Design by canva
Hello,
Everyone.
এখানে উপস্থিত সকলের প্রতি রইলো সালাম এবং ভালোবাসা। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন।
India Community এর এডমিন মহোদয়কে আমি আবারও ধন্যবাদ জানায়। কারণ তিনি আবারও আমাদের সবাই আরও একটি প্রতিযোগিতামূলক পোস্টে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।
আমাদের আজকের পোস্টের মূল বিষয়বস্তু হলো সাফল্য। আমরা কীভাবে আমাদের জীবনে সাফল্য অর্জন করতে পারি সেই সম্বন্ধেই আকজের পোস্ট আমি করতে চলেছি।
আমাদের সবাইকে প্রথমে জানতে হবে সাফল্য কী?সাফল্য কীভাবে অর্জন করতে পারি? আমারা আদৌও সাফল্য অর্জন করতে পেরেছি কি না?
সফলতার সুনির্দিষ্ট সঙ্গা দেওয়া যেকারো কাছেই অনেক কঠিন।আমার কাছে সফলতার নিদিষ্ট কোন সঙ্গা হয় না।যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ঠিক তখনই আপনি সফল হতে পারবেন।যেমন হলো:একজন ছাএ যখন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় তখন সে সফল,আবার যখন কোন ছাএ দেশের নামকরা ইউনিভার্সিটিতে চান্স পায় তখন সে সফল,আবার যখন কোন ছাএ পড়াশোনা শেষ করে তার পছন্দের চাকুরী পায় তখন সে সফল।
সফলতা অর্জন করতে হলে আমাদের আত্মবিশ্বাস, ধৈর্য, অপেক্ষা ও কঠোর পরিশ্রমী হতে হবে , তবেই সফল হতে পারবো। সফলতা এমন একটা বিষয় যা আমরা জীবনের প্রতিটি ধাপে খুঁজে বেড়ায়।সফলতা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যখন একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন সে নিজেই উপলব্ধি করতে পারে যে,সে সফল না কি ব্যর্থ। আমাদের সমাজ অন্যকে নিয়ে বিবেচনা করে সে সফল কি না। কিন্তু আমার কাছে আমি নিজে জীবনে কতোটুকু সফলতা অর্জন করতে পেরেছি সেটিই মূল বিষয়।
আমার মতে আমি এখনও সফল ব্যাক্তি হয়ে উঠি নি।কারণ সফল ব্যাক্তিদের মাঝে অনেকগুলো গুণ থাকে। যেমন, খুব মনোযোগ দিয়ে কোন কিছু শোনা,সঠিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা,অতীত নিয়ে না ভাবা,আত্নবিশ্বাসী হওয়া, পরিবারের ও সমাজের মানুষের কাছে ভালো ব্যাক্তি হওয়া,নিজের ভুলগুলো বুঝতে পারা,হ্যা এবং না এই দুটি শব্দের সঠিক ব্যবহার করা,সময়ের মূল্য দেওয়া।
আর এগুলো মধ্যে আমার মাঝে সেই গুণ গুলো খুব অল্প।দৈনন্দিন জীবনে আমার অনেক ভুল হয়ে যায়। আমি চেষ্টা করি সেই ভুলগুলো না করতে।আমি সবসময় চেষ্টা করি একজন সফল ব্যাক্তির মাঝে যেসব গুণ থাকা দরকার সেগুলোর অধিকারী হওয়ার।আমার জীবনে অনেকগুলো স্বপ্ন আছে সেগুলো যেইদিন পূরণ করতে পারবাে সেইদিন আমি নিজেকে সফল বলে মনে করবো।
সফল হওয়ার জন্য আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা অবশ্যই বলতে চাই। যেগুলো তাদের বলা আমার দ্বায়িত্ব বলে মনে করি।সেগুলো নিচে বর্ণনা করা হলো:
সর্বপ্রথম আপনাদের জীবনের লক্ষ্য ঠিক রাখবেন।যেভাবেই হোক লক্ষ্যে পৌঁছাতে হবে।যখন কখনও পিছু পা হওয়া যাবে না।যদি আপনাদের লক্ষ্য ঠিক থাকে তাহলেই আপনি সফল হতে পারবেন।একদিনে না হোক একদিন ঠিকিই সফলতা অর্জন করতে পারবেন।
অবশ্যই নিজের প্রতি আত্নবিশ্বাসী হতে হবে। সফলতা অর্জনের জন্য আত্নবিশ্বাসী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আত্নবিশ্বাসী না হলে কখনোই সফলতা অর্জন করা যাবে না।
আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে।কখনোই বিরক্তবোধ করা যাবে না।কোন কাজে তাড়াহুড়ো করা যাবে না।তাড়াহুড়ো করার ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।আর কখনোই হতাশ হওয়া যাবে না।
সময় নষ্ট করা যাবে না। সময় খুবই মূল্যবান। কারণ সময় কখনো ফেরত পাওয়া যায় না। তাই সময়ের সঠিক ব্যবহার করতে হবে।
আপনাকে অবশ্যই পরিশ্রমি এবং দক্ষতা অর্জন করতে হবে।কাজ যতো কঠিন ই হোক না কেন আপনাকে সেই কাজ সম্পূর্ণ করতেই হবে।এর ফলে কাজের প্রতি আগ্রহ বাড়বে।
আপনাকে সফল হতে হলে সেই কাজগুলো করতে হবে যেগুলো অসফল ব্যাক্তিরা করে না।জেতার উত্তেজনার চেয়ে হারার ভয় বেশি হতে দিও না।
আপনাকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের পথ যতো কঠিনই হোক না কেন কখনোই পিছনে ফিরে দেখা যাবে না।অতীত নিয়ে কখনও ভাবতে যাবেন না।
এতো সুন্দর এই প্রতিযোগিতায় আমি আমার আরও বন্ধুদের ও আমন্ত্রণ জানাচ্ছি।
@salam01 @sabbir-raj @memamun
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনি নিজেকে এখনো সফল ব্যক্তি মনে করেন না। আপনি লিখেছেন সফল ব্যক্তির মধ্যে অনেকগুলো গুণ রয়েছে। যেগুলো আপনার মধ্যে এখনো অভাব।
তার সাথে আপনি দেখলাম আমাদের মাঝে অনেকগুলো বার্তা শেয়ার করেছেন। আসলে এই বার্তাগুলো বিশেষ করে আমি পড়ে,,, আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এই বার্তা গুলো আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,, ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই আপনি সফলতার বিষয়ে খুব চমৎকার লিখনি উপস্থাপন করেছেন। জীবনে সফল হওয়ার জন্য আপনার দেয়া টিপস গুলো খুব ভালোভাবে কাজে লাগাতে পারলে আমরা অবশ্যই সফল হতে পারব। ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ও আপনার সুন্দর লেখনীটি উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সব সময় প্রিয় ভা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট টি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit