Happy Mother's Day.

in hive-120823 •  2 years ago 

pexels-photo-2072162.jpegpexels

প্রিয়,
বন্ধুরা

শুরুতেই জানাই সকল মা'য়ের প্রতি একবুক ভালোবাসা ও শুভেচ্ছা।আজ ১৪ মে। বিশ্ব মা দিবস। আজকে আরও একটি বিশেষ দিন।আজকের পোস্টের আমার প্রধান বিষয় হলো মা।

মা কে শুধু Mothers Day তে নয় Others Day তেও ঠিক একই ভাবে ভালোবাসা যায়।মা শব্দ খুব ছোট,কিন্তু এর মতো মধুর নাম এ পৃথিবীতে আর কোথাও নেই।বিশ্বের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মা।আমার কাছে এই মানুষ টাকে ভালোবাসাতে কোন দিবসের প্রয়োজন হয় না। যাকে আজীবন একইভাবে ভালোবাসা যায়।আজকে আমি জীবনে যতোটুকু সামনের দিকে এগিয়েছি বা জীবনে যতোটুকু সফলতা অর্জন করতে পেরেছি এসবের পিছনে সবচেয়ে বেশি অবদান রাখে মা।

mother-daughter-love-sunset-51953 (1).jpegpexels

শুধু একদিন নয়, বছরের ৩৬৫ দিনিই হোক মা দিবস।দুনিয়ার সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না।ভালো তো সবাই বাসতে পারে কিন্তু মায়ের মতো কেউ ভালোবাসে না।সবার ভালোবাসার পিছনে কোন না কোন কারণ থাকে কিন্তু মা নিঃস্বার্থ ভাবে সারাজীবন ভালোবেসে যায়।অন্য কারো ভালোবাসার সাথে মায়ের ভালোবাসা তুলনা করা যায় না।

কোন কিছুতে একটু ভুল করলেই বোকা ঝোকা করা আবার কখনো শরীর খারাপ হলে সারারাত জেগে স্নেহ, যত্নে,ভালোবাসায় সুস্থ করে তোলে।মা তো এমনই হয়।দিনশেষে আপন বলতে শুধু মা ই আপনার পাশে থাকে।মায়ের যতো দুঃখ, কষ্টই হোক না কেন সেটা কখনো সন্তানকে বুঝতে দেয় না।নিজে ভাত খায় না কিন্তু সন্তানকে তা বুঝতেই দেয় না।

pexels-photo-6624386.jpegpexels

মা এমন একটা জাতি যাদের মা নেই তারাই জানে মায়ের ভালোবাসা কি ধরনের হয়।যার মা নেই সেই জানে মায়ের মমতা কেমন।মা পাশে না থাকলে পুরো দুনিয়া অন্ধকার মনে হয়। মা খুব সহজ সরল হয়ে থাকে।মায়ের কাছে আমি আমার সকল কথা বলতে পারি।আমার সুখ, দুঃখ, ভালো-লাগা ইত্যাদি। মা কে নিরদ্বিধায় সবকিছু বলা যায়।

আপনি যখন দূরে কোথাও যাবেন তখন কিন্তু একটু পর পর আপনার মা ই আপনার খোঁজ নেয়।আমি জানি পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু সেই সবগুলো ভালোবাসা একদিকে কিন্তু মায়ের ভালোবাসা একদিকে। আপনার জম্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার যেকোন পরিস্থিতিতে একমাত্র মা আপনার পাশে থাকে।আপনার জীবনের সফলতা পিছনে সবচেয়ে বেশি অবদান রাখে মা। অনেক সন্তান আছে যারা নিজের মাকে বিদ্যাশ্রমে রাখে আসে। তারা হয়তো এটা যানে না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

pexels-photo-3890480.jpegpexels

মা কে নিয়ে যদি লিখতে শুরু করি তাহলে কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ করতে পারবাে না।প্রতিটি ছেলের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

আজকের মতো এখানেই শেষ করছি।সবাই নিজের মা কে ভালোবাসবেন,সম্মান করবেন।তাদের মনে কখনও কষ্ট দিবেন না।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

TQ.png

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...