তারপর খাওয়া-দাওয়া ও বাকি সব পর্ব শেষ করে। শুরু হয়ে গেল কোনে বিদায়ের পর্ব। কনে বিদায়ের জন্য সবাই একসঙ্গে সমবেত হল। কিন্তু এই বিদায়ের যে কি যে এক করুন দৃশ্য। এই দৃশ্য দেখে আমার অনেক কষ্ট লেগেছিল।
বিয়ের বিষয়ে আপনার সব স্টেপ গুলো আমি পড়লাম এবং ফটোগুলো দারুণভাবে অবলোকন করলাম। সবকিছুই ভালো লাগলো। কিন্তু এই মার্ক করা স্টেপটা পড়ে মন খারাপ হয়ে গেলো।
এ কেমন এক করুন দৃশ্য। একটা মেয়ে তার স্বামীকে চেনে না, তার স্বামীর পরিবারকে চেনে না জানে না। তার স্বামীর আত্মীয় সজন, এলাকার কোন কিছুই সে চেনে না। আর সেই অজানা জায়গাতেই তাকে যেতে হচ্ছে। জ্বি এটাই নিয়ম। খিব কষ্ট হয় এমনটি ভাবলে। মেয়েটি তার মা বাবা আত্মীয় সজন, বন্ধু বান্ধব পারা প্রতিবেশি সবার সাথে জন্মের পর থেকে আজ পর্যন্ত থাকলো, আর এখন শুধু কবুল শব্দটি বলার পরেই, সে আর মা বাবার বাড়ি নয় অজানা এক বাড়ীতে তার আস্তানা হয়। খুব ভালো লাগলো আপনার বিয়ের পোস্ট পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।