Winners announcement Incredible India monthly contest of April|All about my favorite day of the week.

in hive-120823 •  7 months ago 
1000023483.png

Greetings, everyone
We are here to announce the winners of our monthly community contest of April 2024.

all-about-my-favorite-day-of-the-week

Before announcing the winners, we would like to compliment each participant;
who took part in this contest.

Hash tag#myfavday, #mimcintest-april
Total number of entries19
Number of Valid entries18
Number of Invalid entries1


Club Status
Number of entries
Club505017 entries.
Club750 entries.
Club1001 entry.
No Club1 entry.

The number of entries is less;
However, following the criteria of quality, we selected three winners.

User Id

Position

Post Link

Prize amount

Thumbnail

@isha.ish
First position
Post link8 Steem
1000023561.jpg
@alexanderpeace
Second Position
Post Link7 Steem
1000023562.jpg
@sayeedasultana
Third Position
Post Link5 Steem
1000023560.jpg


Reason behind selection:-

রবিবারে দিনটা আমার বেশ ভালই কাটে। তাই সপ্তাহের প্রিয় দিন বলতে রবিবারকে আমি বেছে নিতে পারি।
কারণ, সেদিনকে আমার গানের ক্লাস থাকে। খুব ছোট থেকেই আমি গান শিখছি।

কোনো সপ্তাহে রবিবারে গান শিখতে আমাকে কলকাতাতে যেতে হয়। আবার কখনও অনলাইনেই স্যার শেখান। গানের ক্লাসের সময়টুকু আমার ভীষণ ভালো লাগে। নতুন নতুন গান রবীন্দ্র সংগীত শিখতে আমি ভীষণ ভালোবাসি এবং সেগুলো নিয়ে চর্চা করতে আমার খুবই ভালো লাগে। তাই রবিবারের দিন একটু আলাদাভাবেই কাটে।

পছন্দের ওয়েব সিরিজ দেখি। অথবা বাবার সাথে আবদার করে বাড়ির সবাই মিলে কোথাও ঘুরতে যাই। কারণ আমার ছোট ভাইয়েরও রবিবার ছুটি থাকে। এছাড়াও বাবা যদি সময় না দিতে পারে তবে বন্ধুদের সাথে সেদিনকে একটু দেখা করার চেষ্টা করি। রবিবারের বিকেলে আমাদের বন্ধুরা সবাই মোটামুটি ফাঁকা থাকে। যারা বাইরে থাকে তারা সপ্তাহে রবিবারের দিনে বাড়িতে থাকে, তাই সকলেরই ছুটির দিন বলে দেখা করা সম্ভব হয়।


Our friend cited Sunday as her favorite day of the week. While explaining her reasons,
she mentioned that she has been fascinated by Rabindra Sangeet since childhood;
On Sundays, she went to attend her singing class. Besides that, she shared her love for Sundays in various beautiful ways, spending valuable time with family and friends, etc.
Undoubtedly, the post deserves the first position in terms of quality of the post.



My favorite day of the week is Sunday because;
It's that day when we get to do little work.
It’s more like a resting day and having little to do. My favorite day, which is Sunday is our service or worship day.

I think we must have a free day in the week to rejuvenate ourselves. Life is full of work and so much stress. Sometimes we tend to work from Mondays all through the week. If we continue without having to rest our bodies, we may likely break down.


Our other friend from Nigeria;
also described the reasons behind the selection of her favorite day! She explains in her content that whether it is about children or adults,
We all need a day to rejuvenate ourselves. We agree because in this fast lifestyle, we all need to spend some quality time;
because we are all aware once time departs;
will never come back.
The reasons are clear, and we selected this post in the winner list.



1000023560.jpg

শুক্রবার আসার আগেরদিন থেকেই আমার মনের মাঝে ভালোলাগা কাজ করা শুরু হয়ে যায় যে আগামীকাল শুক্রবার। আর শুধুমাত্র এখন যে প্রিয় দিন এমন না বরং আমার ছোটবেলা থেকেই প্রিয় দিন আর এই দিনের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি।
এই দিন আমার স্কুল বন্ধ থাকতো। আর ভাইরা আমার থেকে বয়সে অনেক বড় হবার কারণে তাদেরকেও পেতাম না। তারা ঢাকাতে পড়াশোনা করতো। আর বাবা দেশের বাইরে থাকতো। যার কারণে বলা যায় ছোট থেকেই পরিপূর্ণ পরিবার খুব একটা পাই নাই আমি।

কিন্তু এই একটা দিন ভাইরা বাড়িতে থাকতো। মা মাংস রান্না করতো। তখন দুপুর ৩ টার দিকে ' থান্ডার ক্যাটস ' নামের একটা কার্টুন দেখানো হতো টিভিতে। আমরা তিন ভাইবোন না খেয়ে অপেক্ষা করতাম তিনটা বাজার।
তাই এই দিনটাতে নিজের এই শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করা উচিত । আর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে একটা দিন সময় দেয়া প্রয়োজন ।


While explaining her favorite day;
Our friend became nostalgic. She ascribed how she spent her favorite Friday when she was a child. ThunderCats, the name of a cartoon show, was telecasted in the afternoon.
She and her other brothers and sisters waited for the same to watch. Time parted, our lifestyle and responsibilities changed;
but still, we have an obsession with our favorite day of the week. Excellent explanation,
Thus, we nominated the post in the winner list.


CONCLUSION

We always mention that contest is something that is not only the reason for winning;
but to participate to enhance our writing skills.
However, it was nice to read and comprehend the perceptions of our friends related to the subject. Congratulations to all the winners.

Prize distributed among three winners 🏆

1000023564.jpg


OUR QUICK DELEGATION LINK:-

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় যারা বিজয়ী লাভ করেছেন, তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আগামীতেও আপনারা আমাদের কমিউনিটির মধ্যে, আপনাদের মূল্যবান লেখা শেয়ার করবেন। ভালো থাকবেন।

Woooow. Thank you so much for the selection. Congratulations to all

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিযোগিতার প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কে জানাই অনেক অনেক অভিনন্দন।🎉🎊🎊

  • এই প্রতিযোগিতায় বিজয়ের গৌরব অর্জনকারীদের অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো লাগলো আপনাদের নাম গুলো দেখে এটা আপনাদের অর্জন। এভাবেই সামনে এগিয়ে যান সেই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে।

অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রথম হিসেবে সিলেক্ট করার জন্য। সাথেই দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আমার অভিনন্দন। 🥹😇😇

Congratulations to the winners!🎉

Congratulations to all the winners🏆🎉.

Congratulations all the winner 🏆

@isha.ish, @alexanderpeace and @sayeedasultana, Congratulations on winning 1st, 2nd and 3rd places respectively. Keep up the good work.

Thanks

অসংখ্য ধন্যবাদ দাদা।

প্রতিযোগিতায় যারা বিজয়ী হলেন তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। এছাড়াও যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রতি রইল শুভকামনা। এমন প্রতিযোগিতা সত্যিই আমাদের লিখার মানকে উন্নত করতে সাহায্য করে। ধন্যবাদ এডমিন ম্যাম কে।

আসলে বিজয়ী হিসেবে নিজের নাম দেখতে পাবো এটা আশা করিনি।
তবে ছবিটা দেখে পরিচিত লাগলো তাই দ্বিতীয়বার ভালো করে তাকিয়ে নিজের নমাটা তৃতীয় স্থানে দেখতে পেলাম।একে অপ্রত্যাশিত প্রাপ্তি বলা যায়। আর এধরনের প্রাপ্তির আনন্দই অন্য রকম হয়।
আমাকে তৃতীয় স্থান হিসেবে নির্বাচিত করায় অসংখ্য ধন্যবাদ।
সেই সাথে প্রথম ও দ্বিতীয় স্থান হিসেবে বিজয়ীদের প্রতিও অভিনন্দন রইলো।