বল, মুখে উল্লাসের শতবাক্য। বৃষ্টির অগণিত ফোঁটাকে হার মানিয়ে ছুটে যেতো প্রানের উঠোন—মাঠে। পদাঘাতে পিষে দিতো বিস্তৃত কাদা, ভাগাভাগি করেনিত মহানন্দময় মুহূর্ত।.. আপনার পোস্টটা পড়ে শৈশবের কথা মনে পড়ে গেল ভাই। আসলে ভাই শৈশবটা অনেক সুন্দর হয়। যদি আবারও শৈশবে ফিরে যেতে পারতাম খুবই ভালো হতো সেটা তো আর হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের মাঝে এত সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে।

শৈশব এর স্মৃতি যতই ভুলার চেষ্টি করি না কেন মাঝে মাঝে এমন দৃশ্য চোখের সামনে চলে আসে তখনি মনে পরে যায় সেই ছোটবেলার দুষ্টু মিষ্টি স্মৃতি ৷ ছোটবেলায় এই স্মৃতিতে অনেক কিছু গাঁথা রয়েছে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷

ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য

Loading...

শৈশবের স্মৃতিগুলো আমাদের জীবনের স্মৃতির পাতায় জড়িয়ে আছে স্মৃতিগুলো আমরা যতই ভুলতে চেষ্টা করি না কেন কখনোই ভোলা সম্ভব না অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে।