একটি দূর্ঘটনার সারা জীবনের কান্না।

in hive-120823 •  last year 

IMG_20230516_171727.jpg

Hello
My dear friends.

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা সবাই সড়ক দুর্ঘটনা শব্দটির সাথে পরিচিত। আজকের পোস্টের মূল বিষয়বস্তু হলো দূর্ঘটনা এবং এর প্রতিরোধ।

বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা প্রায় ১৬ কোটি।আস্তে আস্তে আরও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের চলাচলের জন্য যানবাহন ও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশে তেমন সড়কপথ নেই যদিও আগের চেয়ে এখন সড়ক ব্যবস্থা অনেক উন্নত করা হচ্ছে।

সড়ক মহাসড়কে এখন দূর্ঘটনার আকার এখন ঘাতক-দৈত্য। আমরা কেউ নিশ্চিত বলতে পারবো না জীবিকার তাগিদে বাহিরে গিয়ে আবার সুস্থ ভাবে বাসায় ফিরতে পারবো।কেননা দেশে অসংখ্য দূর্ঘটনার কথা শোনা যায়। টিভি চালু করা মাএই হেড লাইনেই সবার আগে ভেসে ওঠে। কেউ দূর্ঘটনায় নিজের জীবন,হাত, পা হারায়।একটি দূর্ঘটনার কারণে আমাদের জীবনটা পুরোটাই অগোছালো হয়ে যায়। এমনও দেখা যায় অনেকসময় বাস বা ট্রাক এসে রিকশা চাপা দিয়ে চলে যায়।রাস্তাদিয়ে হেঁটে যাওয়ার সময়ও অনেকেই দূর্ঘটনার শিকার হয়।রাস্তা পার হওয়ার সময়ও মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছে।

IMG_20230516_171849_1.jpg

অনেক পরিবার তাদের সংসার চালাতে হিমশিত খেয়ে যায়।কিন্তু এসব দূর্ঘটনার যারা ঘটাচ্ছে তাদের বেশিরভাগ ই হলো অল্প বয়স্ক।তাদের কোন লাইসেন্স থাকে না।তাদের বিরুদ্ধে মামলা করা হয় ঠিকিই কিন্তু সেটা কার্যকর করা হয় না।যার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।আমাদের কোন নিশ্চয়তা দিচ্ছে না। রাস্তার উপর দিয়ে যদি ওভারব্রিজ করা হয় তাহলে কিন্তু দূর্ঘটনার হার অনেক কমে যাবে।তাছাড়া বর্তমানে আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে বা কলেজ এ পড়ে।তারাও কিন্তু দূর্ঘটনার শিকার হচ্ছে। আর এই দূর্ঘটনা আমরা কোন ভাবেই প্রতিরোধ করতে পারতিছি না।সেই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।

IMG_20230516_171848.jpg

এসবের মূল কারণ হলো অনুন্নত সড়ক ব্যবস্তা,অদক্ষ চালক,যানবাহনে ত্রুটি,জনগণের অসচেতনতা, অতিরিক্ত যাএী উঠানো,ট্রাফিক আিন না নামা,ওভারটেকিং ইত্যাদি দূর্ঘটনার মূল কারণ। এসব কারণেই দূর্ঘটনার মাএা বেড়ে যাচ্ছে। সড়ক দূর্ঘটনার ফলে জীবন হারাচ্ছে অসংখ্য মানুষ। যার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক নিরীহ মানুষের পরিবার। অকালে ঝরে যাচ্ছে অনেক শিশুর জীবন।তাদের ঘরে তিনবেলা খাবারও জোটে না।যার ফলে পথভ্রষ্ট হচ্ছে অনেক শিশু।

এসব সমস্যা এড়াতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।সড়ক দূর্ঘটনার মরণ ছোবল থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য দরকার হলো:জনগণের সচেতনতা,ট্রাফিক আইন আধুনিকীকরণ,রাস্তা সংস্কার করা, চালকদের প্রশিক্ষণ দেওয়া,বাইপাস সড়ক নির্মাণ,ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল না করা ও গণসচেতনতা সৃষ্টি করা।

আজকের মতো আমার পোস্ট এতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,নিরাপদে পথচলাচল করবেন।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidOppo A31
Camera16M Dual camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@mjmoshiur

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে ভাই আমাদের জীবনে বিপদ তো আর বলে আসে না যে আমি আসছি দুর্ঘটনাটাও ঠিক তেমনটাই কিন্তু এখানে আমাদের কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে যদি আমরা সতর্কতার সাথে রাস্তাঘাটে চলাচল করি তাহলে অনেকটা দুর্ঘটনার হাত থেকে বাঁচার সম্ভাবনা থাকে।

আর এটা একেবারেই আপনি সঠিক কথা বলেছেন দুর্ঘটনা মানেই সারা জীবনের কান্না শুধু দুর্ঘটনার যে করেছে তার কান্না নয় সাথে তার পুরো পরিবারের কান্না কারণ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে বলুন তাদের পরিবারের কি অবস্থা হবে।

তাই অবশ্যই আমাদের উচিত আমরা যখন রাস্তাঘাটে চলাচল করব অবশ্যই সতর্কতার সাথে চলবো তাহলে দেখা যাবে অনেকটা দুর্ঘটনা কম ঘটবে

অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...

Los entes gubernamentales deberían de mejorar las carreteras para así tratar de que baje la inseguridad a nivel de peatones y mototaxistas, en cuanto a nosotros solo nos queda encomendarnos a Dios y pedirle que no nos pase nada en en la vuelta a nuestro hogar .

Debemos hacer más conciencia.

Gracias por compartir con nosotros tu tus experiencias y soluciones para con este importante yema que nos aqueja, yo diría a nivel golobal.

ভাই আমাদের দেশে সড়ক দুর্ঘটনা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এর প্রধান কারণ হলো সঠিক ট্রাফিক সিগন্যাল মেনে না চলা। তাছাড়া গাড়ির বেপরোয়া গতি ও অন্য লাইন দিয়ে গাড়ি চলার কারণে দুর্ঘটনার স্বীকার আমরা বেশি হই। আমাদের দেশে ঈদের সময় এই দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। একটি দুর্ঘটনা আমাদের জন্য সারা জীবনের কান্না।

তাই আমাদের উচিত চোখ কান খোলা রেখে গাড়ি চালানো এবং সঠিক নিয়ম কানুন মেনে চলা। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে ।

অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিবারের মতো ট্রেন্ডিং এ থাকে এ সবচেয়ে মূল কারণ হচ্ছে ট্রাফিক সিগন্যাল মেনে না চলা একটু ফাঁকা পেলেই ওভারটেক করা বর্তমানে বাস ড্রাইভাররা বাসের থেকে ছোট গাড়ি তারা কোন গাড়ি মনে করে না পুরা রাস্তা একাই নিয়ে চালায়।

আমাদের উচিত ট্রাফিক সিগন্যাল মেনে চলা বেপরোয়া ভাবে গাড়ি না চালানো তাহলে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও কমবে।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য।

ভালো থাকবেন ভাই